thumbnail

Rituparna Sengupta: 'মহানায়িকার সঙ্গে আমার তুলনা না-করাই ভালো', অকপট ঋতুপর্ণা

By

Published : May 23, 2023, 10:45 AM IST

Updated : May 23, 2023, 2:54 PM IST

দীর্ঘ প্রতিক্ষার পর 16 জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে 'দত্তা'। মুখ্য চরিত্রে অর্থাৎ বিজয়া রায়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক নির্মল চক্রবর্তী যেদিন ঠিক করেছিলেন সিনেমা বানাবেন সেদিনই দাদা তথা অভিভাবক ঋতুপর্ণাকে বলেছিলেন সেই ছবিতে থাকতে হবে ঋতুপর্ণাকে। কিন্তু সেই ছবি তৈরি হবে দশ বছর পর। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। কথা রেখেছেন পরিচালক নির্মল ও বন্ধু ঋতুপর্ণা । তৈরি হয়েছে 'দত্তা'। এই চরিত্রে এর আগে স্বর্ণযুগের প্রযোজিকা অভিনেত্রী সুনন্দা সেন অভিনয় করেন। এরপর অজয় করের পরিচালনায় 'দত্তা'তে বিজয়ার চরিত্রে অভিনয় করেন মহানায়িকা সুচিত্রা সেন। আর এবার টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরপর তিনবার তিনজন অভিনেত্রী যখন একই চরিত্রে তখন দর্শকমহলে আলোচনা হবে, তুলনা হবে সেটাই স্বাভাবিক।  এই প্রশ্নের জবাব অভিনেত্রী দেন হাসিমুখে। প্রসঙ্গত, বেলগাছিয়া রাজবাড়ি, বোলপুরের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং হয়েছে । বিজয়া, নরেন ও বিলাসের ত্রিকোণ প্রেমের গল্পকে পরিচালক দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে চেয়েছেন। ছবিতে বিলাসের ভূমিকায় রয়েছেন সাহেব চট্টাপাধ্যায় । এর আগে এই চরিত্রে দেখা গিয়েছিল শমিত ভঞ্জকে । নরেনের ভূমিকায় রয়েছেন জয় সেনহুপ্ত । 'দত্তা'য় বিলাসের বাবা রাসবিহারির চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী ।                                   

Last Updated : May 23, 2023, 2:54 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.