Panihati Councillor Murder: বেশ কিছুদিন বাড়িতে আসেনি কাউন্সিলর খুনে ধৃত অমিত, দাবি পরিবারের - Contract killer arrested in Panihati Councillor Murder case
🎬 Watch Now: Feature Video
পানিহাটি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় গ্রেফতার নদিয়ার যুবক অমিত পন্ডিত(Contract killer arrested in Panihati Councillor Murder case) ৷ পরিবারের লোকজন জানেন না অমিত কি করেছে ৷ নদিয়ার হরিণঘাটা থানার মোল্লাবেলিয়া মনসাতলার বাসিন্দা অমিত। দিদিদের সঙ্গে থাকত সে। তবে বেশ কিছুদিন সে বাড়িতে আসেনি এমনটাই দাবি পরিবারের। বারাকপুরের পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা জানান, সিসিটিভি ফুটেজ হাতে পাওয়া মাত্রই অপরাধীকে চিহ্নিত করে এলাকার চারিদিকে তল্লাশি শুরু হয়। অপরাধী পালাতে না পেরে স্থানীয় একটি ঝোঁপে পোশাক বদল করে লুকিয়ে থাকে তারপর তাকে গ্রেফতার করে পুলিশ।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED:
Panihati Councillor Murder