কোচবিহারে খুলছে কোয়ারান্টাইন সেন্টার - কোয়ারান্টাইন সেন্টার
🎬 Watch Now: Feature Video
কোরোনা নিয়ে বাড়তি সতর্ক থাকতে কোয়ারান্টাইন সেন্টার খুলতে চলেছে জেলা স্বাস্থ্য দপ্তর । আজ কোচবিহারে একটি বন্ধ নার্সিংহোমে কোয়ারান্টাইন সেন্টার খোলার কাজ শুরু করা হয়েছে । এখানে 50টি বেড রাখা হয়েছে । পাশাপাশি দিনহাটা মহকুমা হাসপাতালেও একটি সেন্টার খোলা হবে বলে জানা গেছে । এখানে 25 টি বেড রাখা হবে । জেলায় কোথাও কোনও ব্যক্তির কোরোনার উপসর্গ দেখা দিলে তাদের এই সেন্টারগুলিতে পর্যবেক্ষণে রাখা হবে । রিপোর্টে কোরোনা পজ়িটিভ এলে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হবে ।