হায়দরাবাদ, 3 জানুয়ারি: নতুন বছর শুরুর সঙ্গে সিনে দুনিয়া অনেক আশা-প্রত্য়াশায় রয়েছে ৷ চলতি বছর একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে ৷ অ্যাকশন ছবি থেকে পিরিয়ড ড্রামা তালিকায় রয়েছে তারকাখচিত একাধিক সিনেমা ৷ একনজরে দেখে নেওয়া যাক, চলতি বছর বক্সঅফিসে কোন কোন হিন্দি সিনেমা ঘিরে প্রত্যাশা রয়েছে দর্শকদের ৷
ফতেহ (মুক্তির তারিখ: জানুয়ারি 10)
প্রথমবার পরিচালকের আসনে সনু সুদ ৷ মুক্তির অপেক্ষায় অ্যাকশন ছবি ফতেহ ৷ ট্রেলার অসাধারণ ৷ অ্যাকশন-প্যাকড সিনেমায় সনুর পাশাপাশি দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ, নাসিরুদ্দিন শাহ এবং বিজয় রাজকে ৷
এমারজেন্সি (মুক্তির তারিখ: জানুয়ারি 17)
অবশেষে মুক্তির আলো দেখতে পাচ্ছে কঙ্গনা রানাওয়াত অভিনীত এমারজেন্সি ৷ প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির শাসনকালের একটা সময় ছবির প্রেক্ষাপট ৷ অনেক বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে এই ছবিকে ৷ ছবির চিত্রনাট্য লেখা ও পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজনা করেছেন কঙ্গনা ৷ এখন এই ছবির বক্সঅফিশ ভবিষ্যৎ কী, তাই দেখার অপেক্ষা ৷
আজাদ (মুক্তির তারিখ: জানুয়ারি 17)
এমারজেন্সির পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের আগে মুক্তি পাচ্ছে আজাদ ৷ প্রথমবার পর্দায় আসছে অজয় দেবগণের ভাগ্নে আমন দেবগণ ও রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থড়ানি ৷ অজয় দেবগণকে দেখা যাবে ক্যামিও চরিত্রে ৷
স্কাই ফোর্স (মুক্তির তারিখ: জানুয়ারি 24)
বছর শুরুর মাসে বক্সঅফিস ভাগ্য পরীক্ষায় হাজির অক্ষয় কুমারও ৷ বিগত কয়েক বছর ধরে সেই ভাবে সাফল্য পাচ্ছে না তাঁর ছবি ৷ সন্দীপ কেওলামি পরিচালিত ছবিতে এরিয়াল অ্যাকশন মূল আকর্ষণ হতে চলেছে ৷
দেবা (মুক্তির তারিখ: জানুয়ারি 31)
অ্যাকশন অবতারে বহুদিন পর শাহিদ কাপুর সিনে পর্দায় ৷ 2024 সালে মুক্তি পাওয়া ছবি তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া বক্সঅফিসে সাড়া ফেলে ৷ এবার তিনি পুলিশ অফিসারের ভূমিকায় ৷ ছবি পরিচালনায় রোশান অ্যান্ড্রিউস ৷
ছাভা ( মুক্তির তারিখ: ফেব্রুয়ারি 14)
ভিকি কৌশল অভিনীত ছাবা মুক্তি পাবে ভ্যালেন্টাইনস ডে-তে ৷ ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে ৷ পরিচালনায় লক্ষ্মণ উতেকার ৷ ছবিতে ঔরঙ্গজেবের চরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকে ৷ যসুবাই ভোঁসলে চরিত্রে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে ৷
সিকন্দর ( মুক্তির তারিখ: ঈদ 2025)
এআর মুরুগুদাস অভিনীত সিকন্দর মুক্তি পাবে চলতি বছর ঈদে ৷ ছবির টিজার হাজির ইতিমধ্যেই ৷ সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে ৷
ওয়ার 2 ( মুক্তির তারিখ: অগস্ট 14)
সিলভার স্ক্রিনে হৃতিক রোশন ফিরছেন ওয়ার 2 ছবি নিয়ে ৷ 2019 সালে মুক্তি পাওয়া ওয়ার ছবির সিক্যুয়েল এটি ৷ পরিচালকের আসনে অয়ন মুখোপাধ্যায় ৷ স্পাই ইউনিভার্সের অন্তর্গত ছবিতে দেখা যাবে জুনিয়র এনটিআরকেও ৷
আলফা (মুক্তির তারিখ: ক্রিসমাস 2025)
স্পাই ইউনিভার্সের আরও সিনেমা বছর শেষে মুক্তি পাবে ৷ ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে আলিয়া ভাট ৷ শিব রাওয়েল পরিচালিত ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘকে ৷
- তালিকায় রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ সিনেমা:
হাউসফুল 5 ( মুক্তির তারিখ: জুন 2025)
মেট্রো… ইন দিনো (মুক্তির তারিখ: তারিখ ঘোষণা হয়নি)
জলি এলএলবি 3 (মুক্তির তারিখ: এপ্রিল 10)
বাঘী 4 (মুক্তির তারিখ: সেপ্টেম্বর 5)