জামশেদপুর, 2 ডিসেম্বর: মাঠ বদলায়, দিন বদলায় কিন্তু মহমেডান স্পোর্টিং বদলায় না। সোমবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে 1-3 গোলে বিধ্বস্ত মহমেডান স্পোর্টিং। মহম্মদ শানান, সিভেরিও, স্টিফেন ইজের গোলে জয়ে ফিরল খালিদ জামিলের জামশেদপুর এফসি। ইরশাদের গোলে ব্যবধান কমালেও হতাশ সাদাকালো শিবির। শেষ মিনিটে ব্যবধান আরও একটু কমানোর সুযোগ পেয়েছিল মহমেডান স্পোর্টিং। কিন্তু ফ্রাঙ্কা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।
প্রথমার্ধের লড়াকু ফুটবলের পরে দ্বিতীয়ার্ধে ভুলের খেসারত দিয়ে ফের হারের অন্ধকারে মহমেডান স্পোর্টিং। চোট আঘাত কার্ড সমস্যায় জর্জরিত হয়েই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে গিয়েছিল মহমেডান স্পোর্টিং। ঘরের মাঠে খালিদ জামিলের দলকে টেক্কা দেওয়া সবসময়ই কঠিন। তবুও সাধ্যের মধ্যে থেকে পয়েন্ট পাওয়ার চেষ্টা করেছিলেন আন্দ্রে চের্নিশভ।
প্রথমার্ধে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে জামশেদপুরকে ঠেকিয়ে রেখেছিল তারা ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে সেই চেষ্টা অব্যাহত রাখলেও 53 মিনিটে মহম্মদ শানানের বিশ্বমানের গোলে মহমেডান কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ে। ছোট ছোট ভুলে প্রতিপক্ষকে ম্যাচ উপহার দেওয়ার দোষে দুষ্ট মহমেডান। আইএসএলে সামান্য ভুল বড় ধাক্কা হয়ে হাজির হয়। 61 মিনিটে সিভেরিও গোল সেই ভুলের ফলশ্রুতি। মহমেডান গোলরক্ষক ভাস্কর রায় সাধারণ একটা বল হাত থেকে ফস্কে ফেলতেই তা জালে ঠেলে দেন ওত পেতে থাকা সিভেরিও। মাত্র আট মিনিটের ব্যবধানে দু'গোলে পিছিয়ে পড়ার ধাক্কায় চের্নিশভের ছেলেরা দিশেহারা। ম্যাচের নিয়ন্ত্রক তখন জামশেদপুর। একের পর এক আক্রমণ হেনে জেভিয়ার হার্নান্দেজরা সাদাকালো রক্ষণকে ব্যাকফুটে ঠেলে দেন। যার ফলশ্রুতিতে 79 মিনিটে স্টিফেন ইজের গোল।
তিন গোলে পিছিয়ে পড়ার ধাক্কায় পাল্টা দেওয়ার জন্য তেড়েফুড়ে ওঠে মহমেডান স্পোর্টিং। কিন্তু ততক্ষণে ম্যাচ হাতছাড়া। 88 মিনিটে ইরশাদ ব্যবধান কমালেন ঠিকই কিন্তু তা ম্যাচে ফেরার পক্ষে যথেষ্ট ছিল না। ম্যাচের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফ্রাঙ্কা।
টানা হারে বিধ্বস্ত মহমেডান স্পোর্টিং। চের্নিশভ দিশা খুঁজে পাচ্ছেন না। আশা জাগিয়ে আইএসএলে খেলতে এসে মহমেডান স্পোর্টিং ক্রমেই বিবর্ণ। ম্যাচ শেষে ফুটবলারদের গাছাড়া মনোভাবে হতাশ মহমেডান কোচ চের্নিশভ ৷