জলপাইগুড়ি, 24 জানুয়ারি: খুশি জঙ্গলপ্রেমী পর্যটকরা ৷ আজ শুক্রবার টিকিট ছাড়াই জঙ্গলে প্রবেশ করলেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে প্রবেশের জন্য শুক্রবার থেকে পর্যটকদের কোনও টিকিট কাটতে হবে না । উত্তরবঙ্গের জলদাপাড়া-গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্য-সহ বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তীতে কোনও টিকিট ছাড়াই পর্যটকরা প্রবেশ করলেন । তবে এদিন জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে জিপসি গাড়ি ভাড়া করে গাইড নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন পর্যটকরা । মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন গরুমারা জাতীয় উদ্যানে বেড়াতে আসা পর্যটকরা ।
এদিকে জলদাপাড়া জাতীয় উদ্যানেও আজ থেকে টিকিট ছাড়াই প্রবেশ করতে দেওয়া হচ্ছে পর্যটকদের ৷ বন দফতরের যা সরকারি নিয়ম রয়েছে তা মেনেই জঙ্গলে ঢুকছেন তাঁরা । তবে সমস্যা হচ্ছে, যাঁরা আদিবাসী নাচ গান করে রুটিরুজি চালাতেন তাঁদের । কারণ, আগে গরুমারা জাতীয় উদ্যানে বেড়াতে আসা পর্যটকদের দিনের বেলা ঘোরানোর দ্বিতীয় শিফটে জঙ্গল শেষে লাটাগুড়িতে ও কালীপুর ইকো ভিলেজে বন দফতরের পক্ষ থেকে আদিবাসী নৃত্য দেখানো হত । টিকিটের সঙ্গেই জঙ্গলে ঘোরার সঙ্গে আদিবাসী নাচ দেখানোর প্যাকেজ ছিল । কিন্তু এবার থেকে কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে । পাশাপাশি জঙ্গলে ঢোকার ক্ষেত্রে প্রথমে যাঁরা আসবেন তাঁরাই জিপসির বুকিং পাবেন । এই নিয়মও পরবর্তী সময়ে সমস্যার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন কেউ কেউ ।
এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তীর গাইডদের কথায়, "আমাদের আজ অন্য অনুভূতি । দীর্ঘদিন থেকে যে টালমাটাল অবস্থায় আমরা ছিলাম সেই জায়গায় আমরা স্বস্তি পেলাম । আজ সকালে অনেকেই এসেছেন । আমরা 36 জন গাইড আছি । 11টা গাড়ি জয়ন্তীতে পর্যটকদের পরিষেবা দিচ্ছে ।"
গরুমারা জাতীয় উদ্যানে প্রবেশের ক্ষেত্রে জিপসি গাড়ি সরকারিভাবে দেওয়া হয় না । জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে টিকিট দেওয়া হয় । তবে এবার থেকে আদিবাসী নৃত্যের জন্য বনবিভাগ আর ব্যবস্থা করছে না । ফলে পরিবর্তিতে কী নির্দেশিকা আসে সেই দিকে তাকিয়ে আছে বন দফতর ও আদিবাসী নৃত্যের সঙ্গে জড়িতে মানুষজন ।
লাগল না প্রবেশ মূল্য, জিপসি ও গাইড নিয়ে জঙ্গল সাফারিতে পর্যটকরা - FREE ENTRY IN NATIONAL PARK
টিকিট ছাড়াই জঙ্গল ভ্রমণে উচ্ছ্বসিত পর্যটকরা ৷ প্রথম দিন বিনামূল্যে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে প্রবেশের আনন্দ কেমন লাগল পর্যটকদের ?
Published : Jan 24, 2025, 5:34 PM IST
|Updated : Jan 24, 2025, 5:40 PM IST
জলপাইগুড়ি, 24 জানুয়ারি: খুশি জঙ্গলপ্রেমী পর্যটকরা ৷ আজ শুক্রবার টিকিট ছাড়াই জঙ্গলে প্রবেশ করলেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে প্রবেশের জন্য শুক্রবার থেকে পর্যটকদের কোনও টিকিট কাটতে হবে না । উত্তরবঙ্গের জলদাপাড়া-গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্য-সহ বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তীতে কোনও টিকিট ছাড়াই পর্যটকরা প্রবেশ করলেন । তবে এদিন জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে জিপসি গাড়ি ভাড়া করে গাইড নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন পর্যটকরা । মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন গরুমারা জাতীয় উদ্যানে বেড়াতে আসা পর্যটকরা ।
এদিকে জলদাপাড়া জাতীয় উদ্যানেও আজ থেকে টিকিট ছাড়াই প্রবেশ করতে দেওয়া হচ্ছে পর্যটকদের ৷ বন দফতরের যা সরকারি নিয়ম রয়েছে তা মেনেই জঙ্গলে ঢুকছেন তাঁরা । তবে সমস্যা হচ্ছে, যাঁরা আদিবাসী নাচ গান করে রুটিরুজি চালাতেন তাঁদের । কারণ, আগে গরুমারা জাতীয় উদ্যানে বেড়াতে আসা পর্যটকদের দিনের বেলা ঘোরানোর দ্বিতীয় শিফটে জঙ্গল শেষে লাটাগুড়িতে ও কালীপুর ইকো ভিলেজে বন দফতরের পক্ষ থেকে আদিবাসী নৃত্য দেখানো হত । টিকিটের সঙ্গেই জঙ্গলে ঘোরার সঙ্গে আদিবাসী নাচ দেখানোর প্যাকেজ ছিল । কিন্তু এবার থেকে কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে । পাশাপাশি জঙ্গলে ঢোকার ক্ষেত্রে প্রথমে যাঁরা আসবেন তাঁরাই জিপসির বুকিং পাবেন । এই নিয়মও পরবর্তী সময়ে সমস্যার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন কেউ কেউ ।
এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তীর গাইডদের কথায়, "আমাদের আজ অন্য অনুভূতি । দীর্ঘদিন থেকে যে টালমাটাল অবস্থায় আমরা ছিলাম সেই জায়গায় আমরা স্বস্তি পেলাম । আজ সকালে অনেকেই এসেছেন । আমরা 36 জন গাইড আছি । 11টা গাড়ি জয়ন্তীতে পর্যটকদের পরিষেবা দিচ্ছে ।"
গরুমারা জাতীয় উদ্যানে প্রবেশের ক্ষেত্রে জিপসি গাড়ি সরকারিভাবে দেওয়া হয় না । জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে টিকিট দেওয়া হয় । তবে এবার থেকে আদিবাসী নৃত্যের জন্য বনবিভাগ আর ব্যবস্থা করছে না । ফলে পরিবর্তিতে কী নির্দেশিকা আসে সেই দিকে তাকিয়ে আছে বন দফতর ও আদিবাসী নৃত্যের সঙ্গে জড়িতে মানুষজন ।