ETV Bharat / state

বিনামূল্যে স্বাস্থ্য শিবির! অভিষেকের হাত ধরে শুরু 'সেবাশ্রয়' প্রকল্প - SEVASHRAY PROJECT LAUNCH

7টি বিধানসভায় সেবাশ্রয় প্রকল্প চলবে। প্রতিটি বিধানসভায় মাসে 10 দিন করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। বৃহস্পতিতে তা দেখতে ডায়মন্ড হারবার পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ABHISHEK BANERJEE
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 11:30 AM IST

ডায়মন্ড হারবার, 2 জানুয়ারি: আমতলায় চিকিৎসকদের সম্মেলন থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন বছরে এই কেন্দ্রের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে, নাম 'সেবাশ্রয়' প্রকল্প।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের এসডি ও গ্রাউন্ডের মাঠে সেবাশ্রয় প্রকল্পে এসে সশরীরে ঘুরে দেখলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আবারও মডেল লোকসভা কেন্দ্র হিসেবে রাজ্য তথা দেশের সুপরিচিত লাভ করল। এই লোকসভা কেন্দ্রের অন্যতম উন্নয়ন কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা কেন্দ্রের মোট 7টি বিধানসভায় এই সেবাশ্রয় প্রকল্প চলবে।

অভিষেকের হাত ধরে শুরু 'সেবাশ্রয়' প্রকল্প (ইটিভি ভারত)

মোট 75 দিন ধরে চলবে এই প্রকল্প। সেবাশ্রয় নামের এই কর্মসূচির প্রথম পর্বে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 41টি জায়গায় এই হেলথ ক্যাম্প হচ্ছে। পরবর্তীকালে ধাপে ধাপে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি 6টি বিধানসভা কেন্দ্রেও এই ক্যাম্প করা হবে। এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মশাট মহাশক্তি এফপি স্কুল মাঠ, সংগ্রামপুর প্রাইমারি স্কুল মাঠ, নারায়ণপুর এফপি স্কুল মাঠ, সিংহবেড়িয়া প্রাইমারি স্কুল মাঠ, নুরপুর হাইমাদ্রাসা মাঠ, খাজেরপোল হাসপাতাল মাঠ, দেওয়ানতলা হাসপাতাল মাঠে স্বাস্থ্য় ক্যাম্পগুলি আয়োজন করা হয়েছে ৷

পাশাপাশি, সাধুরহাট, শেওড়াহাটি, নহলা আইসিডিএস সেন্টারের কাছে, বান্ধব সমাজ ক্লাব মাঠ, নবাসন পীরতলা প্রাথমিক বিদ্যালয় মাঠ, আমিরা এফপি স্কুল মাঠ, মানখন্ড ঠাকুরতলা, কড়াইবেরিয়া হাট, খোলাখালি হাট, কামারপোল বেনেপাড়া ঠাকুরতলার মাঠ, পাটদা মোড় উদয় সংঘ মাঠ, বোসপাড়া মন্দিরতলা মাঠ, ওএনজিসি ফুটবল মাঠ, বাগদা তাজ ক্লাব মাঠ ও নতুন হাট মোড়ে এই স্বাস্থ্য ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে।

প্রতিটি বিধানসভায় মাসে 10দিন করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। প্রতিটি ক্যাম্পে অন্তত 2 জন বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন। প্রায় 1300 চিকিৎসক হাসপাতালে রেফার করবেন। রক্ত পরীক্ষা, পোর্টেবল ইসিজি পরিষেবা-সহ একাধিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এই ক্যাম্পগুলিতে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ পাওয়া যাবে।

ডায়মন্ড হারবার, 2 জানুয়ারি: আমতলায় চিকিৎসকদের সম্মেলন থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন বছরে এই কেন্দ্রের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে, নাম 'সেবাশ্রয়' প্রকল্প।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের এসডি ও গ্রাউন্ডের মাঠে সেবাশ্রয় প্রকল্পে এসে সশরীরে ঘুরে দেখলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আবারও মডেল লোকসভা কেন্দ্র হিসেবে রাজ্য তথা দেশের সুপরিচিত লাভ করল। এই লোকসভা কেন্দ্রের অন্যতম উন্নয়ন কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা কেন্দ্রের মোট 7টি বিধানসভায় এই সেবাশ্রয় প্রকল্প চলবে।

অভিষেকের হাত ধরে শুরু 'সেবাশ্রয়' প্রকল্প (ইটিভি ভারত)

মোট 75 দিন ধরে চলবে এই প্রকল্প। সেবাশ্রয় নামের এই কর্মসূচির প্রথম পর্বে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 41টি জায়গায় এই হেলথ ক্যাম্প হচ্ছে। পরবর্তীকালে ধাপে ধাপে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি 6টি বিধানসভা কেন্দ্রেও এই ক্যাম্প করা হবে। এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মশাট মহাশক্তি এফপি স্কুল মাঠ, সংগ্রামপুর প্রাইমারি স্কুল মাঠ, নারায়ণপুর এফপি স্কুল মাঠ, সিংহবেড়িয়া প্রাইমারি স্কুল মাঠ, নুরপুর হাইমাদ্রাসা মাঠ, খাজেরপোল হাসপাতাল মাঠ, দেওয়ানতলা হাসপাতাল মাঠে স্বাস্থ্য় ক্যাম্পগুলি আয়োজন করা হয়েছে ৷

পাশাপাশি, সাধুরহাট, শেওড়াহাটি, নহলা আইসিডিএস সেন্টারের কাছে, বান্ধব সমাজ ক্লাব মাঠ, নবাসন পীরতলা প্রাথমিক বিদ্যালয় মাঠ, আমিরা এফপি স্কুল মাঠ, মানখন্ড ঠাকুরতলা, কড়াইবেরিয়া হাট, খোলাখালি হাট, কামারপোল বেনেপাড়া ঠাকুরতলার মাঠ, পাটদা মোড় উদয় সংঘ মাঠ, বোসপাড়া মন্দিরতলা মাঠ, ওএনজিসি ফুটবল মাঠ, বাগদা তাজ ক্লাব মাঠ ও নতুন হাট মোড়ে এই স্বাস্থ্য ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে।

প্রতিটি বিধানসভায় মাসে 10দিন করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। প্রতিটি ক্যাম্পে অন্তত 2 জন বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন। প্রায় 1300 চিকিৎসক হাসপাতালে রেফার করবেন। রক্ত পরীক্ষা, পোর্টেবল ইসিজি পরিষেবা-সহ একাধিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এই ক্যাম্পগুলিতে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ পাওয়া যাবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.