ETV Bharat / sports

ইস্টবেঙ্গল ক্যামেরুনের মেসি, চেন্নাইয়িন ম্য়াচের আগে নয়া বিদেশি লাল-হলুদে - EAST BENGAL NEW FOREIGNER

হিজাজি মাহেরের ছিটকে যাওয়ার দিনে লাল-হলুদে চলে এলেন নয়া বিদেশি ৷ রজার মিল্লার দেশের স্ট্রাইকারকে দলে নিল কলকাতার ক্লাবটি ৷

RAPHAEL MESSI BOULI
ইস্টবেঙ্গল ক্যামেরুনের মেসি (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 5, 2025, 9:22 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: আইএসএলে সুপার সিক্সে যাওয়ার আশা এখনও ফুরোয়নি ৷ আগামী মাসে রয়েছে আবার এএফসি চ্য়ালেঞ্জ লিগের নকআউট পর্ব ৷ তার আগে ইস্টবেঙ্গলে আগমন নয়া বিদেশির ৷ বুধবার বিকেলেই ডিফেন্ডার হিজাজি মাহেরের বাকি মরশুম থেকে ছিটকে যাওয়ার ঘোষণা করেছে ক্লাব ৷ তার কয়েকঘণ্টার মধ্যেই চলে এল নয়া বিদেশির ঘোষণা ৷ তবে ডিফেন্ডার নন, ক্যামেরুনের জাতীয় দলে খেলা স্ট্রাইকার রাফায়েল মেসি বৌলিকে বাকি মরশুমের জন্য় দলে নিল মশালব্রিগেড ৷

অতীতে ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে রজার মিল্লার দেশের এই ফুটবলারের ৷ 2019-20 মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন ক্য়ামেরুনের মেসি ৷ গতবছর চিনের লিগ ওয়ানের ক্লাব শিজিয়াজহুয়াং গংফুর হয়ে 18 ম্যাচ ন'টি গোল করেছেন মেসি বৌলি ৷ ফ্রি-ট্রান্সফারেই তাঁকে মরশুমের মাঝপথে দলে নিল কলকাতা জায়ান্টরা ৷ আগামী শনিবার চেন্নাইয়িন ম্য়াচের আগেই শহরে চলে আসার কথা তাঁর ৷

ইস্টবেঙ্গলে যোগ দিতে চলা নয়া বিদেশির ভারতে অতীত পারফরম্য়ান্সও নেহাত মন্দ নয় ৷ 2019-20 মরশুমে মানজাপ্পাড়া ব্রিগেডের হয়ে 17 ম্য়াচে আট গোল রয়েছে বছর বত্রিশের এই বিদেশির ৷ তারপর থেকে অবশ্য চিনেই অভিজ্ঞতার ঝুলি ভরিয়েছেন আফ্রিকার দেশের এই ফুটবলার ৷ ক্যামেরুনের জার্সিতে ছ'টি ম্যাচে একটি গোল রয়েছে তাঁর ৷ সবমিলিয়ে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ভারতে দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে বৌলির ৷ পিঠের চোটে কাবু ক্লেইটন সিলভাকে চেন্নাইয়িন ম্য়াচে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই ৷ সেক্ষেত্রে ওয়েন কয়েলের দলের বিরুদ্ধে মেসি বৌলিকে মাঠে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

ভারতে নয়া ইনিংস শুরু করতে যাওয়ার আগে উচ্ছ্বসিত বৌলিও ৷ তিনি বলেন, "ইস্টবেঙ্গলের মত প্রসিদ্ধ ক্লাবে যোগ দিতে পেরে উত্তেজিত ৷ আইএসএলের শেষদিকে এবং এএফসি চ্যালেঞ্জ লিগে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই ৷ ভারতে ফিরতে এবং ইস্টবেঙ্গল অনুরাগীদের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি ৷" লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ নয়া সেনানী সম্পর্কে বলেন, "জয়ের মানসিকতা নিয়েই ইস্টবেঙ্গলে আসছে ও ৷ শারীরিক সক্ষমতা, গোল করার দক্ষতা ওকে দলের সম্পদ করে তুলতে পারে ৷" উল্লেখ্য, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় ভেনেজুয়েলার রিচার্ড সেলিসকে দলে নিয়েছিল লাল-হলুদ ৷

আরও পড়ুন:

কলকাতা, 5 ফেব্রুয়ারি: আইএসএলে সুপার সিক্সে যাওয়ার আশা এখনও ফুরোয়নি ৷ আগামী মাসে রয়েছে আবার এএফসি চ্য়ালেঞ্জ লিগের নকআউট পর্ব ৷ তার আগে ইস্টবেঙ্গলে আগমন নয়া বিদেশির ৷ বুধবার বিকেলেই ডিফেন্ডার হিজাজি মাহেরের বাকি মরশুম থেকে ছিটকে যাওয়ার ঘোষণা করেছে ক্লাব ৷ তার কয়েকঘণ্টার মধ্যেই চলে এল নয়া বিদেশির ঘোষণা ৷ তবে ডিফেন্ডার নন, ক্যামেরুনের জাতীয় দলে খেলা স্ট্রাইকার রাফায়েল মেসি বৌলিকে বাকি মরশুমের জন্য় দলে নিল মশালব্রিগেড ৷

অতীতে ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে রজার মিল্লার দেশের এই ফুটবলারের ৷ 2019-20 মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন ক্য়ামেরুনের মেসি ৷ গতবছর চিনের লিগ ওয়ানের ক্লাব শিজিয়াজহুয়াং গংফুর হয়ে 18 ম্যাচ ন'টি গোল করেছেন মেসি বৌলি ৷ ফ্রি-ট্রান্সফারেই তাঁকে মরশুমের মাঝপথে দলে নিল কলকাতা জায়ান্টরা ৷ আগামী শনিবার চেন্নাইয়িন ম্য়াচের আগেই শহরে চলে আসার কথা তাঁর ৷

ইস্টবেঙ্গলে যোগ দিতে চলা নয়া বিদেশির ভারতে অতীত পারফরম্য়ান্সও নেহাত মন্দ নয় ৷ 2019-20 মরশুমে মানজাপ্পাড়া ব্রিগেডের হয়ে 17 ম্য়াচে আট গোল রয়েছে বছর বত্রিশের এই বিদেশির ৷ তারপর থেকে অবশ্য চিনেই অভিজ্ঞতার ঝুলি ভরিয়েছেন আফ্রিকার দেশের এই ফুটবলার ৷ ক্যামেরুনের জার্সিতে ছ'টি ম্যাচে একটি গোল রয়েছে তাঁর ৷ সবমিলিয়ে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ভারতে দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে বৌলির ৷ পিঠের চোটে কাবু ক্লেইটন সিলভাকে চেন্নাইয়িন ম্য়াচে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই ৷ সেক্ষেত্রে ওয়েন কয়েলের দলের বিরুদ্ধে মেসি বৌলিকে মাঠে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

ভারতে নয়া ইনিংস শুরু করতে যাওয়ার আগে উচ্ছ্বসিত বৌলিও ৷ তিনি বলেন, "ইস্টবেঙ্গলের মত প্রসিদ্ধ ক্লাবে যোগ দিতে পেরে উত্তেজিত ৷ আইএসএলের শেষদিকে এবং এএফসি চ্যালেঞ্জ লিগে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই ৷ ভারতে ফিরতে এবং ইস্টবেঙ্গল অনুরাগীদের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি ৷" লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ নয়া সেনানী সম্পর্কে বলেন, "জয়ের মানসিকতা নিয়েই ইস্টবেঙ্গলে আসছে ও ৷ শারীরিক সক্ষমতা, গোল করার দক্ষতা ওকে দলের সম্পদ করে তুলতে পারে ৷" উল্লেখ্য, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় ভেনেজুয়েলার রিচার্ড সেলিসকে দলে নিয়েছিল লাল-হলুদ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.