কলকাতা, 24 জানুয়ারি: বাংলা, হিন্দি যে কোনও ভাষায় তিনি সাবলীল। তাঁর অভিনয় আলাদা চোখ নিয়ে দেখে মানুষ। অস্বীকার করার উপায় নেই বাংলা টেলিভিশনের হার্টথ্রব তিনি। এহেন ঋষি কৌশিক এবার অভিনয় করে ফেললেন কঙ্গনা রানাওয়াত অভিনীত, প্রযোজিত এবং পরিচালিত হিন্দি ছবি 'এমারজেন্সি'তে। তাও আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।
'এমারজেন্সি' মুক্তি পেয়েছে 17 জানুয়ারি। গল্পের কেন্দ্রে রয়েছে 1975 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সময়ে ভারতে লাগু হওয়া জরুরি অবস্থা। সেখানেই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের চরিত্রে দেখা গিয়েছে ঋষি কৌশিককে।
হিন্দি ধারাবাহিকের পর সিনেমায় কাজ তাও আবার কঙ্গনার ছবিতে ৷ কেমন ছিল অভিজ্ঞতা ? স্বভাবতই ঋষি কৌশিকের কণ্ঠে ধরা পড়ে আনন্দের ছাপ । ঋষি বলেন, "আমাকে এই চরিত্রটার জন্য প্রস্তাব দেওয়া হয় ৷ আমি তো অবাক! আমাকে বলা হয় মুজিবের চরিত্রের জন্য একটা ছবি পাঠান। আর পরদিনই বলা হয়, আমাকে লক করা হয়েছে এই চরিত্রের জন্য। আমাকে কীভাবে মুজিবুর রহমান বানাবেন ওঁরা? নিজেই ভেবে উঠতে পারছিলাম না। মেক আপটা যখন ট্রায়ালে ফেলল দেখলাম আমাকে 90 শতাংশ মুজিবুর রহমান বানিয়ে দিয়েছিলেন ওঁরা। নিজেকে দেখে নিজেই অবাক হয়েছিলাম।"
সোশাল মিডিয়ায় অভিনেতা কঙ্গনা রানাওয়াতের সঙ্গে নিজের মুজিবুর লুকের ছবিও ভাগ করে নিয়েছেন । আর সেই ছবিতে সাড়া পড়েছে নেট পাড়ায়। ঋষি কৌশিক আরও বলেন, "শুটিংটা করেছি 2022-এ। চরিত্রটা যে অনেক্ষণের তা নয়। বেশিদিন তাই শুটিংও করতে হয়নি। তবে যেটুকু করেছি তাতেই অনেক ভালো লাগা রয়ে গেছে। ইন্দিরা গান্ধিকে নিয়ে এই ছবি। তাতে এই চরিত্রগুলো যেটুকু আসে সেটুকুই করা। কিন্তু তাতেও একটা বিষয় আমার খুব ভালো লেগেছে কঙ্গনার।"
ঋষি বলেন, "কাজের ব্যাপারে অভিনেতাকে স্পেস দেন। বন্ধুত্বপূর্ণ মানুষ। আমাকে বাংলা বলার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। উনি মাথা ঘামাননি। ওখানে যেটা অনুবাদ করেছিল সেটা একেবারে ভাঙা বাংলা। কোনও প্রবাসী বাঙালি হয়ত অনুবাদ করেছিলেন। আমি তখন বলি যে এভাবে না বলে ওভাবে বলি? এরপর আমাকে হিন্দিতে স্ক্রিপ্ট পাঠিয়ে উনি নির্দেশ দেন আমি যেন নিজের মতো করে ভালো বাংলায় বলি। আর আমি সেটাই করেছিলাম। উনি পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এটা আমার খুব ভালো লেগেছে।"
জি স্টুডিয়ো এবং কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের সহ-প্রযোজনায় মুক্তি পেয়েছে 'এমারজেন্সি'। ছবিতে কঙ্গনা, ঋষি কৌশিক ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, প্রয়াত সতীশ কৌশিক, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরি এবং মিলিন্দ সুমন-সহ আরও অনেকে।