ETV Bharat / sports

জাতীয় গেমসে একইদিনে জোড়া পদক ! সরকারি চাকরি চান না, জানালেন অ্যাথলিট - NATIONAL GAMES 2025

100 মিটার হার্ডলসে রূপো, কয়েকঘণ্টা পরই লং জাম্পে সোনা জিতলেন হুগলির মৌমিতা ৷ চাকরি নয়, প্রচারের আলো চান ন্যাশনাল গেমস 2025-এ জোড়া পদকজয়ী ৷

NATIONAL GAMES 2025
ন্যাশনাল গেমসে একইদিনে জোড়া পদক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 10, 2025, 12:45 PM IST

দেরাদুন, 10 ফেব্রুয়ারি: রূপোর বদলা সোনা ! 100 মিটার হার্ডলসে হারের বদলা লং জাম্পে। নিজেকে চ্যালেঞ্জ করে সাফল্যের রং বদলের নজির মৌমিতা মণ্ডলের। একইদিনে কয়েকঘণ্টার মধ্যে সাফল্যের রং বদলের ঘটনা ঘটিয়ে মৌমিতার আক্ষেপ, বাড়িতে মা-বাবার সঙ্গে কথা বলা হয়নি ৷ কারণটা ফোন বিভ্রাট ৷

রবিবার উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে জাতীয় গেমসের আসরে 100 মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারাজি যখন সোনা জিতলেন, তখনই মনস্থির করে ফেলেছিলেন মৌমিতা মণ্ডল। তার পরের ইভেন্ট ছিল লং জাম্প। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কিন্তু ছোটবেলা থেকে দারিদ্র‌্যের সঙ্গে লড়াই করা যাঁর অভ্যাস, তিনি হার মানবেন কেন ! ক্লান্তিকে দূরে সরিয়ে নিজেকে ছাপিয়ে যাওয়ার জেদ, ফলশ্রুতি 6.21 মিটার লাফিয়ে সোনা জয়। একইদিনে জোড়া পদক জিতে সিনিয়র ইভেন্টে বাংলার হয়ে নজির গড়লেন হুগলির জিরাটের মেয়ে মৌমিতা।

NATIONAL GAMES 2025
হুগলির মৌমিতা মণ্ডল (ইটিভি ভারত)

মোবাইল খারাপ হয়ে যাওয়ায় সকাল থেকে বাবা-মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পাননি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতেও বেশ কষ্ট করতে হয়েছে। বারবার কথা ভেঙে যাচ্ছিল, যান্ত্রিক ত্রুটিতে কথাও শোনা যাচ্ছিল না স্পষ্টভাবে। তবে যেটুকু শোনা গিয়েছে তাতে সাফল্যের রেশ লেগেছিল। শুভেচ্ছাবার্তা এবং সংবাদমাধ্যমের ফোনের পরেই বাড়িতে ফোন করবেন বলে জানান অ্যাথলিট।

জোড়া পদকজয়ী মৌমিতা উচ্ছ্বসিত

  • কেমন লাগছে ? 23 বছরের মৌমিতার কথায়, "প্রথমে হার্ডলসে রুপো জেতায় কিছুটা মনখারাপ ছিল। কিন্তু লং জাম্পে সোনা জয়ের পরে সেই বিষণ্ণতা কেটে গিয়েছে। এখনও পর্যন্ত এটাই আমার কেরিয়ারের সেরা প্রাপ্তি।"
  • হুগলির জিরাট স্টেশনে মৌমিতার বাবার চায়ের দোকান। মা গৃহবধূ। ছোটবেলা থেকে ক্রিকেটের দিকে খুব উৎসাহ ছিল। সৌরভ গঙ্গোপাধ‌্যায়কে আদর্শ করে এগোনোর ইচ্ছা ছিল। কিন্তু ক্রিকেট খেলার পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থ। তাই পরে অ‌্যাথলেটিক্সে মনোনিবেশ করেন মৌমিতা।
    শ্রীরামপুরে হার্ডলস শুরু করার পরে ভুবনেশ্বরে চলে যান মৌমিতা। সেখানে দু'বছর অনুশীলনের পরে মুম্বইয়ে রিলায়েন্স ফাউন্ডেশনের অ‌্যাকাডেমিতে চলে যান। সেখানেই নিজেকে প্রস্তুত করছেন মৌমিতা।

সরকারের কাছে চাকরি চান না মৌমিতা

রাজ‌্য সরকারের তরফে পদকজয়ী খেলোয়াড়দের জন‌্য চাকরি এবং আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেকথা বলতেই মৌমিতা বলেন, "আমি পূর্ব রেলে চাকরি করছি। তাই সরকারের কাছে অনুরোধ, আমার পাশে যেন দাঁড়ানো হয়। বাংলাকে অনেক দিন ধরে জাতীয় প্রতিযোগিতায় পদক দিয়ে এলেও তেমন কোনও সাহায্য পাইনি। তার ফলে একটা সময় বাধ‌্য হয়ে চলে মুম্বইয়ে আসতে হয়। প্রচারের আলো যেন আমাদের উপরেও পড়ে।"

সোনার ছেলে নীরজ কী বলেন মৌমিতাকে ?

গতবছরই ভুবনেশ্বরে ফেডারেশন কাপ অ‌্যাথলেটিক্স মিটে 100 মিটার হার্ডলস এবং লং জাম্পে জোড়া ব্রোঞ্জ পেয়েছিলেন মৌমিতা। সেখানে তাঁর সাক্ষাৎ হয় টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার সঙ্গে। তিনি কী পরামর্শ দিয়েছিলেন ? মৌমিতা বলেন, "নীরজ দেশের সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ অ‌্যাথলিট। একটাই কথা বলেছিলেন... সাফল‌্যের কোনও চটজলদি সমীকরণ নেই। শুধু মাঠের মধ‌্যে নয়, মাঠের বাইরেও শৃঙ্খলাপরায়ণ হতে হবে। লক্ষ‌্যভ্রষ্ট হলে চলবে না।"

মৌমিতার আগামী লক্ষ্য

আগামী লক্ষ‌্য কী ? মৌমিতা বললেন, ফেডারেশন কাপে ভালো ফল করার পরে আগামী বছর এশিয়ান গেমসে ভারতকে পদক দিতে চাই। তার আগে অবশ‌্য এশিয়ান চ‌্যাম্পিয়নশিপ এবং ফেডারেশন কাপেও সোনা জয় লক্ষ‌্য।

দেরাদুন, 10 ফেব্রুয়ারি: রূপোর বদলা সোনা ! 100 মিটার হার্ডলসে হারের বদলা লং জাম্পে। নিজেকে চ্যালেঞ্জ করে সাফল্যের রং বদলের নজির মৌমিতা মণ্ডলের। একইদিনে কয়েকঘণ্টার মধ্যে সাফল্যের রং বদলের ঘটনা ঘটিয়ে মৌমিতার আক্ষেপ, বাড়িতে মা-বাবার সঙ্গে কথা বলা হয়নি ৷ কারণটা ফোন বিভ্রাট ৷

রবিবার উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে জাতীয় গেমসের আসরে 100 মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারাজি যখন সোনা জিতলেন, তখনই মনস্থির করে ফেলেছিলেন মৌমিতা মণ্ডল। তার পরের ইভেন্ট ছিল লং জাম্প। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কিন্তু ছোটবেলা থেকে দারিদ্র‌্যের সঙ্গে লড়াই করা যাঁর অভ্যাস, তিনি হার মানবেন কেন ! ক্লান্তিকে দূরে সরিয়ে নিজেকে ছাপিয়ে যাওয়ার জেদ, ফলশ্রুতি 6.21 মিটার লাফিয়ে সোনা জয়। একইদিনে জোড়া পদক জিতে সিনিয়র ইভেন্টে বাংলার হয়ে নজির গড়লেন হুগলির জিরাটের মেয়ে মৌমিতা।

NATIONAL GAMES 2025
হুগলির মৌমিতা মণ্ডল (ইটিভি ভারত)

মোবাইল খারাপ হয়ে যাওয়ায় সকাল থেকে বাবা-মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পাননি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতেও বেশ কষ্ট করতে হয়েছে। বারবার কথা ভেঙে যাচ্ছিল, যান্ত্রিক ত্রুটিতে কথাও শোনা যাচ্ছিল না স্পষ্টভাবে। তবে যেটুকু শোনা গিয়েছে তাতে সাফল্যের রেশ লেগেছিল। শুভেচ্ছাবার্তা এবং সংবাদমাধ্যমের ফোনের পরেই বাড়িতে ফোন করবেন বলে জানান অ্যাথলিট।

জোড়া পদকজয়ী মৌমিতা উচ্ছ্বসিত

  • কেমন লাগছে ? 23 বছরের মৌমিতার কথায়, "প্রথমে হার্ডলসে রুপো জেতায় কিছুটা মনখারাপ ছিল। কিন্তু লং জাম্পে সোনা জয়ের পরে সেই বিষণ্ণতা কেটে গিয়েছে। এখনও পর্যন্ত এটাই আমার কেরিয়ারের সেরা প্রাপ্তি।"
  • হুগলির জিরাট স্টেশনে মৌমিতার বাবার চায়ের দোকান। মা গৃহবধূ। ছোটবেলা থেকে ক্রিকেটের দিকে খুব উৎসাহ ছিল। সৌরভ গঙ্গোপাধ‌্যায়কে আদর্শ করে এগোনোর ইচ্ছা ছিল। কিন্তু ক্রিকেট খেলার পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থ। তাই পরে অ‌্যাথলেটিক্সে মনোনিবেশ করেন মৌমিতা।
    শ্রীরামপুরে হার্ডলস শুরু করার পরে ভুবনেশ্বরে চলে যান মৌমিতা। সেখানে দু'বছর অনুশীলনের পরে মুম্বইয়ে রিলায়েন্স ফাউন্ডেশনের অ‌্যাকাডেমিতে চলে যান। সেখানেই নিজেকে প্রস্তুত করছেন মৌমিতা।

সরকারের কাছে চাকরি চান না মৌমিতা

রাজ‌্য সরকারের তরফে পদকজয়ী খেলোয়াড়দের জন‌্য চাকরি এবং আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেকথা বলতেই মৌমিতা বলেন, "আমি পূর্ব রেলে চাকরি করছি। তাই সরকারের কাছে অনুরোধ, আমার পাশে যেন দাঁড়ানো হয়। বাংলাকে অনেক দিন ধরে জাতীয় প্রতিযোগিতায় পদক দিয়ে এলেও তেমন কোনও সাহায্য পাইনি। তার ফলে একটা সময় বাধ‌্য হয়ে চলে মুম্বইয়ে আসতে হয়। প্রচারের আলো যেন আমাদের উপরেও পড়ে।"

সোনার ছেলে নীরজ কী বলেন মৌমিতাকে ?

গতবছরই ভুবনেশ্বরে ফেডারেশন কাপ অ‌্যাথলেটিক্স মিটে 100 মিটার হার্ডলস এবং লং জাম্পে জোড়া ব্রোঞ্জ পেয়েছিলেন মৌমিতা। সেখানে তাঁর সাক্ষাৎ হয় টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার সঙ্গে। তিনি কী পরামর্শ দিয়েছিলেন ? মৌমিতা বলেন, "নীরজ দেশের সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ অ‌্যাথলিট। একটাই কথা বলেছিলেন... সাফল‌্যের কোনও চটজলদি সমীকরণ নেই। শুধু মাঠের মধ‌্যে নয়, মাঠের বাইরেও শৃঙ্খলাপরায়ণ হতে হবে। লক্ষ‌্যভ্রষ্ট হলে চলবে না।"

মৌমিতার আগামী লক্ষ্য

আগামী লক্ষ‌্য কী ? মৌমিতা বললেন, ফেডারেশন কাপে ভালো ফল করার পরে আগামী বছর এশিয়ান গেমসে ভারতকে পদক দিতে চাই। তার আগে অবশ‌্য এশিয়ান চ‌্যাম্পিয়নশিপ এবং ফেডারেশন কাপেও সোনা জয় লক্ষ‌্য।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.