ETV Bharat / sports

রোহিতকে ছাড়াও বদলাল না চিত্র, সিডনিতে দু'শোর আগেই শেষ ভারত - BORDER GAVASKAR TROPHY

অধিনায়ক বিশ্রামে গেলেও সিডনিতে ভারতীয় ব্যাটিংয়ের ছবিটা একই রইল ৷ পঞ্চম টেস্টের প্রথম ইনিংস শেষ হয়ে গেল দেড়শো পেরিয়েই ৷

SCOTT BOLAND
স্কট বোল্যান্ড (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 3, 2025, 12:08 PM IST

Updated : Jan 3, 2025, 12:26 PM IST

সিডনি, 3 জানুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতে তো বটেই, সর্বোপরি ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে থাকতে সিডনিতে জয় আবশ্যক ভারতীয় দলের ৷ অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কি না, জল্পনার জেরে সিরিজের অন্তিম টেস্ট আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল আগে থেকেই ৷ খারাপ ফর্মের কারণে শেষমেশ রোহিত শর্মা নিজেকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিলেন বটে ৷ কিন্তু হিটম্যানকে 'বাদ' রেখে ভারতীয় ব্যাটিং সফল হল কই? সিডনিতে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র 185 রানে ৷

রোহিতের অনুপস্থিতিতে টস জিতে পিঙ্ক টেস্টে এদিন প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ কিন্তু অজি বোলারদের সামনে ফের ডাহা ফেল টপ-অর্ডার ৷ রোহিতের পরিবর্তে ওপেনে ফিরে ব্যর্থ কেএল রাহুল (4) ৷ একাদশে ফিরে শুভমন গিলের অবদান 20 রান ৷ 17 রানে ফের স্লিপে ধরা পড়লেন বিরাট কোহলি ৷ 72 রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে কিছুটা ভরসা দেন ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা জুটি ৷ পঞ্চম উইকেটে যোগ হয় 48 রান ৷ ব্যস, ভারতীয় ব্যাটিংয়ের নির্যাস বলতে ওইটুকুই ৷

চা-বিরতি থেকে ফিরে পন্ত 40 রানে ফিরতেই ফের ধস নামে ভারতীয় শিবিরে ৷ বোল্যান্ডের বাউন্সারে আবারও অবিবেচকের মত শট খেলে আউট হন স্টাম্পার-ব্যাটার ৷ জাদেজা ফেরেন 26 রানে ৷ গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন মেলবোর্নে শতরান হাঁকিয়ে নায়ক বনে যাওয়া নীতীশ রেড্ডি ৷ অধিনায়ক বুমরার 22 রানে অবশ্য দেড়শো পেরোয় ভারতীয় দল ৷ শেষ পর্যন্ত 72.2 ওভারে 185 রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল ৷

স্কট বোল্যান্ড নিলেন 31 রানে চার উইকেট ৷ মিচেল স্টার্কের ঝুলিতে গেল তিন ৷ মূলত এই দুইয়ের আগুনে স্পেলেই ঝলসে গেল ভারতীয় ব্যাটিং-অর্ডার ৷ কেবল উইকেট খোয়ানোই নয়, অজি পেসারদের ডেলিভারিতে বেশ কয়েকবার আহত হতে দেখা গেল ভারতীয় ব্যাটারদের ৷ যা দলের হতশ্রী ব্যাটিংয়েরই করুণ প্রতিচ্ছবি ৷

আরও পড়ুন:

সিডনি, 3 জানুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতে তো বটেই, সর্বোপরি ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে থাকতে সিডনিতে জয় আবশ্যক ভারতীয় দলের ৷ অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কি না, জল্পনার জেরে সিরিজের অন্তিম টেস্ট আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল আগে থেকেই ৷ খারাপ ফর্মের কারণে শেষমেশ রোহিত শর্মা নিজেকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিলেন বটে ৷ কিন্তু হিটম্যানকে 'বাদ' রেখে ভারতীয় ব্যাটিং সফল হল কই? সিডনিতে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র 185 রানে ৷

রোহিতের অনুপস্থিতিতে টস জিতে পিঙ্ক টেস্টে এদিন প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ কিন্তু অজি বোলারদের সামনে ফের ডাহা ফেল টপ-অর্ডার ৷ রোহিতের পরিবর্তে ওপেনে ফিরে ব্যর্থ কেএল রাহুল (4) ৷ একাদশে ফিরে শুভমন গিলের অবদান 20 রান ৷ 17 রানে ফের স্লিপে ধরা পড়লেন বিরাট কোহলি ৷ 72 রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে কিছুটা ভরসা দেন ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা জুটি ৷ পঞ্চম উইকেটে যোগ হয় 48 রান ৷ ব্যস, ভারতীয় ব্যাটিংয়ের নির্যাস বলতে ওইটুকুই ৷

চা-বিরতি থেকে ফিরে পন্ত 40 রানে ফিরতেই ফের ধস নামে ভারতীয় শিবিরে ৷ বোল্যান্ডের বাউন্সারে আবারও অবিবেচকের মত শট খেলে আউট হন স্টাম্পার-ব্যাটার ৷ জাদেজা ফেরেন 26 রানে ৷ গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন মেলবোর্নে শতরান হাঁকিয়ে নায়ক বনে যাওয়া নীতীশ রেড্ডি ৷ অধিনায়ক বুমরার 22 রানে অবশ্য দেড়শো পেরোয় ভারতীয় দল ৷ শেষ পর্যন্ত 72.2 ওভারে 185 রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল ৷

স্কট বোল্যান্ড নিলেন 31 রানে চার উইকেট ৷ মিচেল স্টার্কের ঝুলিতে গেল তিন ৷ মূলত এই দুইয়ের আগুনে স্পেলেই ঝলসে গেল ভারতীয় ব্যাটিং-অর্ডার ৷ কেবল উইকেট খোয়ানোই নয়, অজি পেসারদের ডেলিভারিতে বেশ কয়েকবার আহত হতে দেখা গেল ভারতীয় ব্যাটারদের ৷ যা দলের হতশ্রী ব্যাটিংয়েরই করুণ প্রতিচ্ছবি ৷

আরও পড়ুন:

Last Updated : Jan 3, 2025, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.