Actors on Bengali New Year: আনন্দে ভরে উঠুক নতুন বছর, শুভেচ্ছা জানালেন রঞ্জিত-অঙ্কুশ-অনির্বাণরা - আনন্দে ভরে উঠুক নতুন বছর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 14, 2023, 10:51 AM IST

বাংলা নববর্ষের ঠিক একদিন আগেই মুক্তি পেল বেশ কয়েকটি বাংলা ছবি ৷ রহস্যের খোঁজে রাজস্থানে পাড়ি দিলেন একেন্দ্র সেন ৷ আর এবারও তাঁর সঙ্গী প্রমথ ও বাপি ৷ রাজস্থানে রক্তপাত তো বটেই ছবির রয়েছে পরতে পরতে রহস্যের চাদর ৷ অন্যদিকে প্রেমিকার মায়ের সঙ্গে তার রিল লাইফ বাবার প্রেম, এই নিয়ে সমস্যায় জেরবার অঙ্কুশ ৷ এই ছবিতে অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধেছেন ঐন্দ্রিলা ৷ তাদের বিয়ে হবে কি ? মধ্য় বয়সি এই প্রেমের কাহিনির পরিণতি কী হবে সেটাই দেখার?

প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত 'লাভ ম্যারেজ' এবং জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' এখন সম্মুখ সমরে ৷ দু'টি পুরোপুরি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হল এই দু'টি ছবি ৷ বক্স অফিসে শুরু জোর টক্কর ৷ রহস্য় না প্রেম নাকি দু'টোই জয় করে নেবে মানুষের মন সেই উত্তর দেবে সময় ৷ আপাতত দর্শকদের পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন এই দুটি ছবির অভিনেতা-অভিনেত্রীরাই ৷ কামনা করলেন, আনন্দময় হয়ে উঠুক নতুন বছর ৷ একই আশা ইটিভি ভারতেরও ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.