ETV Bharat / entertainment

নিজের ঘরে ফিরছেন যিশু, 'ডান্স বাংলা ডান্স'-এ তিনি কোন ভূমিকায় - JISSHU SENGUPTA

নিজের ঘরে ফিরছেন যিশু সেনগুপ্ত ৷ 'ডান্স বাংলা ডান্স'-এর আসন্ন সিজনে তাঁকে দেখা যাবে বিচারকের ভূমিকায় ৷

ETV BHARAT
নিজের ঘরে ফিরছেন যিশু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 26, 2025, 5:56 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: এবার ঘরে ফেরার পথে যিশু সেনগুপ্ত । সিসিএল শেষ হবে খুব শীঘ্রই । তারপরেই নিজের ঘরকে সময় দেবেন তিনি । তবে, মানসিক চাপ বাড়বে আরও । কারণ বিচারের দায়িত্ব যে এবার কাঁধে । 'ডান্স বাংলা ডান্স'-এ এবার বিচারকের ভূমিকায় যিশু সেনগুপ্ত ।

সিসিএল নিয়ে এই মুহূর্তে বিপুল ব্যস্ততা, তবে শীঘ্রই তা শেষ হতে চলেছে । সেমিফাইনালে উঠেছে বেঙ্গল টাইগার্স দল । 1 মার্চ পঞ্জাবের বিরুদ্ধে খেলবে অধিনায়ক যিশুর দল বেঙ্গল টাইগার্স । ফাইনালে উঠলে সেই পর্ব মিটিয়ে তার পরেই পুরোদমে নিজের ঘরে বেশি দেখা মিলবে তাঁর । অর্থাৎ ডান্স বাংলা ডান্স-এর শুটিঙেই বেশি দেখা যাবে তাঁকে । কারণ আসন্ন সিজনে তিনি বিচারকের আসনে বসবেন । আর এই মঞ্চ তাঁর কাছে নিজের বাড়িরই মতো ।

ETV BHARAT
'ডান্স বাংলা ডান্স'-এ এবার বিচারকের ভূমিকায় যিশু (নিজস্ব চিত্র)

একসময়ে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে বিচারকের আসনে বসতেন তিনি । এরপর 'সা রে গা মা পা'-তে তাঁকে সঞ্চালকের ভূমিকাতেও দেখা যায় । অন্য এক বিনোদন চ্যানেলে 'সুপার সিঙ্গার'-এরও সঞ্চালনা করেন তিনি । তখন থেকে 'সারেগামাপা' সামলাচ্ছেন আবির চট্টোপাধ্যায় । এবার ফের পুরনো বাড়িতে ফিরছেন যিশু । হাজির হয়েছে প্রোমো । প্রোমোতে বাঘের সামনে নাচতে দেখা গিয়েছে অভিনেতা শাহির রাজকে । জঙ্গলে প্রথমে বাঘ দেখে ভয় আর তারপরে তার সামনে এলোপাথাড়ি নেচেছেন শাহির । এর পরেই আবির্ভাব ঘটে মহাগুরুর । জানিয়ে দেন আসছে 'ডান্স বাংলা ডান্স' ।

দিন কয়েক পরেই 'সারেগামাপা'র ফিনালে । তারপরেই এই স্লটে আসবে 'ডান্স বাংলা ডান্স'। যিশু ছাড়াও বিচারকের ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । শোনা যাচ্ছে, টলিউডের আরও এক নায়িকা থাকতে পারেন বিচারকের আসনে । এবারও সঞ্চালক হিসেবে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে । বিশেষ আসন অলঙ্কৃত করবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । তাঁকে প্রোমোতেও দেখা গিয়েছে । অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন ।

মঙ্গলবার থেকেই শুরু হয়েছে শো'য়ের শ্যুটিং । 'ডান্স বাংলা ডান্স'-এ ফেরা নিয়ে আবেগ আর আনন্দের ছাপ স্পষ্ট যিশুর চোখে মুখে । তিনি বলেন, "আমার মনের খুব কাছের এই শো'টা ৷ আবার ফিরতে পারছি তাই খুব ভালো লাগছে ।"

উল্লেখ্য, বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন যিশু । তাই সেখানেও রয়েছে ব্যস্ততা । ওই দিক সামলে এবার বাংলাকেও বেশ খানিকটা সময় দিতে হবে তাঁকে ।

কলকাতা, 26 ফেব্রুয়ারি: এবার ঘরে ফেরার পথে যিশু সেনগুপ্ত । সিসিএল শেষ হবে খুব শীঘ্রই । তারপরেই নিজের ঘরকে সময় দেবেন তিনি । তবে, মানসিক চাপ বাড়বে আরও । কারণ বিচারের দায়িত্ব যে এবার কাঁধে । 'ডান্স বাংলা ডান্স'-এ এবার বিচারকের ভূমিকায় যিশু সেনগুপ্ত ।

সিসিএল নিয়ে এই মুহূর্তে বিপুল ব্যস্ততা, তবে শীঘ্রই তা শেষ হতে চলেছে । সেমিফাইনালে উঠেছে বেঙ্গল টাইগার্স দল । 1 মার্চ পঞ্জাবের বিরুদ্ধে খেলবে অধিনায়ক যিশুর দল বেঙ্গল টাইগার্স । ফাইনালে উঠলে সেই পর্ব মিটিয়ে তার পরেই পুরোদমে নিজের ঘরে বেশি দেখা মিলবে তাঁর । অর্থাৎ ডান্স বাংলা ডান্স-এর শুটিঙেই বেশি দেখা যাবে তাঁকে । কারণ আসন্ন সিজনে তিনি বিচারকের আসনে বসবেন । আর এই মঞ্চ তাঁর কাছে নিজের বাড়িরই মতো ।

ETV BHARAT
'ডান্স বাংলা ডান্স'-এ এবার বিচারকের ভূমিকায় যিশু (নিজস্ব চিত্র)

একসময়ে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে বিচারকের আসনে বসতেন তিনি । এরপর 'সা রে গা মা পা'-তে তাঁকে সঞ্চালকের ভূমিকাতেও দেখা যায় । অন্য এক বিনোদন চ্যানেলে 'সুপার সিঙ্গার'-এরও সঞ্চালনা করেন তিনি । তখন থেকে 'সারেগামাপা' সামলাচ্ছেন আবির চট্টোপাধ্যায় । এবার ফের পুরনো বাড়িতে ফিরছেন যিশু । হাজির হয়েছে প্রোমো । প্রোমোতে বাঘের সামনে নাচতে দেখা গিয়েছে অভিনেতা শাহির রাজকে । জঙ্গলে প্রথমে বাঘ দেখে ভয় আর তারপরে তার সামনে এলোপাথাড়ি নেচেছেন শাহির । এর পরেই আবির্ভাব ঘটে মহাগুরুর । জানিয়ে দেন আসছে 'ডান্স বাংলা ডান্স' ।

দিন কয়েক পরেই 'সারেগামাপা'র ফিনালে । তারপরেই এই স্লটে আসবে 'ডান্স বাংলা ডান্স'। যিশু ছাড়াও বিচারকের ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । শোনা যাচ্ছে, টলিউডের আরও এক নায়িকা থাকতে পারেন বিচারকের আসনে । এবারও সঞ্চালক হিসেবে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে । বিশেষ আসন অলঙ্কৃত করবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । তাঁকে প্রোমোতেও দেখা গিয়েছে । অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন ।

মঙ্গলবার থেকেই শুরু হয়েছে শো'য়ের শ্যুটিং । 'ডান্স বাংলা ডান্স'-এ ফেরা নিয়ে আবেগ আর আনন্দের ছাপ স্পষ্ট যিশুর চোখে মুখে । তিনি বলেন, "আমার মনের খুব কাছের এই শো'টা ৷ আবার ফিরতে পারছি তাই খুব ভালো লাগছে ।"

উল্লেখ্য, বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন যিশু । তাই সেখানেও রয়েছে ব্যস্ততা । ওই দিক সামলে এবার বাংলাকেও বেশ খানিকটা সময় দিতে হবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.