Arup Roy slams Sukanta Majumdar: 'উশৃঙ্খল দলে নেতা !' 'ভাইপো' মন্তব্যে সুকান্তকে কটাক্ষ অরূপের
🎬 Watch Now: Feature Video
"একটি উশৃঙ্খল দলের নেতার কাছ থেকে এমন মন্তব্য ছাড়া আর কীই বা আশা করা যায় ?" হাওড়ার শিবপুরে এসে 'ভাইপো' প্রসঙ্গে করা সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্য নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় ৷ উল্লেখ্য, রবিবার সকালে শিবপুরে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পুলিশ তাঁকে এগোতে না দেওয়ায় তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি ৷ সেই সময়েই শক্তিগড় শ্যুটআউট নিয়ে মন্তব্য করেন সুকান্ত ৷ কয়লা মাফিয়া খুনের প্রতিবাদ জানিয়ে বলেন, "মাফিয়া বলে তাকে তো রাস্তায় মেরে দেওয়া যায় না ! তাহলে তো ভাইপোকে সবার আগে মেরে দিতে হয় ! সে তো সবথেকে বড় মাফিয়া !" ওয়াকিবহাল মহলের বক্তব্য, 'ভাইপো' বলে সম্বোধন করে আসলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই নিশানা করেছেন সুকান্ত ! পরবর্তীতে সুকান্তর এই মন্তব্য নিয়েই প্রতিক্রিয়া চাওয়া হয় অরূপ রায়ের কাছে ৷ জবাবে সুকান্তকে পালটা 'উশৃঙ্খল দলের নেতা' বলে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী ৷