ETV Bharat / sports

চোটে চ্য়াম্পিয়ন্স ট্রফির বাইরে আরসিবি'র আড়াই কোটির তারকা, অনিশ্চিত আইপিএলেও - JACOB BETHELL RULED OUT

আইপিএলের মেগা নিলামে আরসিবি'র অন্যতম সেরা অন্তর্ভুক্তি চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে ৷ হ্য়ামস্ট্রিংয়ের চোটে আইপিএলেও অনিশ্চিত ইংরেজ অলরাউন্ডার ৷

JACOB BETHELL
জ্যাকব বেথেল (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 10, 2025, 1:05 PM IST

কটক, 10 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় যত এগিয়ে আসছে, ততই যেন চোট-আঘাত বাড়ছে বিভিন্ন দলে ৷ চোটের কারণে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার ঘোষিত প্রাথমিক স্কোয়াডের একাধিক তারকা ছিটকে গিয়েছেন ইতিমধ্যেই ৷ উদ্বেগ বাড়ছে ভারতীয় দলের স্পিডস্টার জসপ্রীত বুমরাকে নিয়েও ৷ এমন সময় আইসিসি মার্কি ইভেন্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার জ্যাকব বেথেল ৷

হ্যামস্ট্রিংয়ের চোটে বেথেলের ছিটকে যাওয়া চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা ৷ ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্য়াচে হাফসেঞ্চুরি-সহ একটি উইকেট নেওয়া সত্ত্বেও চোটের কারণে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যেতে হয় বাঁ-হাতি অলরাউন্ডারকে ৷ পরিবর্তে সিরিজের তৃতীয় ম্য়াচের জন্য টম ব্যান্টনকে ডেকে পাঠানো হয় ৷ বেথেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল বড়সড় প্রশ্নচিহ্ন ৷ যে প্রশ্নের নিরসণ কটকে রবিবার ম্যাচ শেষে করলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷

ইংল্যান্ড অধিনায়ক বলেন, "সত্যি বলতে আমি নিশ্চিত যে চ্য়াম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে ও (জ্যাকব বেথেল) ৷" বাটলার আরও বলেন, নিঃসন্দেহে এটা খুব দুর্ভাগ্যজনক ৷ গতদিন দুর্দান্ত খেলেছিল বেথেল এবং ইংল্য়ান্ডের জন্য একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে ৷ স্বাভাবিকভাবেই চোটের কারণ তাঁর ছিটকে যাওয়া খুবই হতাশার ৷" এখন দেখার বেথেলের পরিবর্তে পাকিস্তানের বিমান কে ধরেন ৷

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বেথেলের ছিটকে যাওয়া তাঁর আইপিএল অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে ৷ মার্চে শুরু হতে চলা কোটিপতি লিগ থেকে ইংরেজ অলরাউন্ডার যদি ছিটকে যান তাহলে তা বড় ধাক্কা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য ৷ 2025 আইপিএলের মেগা নিলামে জ্যাকব বেথেলকে দু'কোটি 60 লক্ষ টাকায় কেনে আরসিবি ৷ যা নিলামে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা অন্তর্ভুক্তি বলে মনে করছেন বিশেষরজ্ঞরা ৷ এমনকী আরসিবি একাদশে বেথেল সম্ভবত 'অটোমেটিক চয়েজ' বলেও মনে করা হচ্ছে ৷ এমতাবস্থায় হ্যামস্ট্রিংয়ে চোট কী বিরাট কোহলির দলের সব হিসেব বদলে দেবে? উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন:

কটক, 10 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় যত এগিয়ে আসছে, ততই যেন চোট-আঘাত বাড়ছে বিভিন্ন দলে ৷ চোটের কারণে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার ঘোষিত প্রাথমিক স্কোয়াডের একাধিক তারকা ছিটকে গিয়েছেন ইতিমধ্যেই ৷ উদ্বেগ বাড়ছে ভারতীয় দলের স্পিডস্টার জসপ্রীত বুমরাকে নিয়েও ৷ এমন সময় আইসিসি মার্কি ইভেন্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার জ্যাকব বেথেল ৷

হ্যামস্ট্রিংয়ের চোটে বেথেলের ছিটকে যাওয়া চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা ৷ ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্য়াচে হাফসেঞ্চুরি-সহ একটি উইকেট নেওয়া সত্ত্বেও চোটের কারণে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যেতে হয় বাঁ-হাতি অলরাউন্ডারকে ৷ পরিবর্তে সিরিজের তৃতীয় ম্য়াচের জন্য টম ব্যান্টনকে ডেকে পাঠানো হয় ৷ বেথেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল বড়সড় প্রশ্নচিহ্ন ৷ যে প্রশ্নের নিরসণ কটকে রবিবার ম্যাচ শেষে করলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷

ইংল্যান্ড অধিনায়ক বলেন, "সত্যি বলতে আমি নিশ্চিত যে চ্য়াম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে ও (জ্যাকব বেথেল) ৷" বাটলার আরও বলেন, নিঃসন্দেহে এটা খুব দুর্ভাগ্যজনক ৷ গতদিন দুর্দান্ত খেলেছিল বেথেল এবং ইংল্য়ান্ডের জন্য একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে ৷ স্বাভাবিকভাবেই চোটের কারণ তাঁর ছিটকে যাওয়া খুবই হতাশার ৷" এখন দেখার বেথেলের পরিবর্তে পাকিস্তানের বিমান কে ধরেন ৷

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বেথেলের ছিটকে যাওয়া তাঁর আইপিএল অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে ৷ মার্চে শুরু হতে চলা কোটিপতি লিগ থেকে ইংরেজ অলরাউন্ডার যদি ছিটকে যান তাহলে তা বড় ধাক্কা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য ৷ 2025 আইপিএলের মেগা নিলামে জ্যাকব বেথেলকে দু'কোটি 60 লক্ষ টাকায় কেনে আরসিবি ৷ যা নিলামে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা অন্তর্ভুক্তি বলে মনে করছেন বিশেষরজ্ঞরা ৷ এমনকী আরসিবি একাদশে বেথেল সম্ভবত 'অটোমেটিক চয়েজ' বলেও মনে করা হচ্ছে ৷ এমতাবস্থায় হ্যামস্ট্রিংয়ে চোট কী বিরাট কোহলির দলের সব হিসেব বদলে দেবে? উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.