Agitation in Siliguri: শিলিগুড়িতে বিক্ষোভ! তুঘলকি রায় বলে অভিযোগ চাকরিহারাদের - হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এক ধাক্কায় প্রাথমিকে 36 হাজার চাকরি বাতিল হয়েছে। আর তারই বিরোধিতায় শনিবার শিলিগুড়িতে বিক্ষোভ দেখালেন চাকরিহারারা। চাকরিহারাদের তালিকায় রয়েছেন শিলিগুড়ি শিক্ষা জেলার প্রায় তিনশোরও বেশি প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। এই রায়ের বিরুদ্ধে শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের অভিযোগ, যে সময় তাঁদের চাকরি হয়েছে তখনকার নিয়ম অনুযায়ী প্রাথমিকে চাকরি পেতে প্রশিক্ষণ প্রয়োজন ছিল না।
পরবর্তীতে সেই নিয়ম বের হলে তাঁরা প্রত্যেকেই প্রশিক্ষণ নিয়েছেন। এমনকী তাঁরা অ্যাপটিটিউট টেস্টও দিয়েছিলেন। কিন্তু বেআইনি নিয়োগের নামে স্বচ্ছভাবে যারা কাজ পেয়েছেন তাঁদের এভাবে চাকরি বাতিল করায় তীব্র নিন্দা করেন চাকরিহারারা। এদিন প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। পাশাপাশি তাঁরা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানান চাকরিহারা শিক্ষিকা মৌমতা দাস। এর আগে নিয়োগ দুর্নীতিতে একাধিকবার বিভিন্ন সময়ে চাকরি বাতিল করেছে হাইকোর্ট। তবে একসঙ্গে 36 হাজারের চাকরি এর আগে যায়নি। একসঙ্গে অনেকের চাকরি যাওয়ার ফলে যে বিপুল একটা শিক্ষক শূন্যস্থান যাতে না-তৈরি হয় সেজন্য আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট।