ETV Bharat / technology

জানুয়ারিতে লঞ্চ হতে চলেছে একাধিক স্মার্টফোন, দেখে নিন তালিকাটি - UPCOMING SMARTPHONE LAUNCH IN 2025

নতুন বছরের শুরুতেই ভারতে লঞ্চ হতে চলেছে একাধিক স্মার্টফোন ৷ সেই তালিকায় OnePlus থেকে শুরু করে Samsung এর মতো একাধিক ব্র্যান্ডের ডিভাইস রয়েছে ৷

UPCOMING SMARTPHONE LAUNCH IN 2025
জানুয়ারিতে লঞ্চ করছে একাধিক স্মার্টফোন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 2, 2025, 11:34 AM IST

হায়দরাবাদ: শেষ হওয়া 2024 সালে আবিষ্কার হওয়া প্রযুক্তির মধ্যে অন্যতম হল AI ৷ একাধিক স্মার্টফোনে রয়েছে সেই সুবিধা ৷ স্মার্টফোন কেনার সময় অধিকাংশের প্রথম পছন্দ AI ফিচারের স্মার্টফোন ৷ এই বছর লঞ্চ করতে চলেছে OnePlus, Samsung, Oppo, Poco, Redmi এবং Realme-এর মতো একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন ৷ ফ্ল্যাগশিপ স্মার্ট ছাড়াও, OnePlus 13 সিরিজ এবং Samsung Galaxy S25 সিরিজ, বেশ কয়েকটি মিড-রেঞ্জ ডিভাইসও লঞ্চ করতে চলেছে ৷ রইল সেই সমস্ত ফোনের তালিকা ৷

প্রকাশ্যে iPhone SE 4-এর দাম, সস্তায় অ্যাপল ইন্টেলিজেন্স

OnePlus 13 and OnePlus 13R

OnePlus 13 সিরিজ 2025-এর 7 জানুয়ারি লঞ্চ করতে চলেছে ৷ কোম্পানির 'উইন্টার লঞ্চ ইভেন্ট'-এ লঞ্চ হতে চলেছে এই সিরিজ । OnePlus 13 এবং 13R-এ ডিজাইন নতুন হবে সেই সঙ্গে নতুন ফিচারও যোগ হয়েছে ৷ আপডেটেড মডেলগুলি আগের থেকে অনেকটাই অত্যাধুনিক তা বলার অপেক্ষা রাখে না ৷ OnePlus 13 সিরিজে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট রয়েছে ৷ যেখানে OnePlus 13R-এ ডিভাইসে Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকতে পারে । 7 জানুয়ারির লঞ্চ ইভেন্টে ব্র্যান্ডটি নতুন ইয়ারবাড এবং একটি ট্যাবলেট লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে ।

Samsung Galaxy S25 Series

Samsung Galaxy S25 সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের দিন নির্দিষ্ট ভাবে জানা যায়নি ৷ তবে 'গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট' 22 জানুয়ারি অনুষ্টিত হতে পারে ৷ এই ইভেন্টে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ হতে পারে ৷ যার মধ্যে Galaxy S25, Galaxy S25 Plus, এবং Galaxy S25 Ultra থাকবে । এই আপডেট হওয়া মডেলগুলি একটি উন্নত ক্যামেরা এবং কর্মক্ষমতা রয়েছে । টপ-স্পেক, Galaxy S25 Ultra-এ একটি Snapdragon 8 Elite চিপসেট থাকবে ৷ এটি প্রসেসর সাধারণত ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতেই থাকে ৷

Oppo Reno 13 5G Series

Oppo Reno 13 5G সিরিজ দু’টি মডেল আসবে এই বছর ৷ Oppo Reno 13 5G এবং Oppo Reno 13 Pro 5G এই দু’টি মডেল মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হবে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনগুলিতে 5,640mAh ব্যাটারি ও MediaTek Dimensity 8350 চিপসেট থাকতে পারে ৷ Oppo এর ডিজাইনের টিজার প্রকাশ্যে এসেছে ৷ Oppo Reno 13 5G সিরিজের অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও জানা যায়নি ।

আরও স্লিম Samsung Galaxy S25, ক্যামেরায় রয়েছে ALoP প্রযুক্তি

Poco X7 Series

Poco X7 সিরিজটি 9 জানুয়ারি, 2025-এ লঞ্চ হবে ৷ Poco X7 5G এবং Poco X7 Pro 5G-তে ভেগান চামড়ার ফিনিশিং করা হয়েছ ৷ এটিতে হলুদ রঙের ডুয়েল টোন এবং একটি কালো রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে ৷

Redmi 14C

Redmi 14C একটি পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন হবে ৷ যা 6 জানুয়ারি, 2025-এ লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে ৷ ডিভাইসটি Redmi 14R 5G-এর আপডেটেড সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে ৷ এটিতে Snapdragon 4 Gen 2 চিপসেট এবং একটি 5,160mAh ব্যাটারি থাকতে পারে ৷

Realme 14 Pro

Realme 14 Pro সিরিজে ক্যামেরার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ চলতি মাসে এই স্মার্টফোন লঞ্চ করবে বলে ডিভাইসটির ডিজাইন, ফিচার এবং কালার অপশনে পাওয়া যাবে । Realme 14 Pro সিরিজ একটি IP69 রেটিং থাকবে ৷

জানুয়ারিতে ভারতীয় ক্রেতাদের হাতে আসবে Poco X7 সিরিজ

হায়দরাবাদ: শেষ হওয়া 2024 সালে আবিষ্কার হওয়া প্রযুক্তির মধ্যে অন্যতম হল AI ৷ একাধিক স্মার্টফোনে রয়েছে সেই সুবিধা ৷ স্মার্টফোন কেনার সময় অধিকাংশের প্রথম পছন্দ AI ফিচারের স্মার্টফোন ৷ এই বছর লঞ্চ করতে চলেছে OnePlus, Samsung, Oppo, Poco, Redmi এবং Realme-এর মতো একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন ৷ ফ্ল্যাগশিপ স্মার্ট ছাড়াও, OnePlus 13 সিরিজ এবং Samsung Galaxy S25 সিরিজ, বেশ কয়েকটি মিড-রেঞ্জ ডিভাইসও লঞ্চ করতে চলেছে ৷ রইল সেই সমস্ত ফোনের তালিকা ৷

প্রকাশ্যে iPhone SE 4-এর দাম, সস্তায় অ্যাপল ইন্টেলিজেন্স

OnePlus 13 and OnePlus 13R

OnePlus 13 সিরিজ 2025-এর 7 জানুয়ারি লঞ্চ করতে চলেছে ৷ কোম্পানির 'উইন্টার লঞ্চ ইভেন্ট'-এ লঞ্চ হতে চলেছে এই সিরিজ । OnePlus 13 এবং 13R-এ ডিজাইন নতুন হবে সেই সঙ্গে নতুন ফিচারও যোগ হয়েছে ৷ আপডেটেড মডেলগুলি আগের থেকে অনেকটাই অত্যাধুনিক তা বলার অপেক্ষা রাখে না ৷ OnePlus 13 সিরিজে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট রয়েছে ৷ যেখানে OnePlus 13R-এ ডিভাইসে Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকতে পারে । 7 জানুয়ারির লঞ্চ ইভেন্টে ব্র্যান্ডটি নতুন ইয়ারবাড এবং একটি ট্যাবলেট লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে ।

Samsung Galaxy S25 Series

Samsung Galaxy S25 সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের দিন নির্দিষ্ট ভাবে জানা যায়নি ৷ তবে 'গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট' 22 জানুয়ারি অনুষ্টিত হতে পারে ৷ এই ইভেন্টে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ হতে পারে ৷ যার মধ্যে Galaxy S25, Galaxy S25 Plus, এবং Galaxy S25 Ultra থাকবে । এই আপডেট হওয়া মডেলগুলি একটি উন্নত ক্যামেরা এবং কর্মক্ষমতা রয়েছে । টপ-স্পেক, Galaxy S25 Ultra-এ একটি Snapdragon 8 Elite চিপসেট থাকবে ৷ এটি প্রসেসর সাধারণত ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতেই থাকে ৷

Oppo Reno 13 5G Series

Oppo Reno 13 5G সিরিজ দু’টি মডেল আসবে এই বছর ৷ Oppo Reno 13 5G এবং Oppo Reno 13 Pro 5G এই দু’টি মডেল মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হবে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনগুলিতে 5,640mAh ব্যাটারি ও MediaTek Dimensity 8350 চিপসেট থাকতে পারে ৷ Oppo এর ডিজাইনের টিজার প্রকাশ্যে এসেছে ৷ Oppo Reno 13 5G সিরিজের অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও জানা যায়নি ।

আরও স্লিম Samsung Galaxy S25, ক্যামেরায় রয়েছে ALoP প্রযুক্তি

Poco X7 Series

Poco X7 সিরিজটি 9 জানুয়ারি, 2025-এ লঞ্চ হবে ৷ Poco X7 5G এবং Poco X7 Pro 5G-তে ভেগান চামড়ার ফিনিশিং করা হয়েছ ৷ এটিতে হলুদ রঙের ডুয়েল টোন এবং একটি কালো রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে ৷

Redmi 14C

Redmi 14C একটি পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন হবে ৷ যা 6 জানুয়ারি, 2025-এ লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে ৷ ডিভাইসটি Redmi 14R 5G-এর আপডেটেড সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে ৷ এটিতে Snapdragon 4 Gen 2 চিপসেট এবং একটি 5,160mAh ব্যাটারি থাকতে পারে ৷

Realme 14 Pro

Realme 14 Pro সিরিজে ক্যামেরার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ চলতি মাসে এই স্মার্টফোন লঞ্চ করবে বলে ডিভাইসটির ডিজাইন, ফিচার এবং কালার অপশনে পাওয়া যাবে । Realme 14 Pro সিরিজ একটি IP69 রেটিং থাকবে ৷

জানুয়ারিতে ভারতীয় ক্রেতাদের হাতে আসবে Poco X7 সিরিজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.