জবলপুর, 11 ফেব্রুয়ারি: তীর্থযাত্রীদের বাসে ধাক্কা সিমেন্ট ভর্তি ট্রাকের ৷ মঙ্গলবার সকাল ন'টা নাগাদ মধ্যপ্রদেশের জবলপুর এলাকায় প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে বাসে করে অন্ধ্রপ্রদেশে বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা ৷ তখনই ভুল দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক মিনি বাসটিকে ধাক্কা মারে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত 7 জনের ৷
জবলপুরের জেলা সদর দফর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত সিহোরা শহরে ঘটে এই পথ দুর্ঘটনা ৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, "ট্রাকটি ভুল দিক থেকে আসছিল, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। তাঁরা জানান, ঘটনাস্থলেই 7 জন মারা যান এবং আরও বেশ কয়েকজন মিনিবাসের ভিতরে আটকে পড়েন। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় ৷ তারপরই খবর পেয়ে কালেক্টর এবং জবলপুরের পুলিশ সুপার দুর্ঘটনাস্থলের পৌঁছয় ৷
![DIED IN ROAD ACCIDENT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/23518481_wb_zxfb.jpg)
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সূর্যকান্ত শর্মা বলেন, "সিমেন্ট বোঝাই ট্রাকটি হাইওয়েতে ভুল দিক থেকে আসছিল এবং সিহোরা থানা থেকে 5 কিলোমিটার আগে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 7 জন মারা যান এবং আরও কয়েকজন মিনিবাসের ভিতরে আটকে পড়েন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি ৷ পরবর্তী তদন্তে আরও জানা যাবে ৷"
![DIED IN ROAD ACCIDENT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/23518481_wb_cvbn.jpg)
জবলপুরের সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) পারুল শর্মা বলেন, "বাসে থাকা সকলেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বাসের ঠিক পিছনে থাকা আরেকটি গাড়িটিতেও সংঘর্ষ হয় ৷ তবে গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় যাত্রীরা বেঁচে যান। পিছনে থাকা গাড়িটির কিছু যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য সিহোরা হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ৷"
![DIED IN ROAD ACCIDENT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/23518481_wb.jpg)
যেখানে আজ দুর্ঘটনাটি ঘটেছে ওই এলাকায় গত তিন থেকে চার দিন ধরে 25-30 কিলোমিটার জুড়ে বিশাল যানজট ছিল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে এই এলাকা 90 কিলোমিটার দূরে অবস্থিত ৷ ওই যানজট চলতে থাকে পার্শ্ববর্তী কাটনি, সাতনা এবং জবলপুরেও ৷ মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী এনিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে এক্সবার্তা দেন ৷ যানজটের মধ্যে যাতে কেনও দুর্ঘটনা না-হয় তাই প্রশাসনকে সতর্ক করেন ৷ পাশাপাশি যাত্রীদেরও যানবাহন চালানোর সময় সতর্ক থাকতে বলেন ৷