ETV Bharat / state

হাওড়া স্টেশন থেকে উদ্ধার হাজার হাজার টাকার জাল নোট, গ্রেফতার 1 - FAKE CURRENCY RECOVERED

কলকাতা পুলিশের এসটিএফ সূত্রের খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাওড়া স্টেশনে অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা ৷ তল্লাশিতে 92 হাজার জাল নোট উদ্ধার হয়েছে ৷

FAKE CURRENCY RECOVERED
জাল নোট সহ গ্রেফতার এক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 12:46 PM IST

হাওড়া, 3 জানুয়ারি: নতুন বছরের শুরুতে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল হাজার হাজার টাকার নকল নোট ৷ জানা গিয়েছে, 92 হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে ৷ হাওড়া স্টেশন জিআরপি সূত্রে খবর, শেখ মুন্না (30) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ । ঘটনাটিকে আন্তঃরাজ্য জাল নোট চক্রের পর্দাফাঁস বলেই মনে করছে রেল পুলিশ ।

জানা গিয়েছে, ধৃত শেখ মুন্নার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 92 হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ৷ এর আগে জাল নোট কাণ্ডে মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ । তারপর এই জাল নোট চক্রের হদিস পেতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর আধিকারিকরা ৷

এসটিএফ-এর তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাওড়া স্টেশনে অভিযান চালান আধিকারিকরা ৷ খুঁজে বের করা হয় শেখ মুন্নাকে ৷ তল্লাশি চালানোর পর তার কাছ থেকে হাজার হাজার টাকা উদ্ধার করা হয় ৷ নোটগুলি উদ্ধারের পর পরীক্ষা করে দেখা যায়, প্রতিটি নোট জাল। এসটিএফ সূত্রে খবর, এই জাল নোট নিয়ে বাইরের কোনও রাজ্যে পালানোর পরিকল্পনা ছিল শেখ মুন্নার। এই বিপুল পরিমাণ জাল টাকা ভিনরাজ্যে পাচারের ছক ছিল বলেই অনুমান গোয়েন্দাদের।

হাওড়া জিআরপি-তে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তাদের দাবি, আন্তঃরাজ্য একটি জাল নোটের চক্র রয়েছে । এই চক্র কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে । এই চক্রে কে বা কারা যুক্ত রয়েছে, তা ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে ৷

এসটিএফ সূত্রের খবর, হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে হাওড়া স্টেশনে এসে পৌঁছয় ধৃত শেখ মুন্না ৷ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 179/180 ধারায় মামলা রুজু করা হয়েছে । বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে পেশ করা হয় ৷

পড়ুন: টাকা দিয়ে দলে মিলবে না পদ, বার্তা তৃণমূল জেলা নেতৃত্বের

হাওড়া, 3 জানুয়ারি: নতুন বছরের শুরুতে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল হাজার হাজার টাকার নকল নোট ৷ জানা গিয়েছে, 92 হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে ৷ হাওড়া স্টেশন জিআরপি সূত্রে খবর, শেখ মুন্না (30) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ । ঘটনাটিকে আন্তঃরাজ্য জাল নোট চক্রের পর্দাফাঁস বলেই মনে করছে রেল পুলিশ ।

জানা গিয়েছে, ধৃত শেখ মুন্নার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 92 হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ৷ এর আগে জাল নোট কাণ্ডে মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ । তারপর এই জাল নোট চক্রের হদিস পেতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর আধিকারিকরা ৷

এসটিএফ-এর তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাওড়া স্টেশনে অভিযান চালান আধিকারিকরা ৷ খুঁজে বের করা হয় শেখ মুন্নাকে ৷ তল্লাশি চালানোর পর তার কাছ থেকে হাজার হাজার টাকা উদ্ধার করা হয় ৷ নোটগুলি উদ্ধারের পর পরীক্ষা করে দেখা যায়, প্রতিটি নোট জাল। এসটিএফ সূত্রে খবর, এই জাল নোট নিয়ে বাইরের কোনও রাজ্যে পালানোর পরিকল্পনা ছিল শেখ মুন্নার। এই বিপুল পরিমাণ জাল টাকা ভিনরাজ্যে পাচারের ছক ছিল বলেই অনুমান গোয়েন্দাদের।

হাওড়া জিআরপি-তে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তাদের দাবি, আন্তঃরাজ্য একটি জাল নোটের চক্র রয়েছে । এই চক্র কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে । এই চক্রে কে বা কারা যুক্ত রয়েছে, তা ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে ৷

এসটিএফ সূত্রের খবর, হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে হাওড়া স্টেশনে এসে পৌঁছয় ধৃত শেখ মুন্না ৷ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 179/180 ধারায় মামলা রুজু করা হয়েছে । বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে পেশ করা হয় ৷

পড়ুন: টাকা দিয়ে দলে মিলবে না পদ, বার্তা তৃণমূল জেলা নেতৃত্বের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.