ETV Bharat / state

প্রয়াগরাজে কোনও স্টেশন বন্ধ হয়নি, গুজবে কান না-দেওয়ার আর্জি রেলের - INDIAN RAILWAYS

প্রয়াগরাজে স্টেশন বন্ধ হওয়ার খবর মিথ্যে বলে দাবি করল রেল ৷ আসানসোল রেল ডিভিশনের এডিআরএম বলেন, গুজবে কান না-দিয়ে পুণ্যস্নান সেরে ফিরে আসুন ৷

ETV BHARAT
আসানসোল রেল ডিভিশনের এডিআরএম প্রবীণ কুমার প্রেম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2025, 7:26 PM IST

আসানসোল, 10 ফেব্রুয়ারি: গতকাল প্রয়াগরাজে প্রচণ্ড ভিড় ছিল । আর তারই ফাঁকে গুজব ছড়িয়ে যায় যে, কুম্ভমেলায় যাওয়ার জন্য মূলত যে আটটি স্টেশন রয়েছে, সেই সব স্টেশনগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে । তবে আসলে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন আসানসোল রেল ডিভিশনের এডিআরএম প্রবীণ কুমার প্রেম । তিনি রেল যাত্রীদের এই গুজবে কান না দিতে আর্জি জানিয়েছেন ।

পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ রেল ডিভিশন হল আসানসোল রেল ডিভিশন । আসানসোলের উপর দিয়ে প্রয়াগরাজের উদ্দেশে বহু ট্রেন যাতায়াত করছে । গতকাল প্রচণ্ড ভিড়ের কারণে গুজব ছড়িয়ে যায় যে, প্রয়াগরাজ থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে । যে সমস্ত স্টেশন থেকে ট্রেন ছাড়ে সেগুলিও নাকি বন্ধ করে দেওয়া হয়েছে । এটি সর্বই মিথ্যে এবং গুজব বলে দাবি করেছে রেল ।

প্রয়াগরাজে কোনও স্টেশন বন্ধ হয়নি, গুজবে কান না-দেওয়ার আর্জি রেলের (নিজস্ব ভিডিয়ো)

আসানসোল রেল ডিভিশনের এডিআরএম প্রবীণ কুমার প্রেম জানিয়েছেন, "মহাকুম্ভমেলায় যাওয়ার জন্য আটটি স্টেশন রয়েছে এবং সেই আটটি স্টেশন থেকে রেল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিকভাবে ও সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে । সেখানে রেলের উচ্চ আধিকারিকরা রয়েছেন ৷ কোনও রকমের কোনও অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি ।"

তিনি আরও জানান, "কুম্ভমেলার এই পূণ্য সময়কালে প্রচুর স্পেশাল ট্রেন চালানো হয়েছে রেলের পক্ষ থেকে । আমাদের ইস্টার্ন রেলওয়ে থেকেই সাত জোড়া ট্রেন চালানো হচ্ছে । যার মধ্যে ছয় জোড়া ট্রেন আসানসোল স্টেশন ছুঁয়ে যাচ্ছে । কোনও ট্রেনই বন্ধ হয়নি । গতকাল প্রয়াগরাজ থেকে 330টি ট্রেন পরিচালনা করা হয়েছে সুষ্ঠুভাবে । সাড়ে 12 লাখ পূণ্যার্থী এই ট্রেনগুলোতে যাতায়াত করেছেন । আজকেও 170টি ট্রেন যাত্রীদের নিয়ে সেখান থেকে রওনা দেবে । সম্পূর্ণ বিষয়টি দেখভাল করার জন্য বেনারস ডিআরএম, এলাহাবাদ ডিআরএম সেখানে উপস্থিত রয়েছেন । সিসিটিভিতে মনিটরিং করা হচ্ছে । কোনও রকমের দুর্ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে রেল সম্পূর্ণরূপে নজর রাখছে । এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে রেল পরিচালনা করা হচ্ছে । তাই যা গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজবে সাধারণ যাত্রীদের ও পুণ্যার্থীদের কান না দিতে অনুরোধ করা হচ্ছে । আপনারা স্বাচ্ছন্দ্যে যান এবং স্নান করে ফিরে আসুন ।"

আসানসোল, 10 ফেব্রুয়ারি: গতকাল প্রয়াগরাজে প্রচণ্ড ভিড় ছিল । আর তারই ফাঁকে গুজব ছড়িয়ে যায় যে, কুম্ভমেলায় যাওয়ার জন্য মূলত যে আটটি স্টেশন রয়েছে, সেই সব স্টেশনগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে । তবে আসলে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন আসানসোল রেল ডিভিশনের এডিআরএম প্রবীণ কুমার প্রেম । তিনি রেল যাত্রীদের এই গুজবে কান না দিতে আর্জি জানিয়েছেন ।

পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ রেল ডিভিশন হল আসানসোল রেল ডিভিশন । আসানসোলের উপর দিয়ে প্রয়াগরাজের উদ্দেশে বহু ট্রেন যাতায়াত করছে । গতকাল প্রচণ্ড ভিড়ের কারণে গুজব ছড়িয়ে যায় যে, প্রয়াগরাজ থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে । যে সমস্ত স্টেশন থেকে ট্রেন ছাড়ে সেগুলিও নাকি বন্ধ করে দেওয়া হয়েছে । এটি সর্বই মিথ্যে এবং গুজব বলে দাবি করেছে রেল ।

প্রয়াগরাজে কোনও স্টেশন বন্ধ হয়নি, গুজবে কান না-দেওয়ার আর্জি রেলের (নিজস্ব ভিডিয়ো)

আসানসোল রেল ডিভিশনের এডিআরএম প্রবীণ কুমার প্রেম জানিয়েছেন, "মহাকুম্ভমেলায় যাওয়ার জন্য আটটি স্টেশন রয়েছে এবং সেই আটটি স্টেশন থেকে রেল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিকভাবে ও সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে । সেখানে রেলের উচ্চ আধিকারিকরা রয়েছেন ৷ কোনও রকমের কোনও অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি ।"

তিনি আরও জানান, "কুম্ভমেলার এই পূণ্য সময়কালে প্রচুর স্পেশাল ট্রেন চালানো হয়েছে রেলের পক্ষ থেকে । আমাদের ইস্টার্ন রেলওয়ে থেকেই সাত জোড়া ট্রেন চালানো হচ্ছে । যার মধ্যে ছয় জোড়া ট্রেন আসানসোল স্টেশন ছুঁয়ে যাচ্ছে । কোনও ট্রেনই বন্ধ হয়নি । গতকাল প্রয়াগরাজ থেকে 330টি ট্রেন পরিচালনা করা হয়েছে সুষ্ঠুভাবে । সাড়ে 12 লাখ পূণ্যার্থী এই ট্রেনগুলোতে যাতায়াত করেছেন । আজকেও 170টি ট্রেন যাত্রীদের নিয়ে সেখান থেকে রওনা দেবে । সম্পূর্ণ বিষয়টি দেখভাল করার জন্য বেনারস ডিআরএম, এলাহাবাদ ডিআরএম সেখানে উপস্থিত রয়েছেন । সিসিটিভিতে মনিটরিং করা হচ্ছে । কোনও রকমের দুর্ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে রেল সম্পূর্ণরূপে নজর রাখছে । এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে রেল পরিচালনা করা হচ্ছে । তাই যা গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজবে সাধারণ যাত্রীদের ও পুণ্যার্থীদের কান না দিতে অনুরোধ করা হচ্ছে । আপনারা স্বাচ্ছন্দ্যে যান এবং স্নান করে ফিরে আসুন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.