কলকাতা, 3 জানুয়ারি: সম্প্রতি কমেছে মেট্রোর সংখ্যা। ব্লু লাইনে আগে সারাদিনে 288টি পরিষেবা দেওয়া হত ৷ কিন্তু 20 ডিসেম্বর থেকে 40টি পরিষেবা কমিয়ে 248টি করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবে দিনের ব্যস্ত সময়ে সমস্যায় যাত্রীরা।
মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে দিনের ব্যস্ত সময়ে সাত মিনিট অন্তর পরিষেবা পাওয়া কথা বলা হলেও আদতে তা হচ্ছে না ৷ বর্তমানে কবি সুভাষ থেকে সব ক'টি মেট্রোই দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের ফলে সময় মতো পরিষেবা পাওয়া যাচ্ছে না ৷ স্বাভাবিক কারণেই দিনের ব্যস্ত সময়ে সমস্যায় পড়ছেন যাত্রীরা ৷
মেট্রোয় যাত্রী সমস্যা
- 23 ডিসেম্বর থেকে ব্লু লাইনে কবি সুভাষ থেকে ছাড়া সব মেট্রোই দক্ষিণেশ্বরে যাত্রা শেষ করছে ৷ আবার দক্ষিণেশ্বর থেকেই কবি সুভাষের উদ্দেশ্যে রওনা হচ্ছে । পরীক্ষামূলকভাবে গত 23 ডিসেম্বর থেকে এই ব্যবস্থা চালু হয়েছে। এখন দিনের ব্যস্ত সময়ে 7 মিনিট অন্তর একটি মেট্রো পাওয়া যাওয়ার কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না । যাওয়ার ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।
- প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়ের ফলে মেট্রোয় উঠতে বা নামতে অসুবিধায় পড়তে হচ্ছে ৷ অন্যদিকে, আবার কোচের মধ্যেও যাত্রীদের দাঁড়িয়ে থাকার জায়গায় হচ্ছে না।
মেট্রো কমানোর কারণ
কলকাতা মেট্রো রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এটা ঠিকই যে মেট্রো পরিষেবার সংখ্যা কমে যাওয়ার দরুণ দিনের ব্যস্ত সময় অর্থাৎ সকালে এবং বিকেলে ভিড় হচ্ছে । আরও কিছুদিন পর এই ব্যবস্থার কোথায়, কী সমস্যা হচ্ছে তা বোঝা যাবে ৷ এমনটা মনে করার কোনও কারণই নেই যে কোচ কম রয়েছে বলে পরিষেবায় কাটছাঁট করা হয়েছে । কারণ আরও 6টি ডালিয়ান রেক পরিষেবায় যুক্ত করা হবে। এছাড়াও এর বেশ কয়েকটি মেধা রেক চেন্নাইয়ের আইসিএফ ফ্যাক্টরি থেকে আসবে। তবে পরিষেবা কমিয়ে দেওয়ার একমাত্র কারণ যে দক্ষিণেশ্বর স্টেশনে ক্রসিংয়ের সমস্যা তা নয়, সমস্যা হল মোটরম্যানের অভাব ৷
মোটরম্যানের অভাব
মেট্রোর প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি শুভাশিস সেনগুপ্ত জানান, সরকারিভাবে 396টি মোটরম্যানের পদ রয়েছে মেট্রোয় ৷ বর্তমানে মেট্রোয় 210 জন মোটরম্যান রয়েছেন। 9 জনের প্রশিক্ষণ চলছে। আগামী মার্চ মাসের মধ্যে 13 জন মোটরম্যান অবসর গ্রহণ করবেন অর্থাৎ 180 জন মোটরম্যানের ঘাটতি রয়েছে। কিন্তু একের পর এক নতুন কোচ নামানো হচ্ছে। পাশাপাশি একের পর এক নতুন রুটও খুলে যাচ্ছে। তাই কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার না-করলেও মোটরম্যানের অভাবে এবং নির্মাণগত সমস্যায় যাত্রীদের অসুবিধা হচ্ছে ৷