ETV Bharat / bharat

দ্রৌপদী মুর্মু অসহায় ! সোনিয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বিজেপির - PRIVILEGE NOTICE AGAINST SONIA

রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে সোনিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি সাংসদরা। লোকসভাতেও এই ইস্যুতে এক নির্দল সাংসদের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব এসেছে।

PRIVILEGE NOTICE AGAINST SONIA
সোনিয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বিজেপির (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Feb 3, 2025, 7:48 PM IST

Updated : Feb 3, 2025, 8:23 PM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'অসহায়' বলায় সোনিয়া গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল বিজেপি। দলের আদিবাসী সম্প্রদায়ের সাংসদরা সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কংগ্রেসের সংসদীয় দলের নেতার বিরুদ্ধে এই প্রস্তাব আনেন । তাঁদের দাবি, সোনিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বিজেপি সাংসদদের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ফগন সিং কুলাটে। পদ্ম শিবিরের সাংসদরা মনে করেন, কংগ্রেসের এই প্রাক্তন সাংসদ যে মন্তব্য করেছেন তাতে রাষ্ট্রপতি পদের গরিমা নষ্ট হয়েছে ।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। রীতি মেনে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। ভাষণ শেষে ছেলে তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং ওয়েনাড় কেন্দ্র থেকে বিরাট ব্যবধানে উপ-নির্বাচনে জিতে আসা মেয়ে প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে সংসদের বাইরে আসেন এখন রাজ্য়সভার সাংসদ সোনিয়া। সাংবাদিকরা তাঁর কাছে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জানতে চান । তখনই বিতর্কে জড়ান রাজীব-জায়া। তিনি বলে বসেন, "ভাষণের শেষ দিকে কথা বলতে সমস্যা হচ্ছিল রাষ্ট্রপতির । তিনি যেন একজন অসহায় নারী। তাঁর অসহায়তা দেখে আমার খুবই খারাপ লেগেছে। "

স্বাধিকার ভঙ্গের নোটিশে আনা বিজেপি সাংসদরা মনে করেন সোনিয়ার আচরণ প্রমাণ করে তিনি আদিবাসী-বিরোধী। নোটিশে আরও লেখা হয়েছে, "ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এই চিঠি লিখছি । সোনিয়া গান্ধির অসম্মানজনক এবং অসাংবিধানিক। এমন মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার ভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া উচিত। আমরা গভীর আক্ষেপের সঙ্গে বলছি, এমন মন্তব্য রাষ্ট্রপতির পদের সঙ্গে একেবারেই মানানসই নয়। সংবিধান অনুসারে যিনি দেশের সর্বোচ্চ আসনে বসে আসেন তাঁর ব্যাপারে এমন কথা বলা যায় না। শুধু তাই নয় সংসদের রীতিনীতি ও প্রথাও লঙ্ঘিত হয়েছে। "

এদিকে লোকসভাতেও বিজেপির তরফে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। নির্দল সাংসদ পাপ্পু যাদবও রাষ্ট্রপতি সম্পর্কে কয়েকটি মন্তব্য করেন। সেটিও দেশের প্রথম নাগরিকের পক্ষে অবমাননাকর বলে মনে করে বিজেপি। আর সেই কারণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের 23 জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং পাপ্পুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'অসহায়' বলায় সোনিয়া গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল বিজেপি। দলের আদিবাসী সম্প্রদায়ের সাংসদরা সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কংগ্রেসের সংসদীয় দলের নেতার বিরুদ্ধে এই প্রস্তাব আনেন । তাঁদের দাবি, সোনিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বিজেপি সাংসদদের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ফগন সিং কুলাটে। পদ্ম শিবিরের সাংসদরা মনে করেন, কংগ্রেসের এই প্রাক্তন সাংসদ যে মন্তব্য করেছেন তাতে রাষ্ট্রপতি পদের গরিমা নষ্ট হয়েছে ।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। রীতি মেনে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। ভাষণ শেষে ছেলে তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং ওয়েনাড় কেন্দ্র থেকে বিরাট ব্যবধানে উপ-নির্বাচনে জিতে আসা মেয়ে প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে সংসদের বাইরে আসেন এখন রাজ্য়সভার সাংসদ সোনিয়া। সাংবাদিকরা তাঁর কাছে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জানতে চান । তখনই বিতর্কে জড়ান রাজীব-জায়া। তিনি বলে বসেন, "ভাষণের শেষ দিকে কথা বলতে সমস্যা হচ্ছিল রাষ্ট্রপতির । তিনি যেন একজন অসহায় নারী। তাঁর অসহায়তা দেখে আমার খুবই খারাপ লেগেছে। "

স্বাধিকার ভঙ্গের নোটিশে আনা বিজেপি সাংসদরা মনে করেন সোনিয়ার আচরণ প্রমাণ করে তিনি আদিবাসী-বিরোধী। নোটিশে আরও লেখা হয়েছে, "ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এই চিঠি লিখছি । সোনিয়া গান্ধির অসম্মানজনক এবং অসাংবিধানিক। এমন মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার ভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া উচিত। আমরা গভীর আক্ষেপের সঙ্গে বলছি, এমন মন্তব্য রাষ্ট্রপতির পদের সঙ্গে একেবারেই মানানসই নয়। সংবিধান অনুসারে যিনি দেশের সর্বোচ্চ আসনে বসে আসেন তাঁর ব্যাপারে এমন কথা বলা যায় না। শুধু তাই নয় সংসদের রীতিনীতি ও প্রথাও লঙ্ঘিত হয়েছে। "

এদিকে লোকসভাতেও বিজেপির তরফে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। নির্দল সাংসদ পাপ্পু যাদবও রাষ্ট্রপতি সম্পর্কে কয়েকটি মন্তব্য করেন। সেটিও দেশের প্রথম নাগরিকের পক্ষে অবমাননাকর বলে মনে করে বিজেপি। আর সেই কারণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের 23 জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং পাপ্পুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Last Updated : Feb 3, 2025, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.