Durga Idol immersion: বাগবাজার ঘাটে চলছে প্রতিমা বিসর্জন - বাগবাজার ঘাটে চলছে প্রতিমা বিসর্জন
🎬 Watch Now: Feature Video
দশমীর দুপুর থেকেই শুরু হয়েছে বিসর্জন (Durga Idol immersion at Bagbazar Ghat)। আজ মূলত বাড়ির ঠাকুরই বেশি বিসর্জন করা হচ্ছে। বাগবাজারেও দেখা গেল একই চিত্র। এক চালার ছোট প্রতিমা বিসর্জন হচ্ছে বাগবাজার ঘাটে ৷ বিপদ এড়াতে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST