Puja Parikrama : বর্ধমানে এক টুকরো আন্দামান - এবার পুজোয় বর্ধমান
🎬 Watch Now: Feature Video
করোনা পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে এলেও ঘর ছেড়ে দূরে যাওয়া এখনও পুরোপুরি সম্ভব হয়নি ৷ তাই এবারের পুজোমণ্ডপে আন্দামানের জীবনযাপন, প্রাকৃতিক পরিবেশ ফুটিয়ে তোলার কথা ভেবেছিলেন বর্ধমান শাঁখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘের পুজো উদ্যোক্তারা ৷ 17তম বর্ষের এই পুজোয় এবারের থিম "এবার পুজোয় বর্ধমান : এক টুকরো আন্দামান" ৷ আন্দামানের মণ্ডপ দেখতে আসা দর্শনার্থীরাও খুশি ৷ করোনা বিধিনিষেধ মেনে চলা হচ্ছে পুজোমণ্ডপে, জানালেন এক পুজো উদ্যোক্তা ৷