ETV Bharat / bharat

মহাকুম্ভ থেকে ফেরার পথে পুণ্যার্থীদের বাসে ধাক্কা সিমেন্ট বোঝাই ট্রাকের, মৃত 7 - DIED IN ROAD ACCIDENT

প্রয়াগরাজ থেকে স্নান সেরে বাড়ি ফেরার সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্য হয় মিনিবাসের ৷ প্রাণ যায় 7 জনের ৷

DIED IN ROAD ACCIDENT
তীর্থযাত্রীদের বাসে ধাক্কা সিমেন্ট ভর্তি ট্রাকের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2025, 1:42 PM IST

জবলপুর, 11 ফেব্রুয়ারি: তীর্থযাত্রীদের বাসে ধাক্কা সিমেন্ট ভর্তি ট্রাকের ৷ মঙ্গলবার সকাল ন'টা নাগাদ মধ্যপ্রদেশের জবলপুর এলাকায় প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে বাসে করে অন্ধ্রপ্রদেশে বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা ৷ তখনই ভুল দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক মিনি বাসটিকে ধাক্কা মারে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত 7 জনের ৷

জবলপুরের জেলা সদর দফর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত সিহোরা শহরে ঘটে এই পথ দুর্ঘটনা ৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, "ট্রাকটি ভুল দিক থেকে আসছিল, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। তাঁরা জানান, ঘটনাস্থলেই 7 জন মারা যান এবং আরও বেশ কয়েকজন মিনিবাসের ভিতরে আটকে পড়েন। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় ৷ তারপরই খবর পেয়ে কালেক্টর এবং জবলপুরের পুলিশ সুপার দুর্ঘটনাস্থলের পৌঁছয় ৷

DIED IN ROAD ACCIDENT
দুর্ঘটনায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায় (ইটিভি ভারত)

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সূর্যকান্ত শর্মা বলেন, "সিমেন্ট বোঝাই ট্রাকটি হাইওয়েতে ভুল দিক থেকে আসছিল এবং সিহোরা থানা থেকে 5 কিলোমিটার আগে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 7 জন মারা যান এবং আরও কয়েকজন মিনিবাসের ভিতরে আটকে পড়েন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি ৷ পরবর্তী তদন্তে আরও জানা যাবে ৷"

DIED IN ROAD ACCIDENT
সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্য হয় মিনিবাসের (ইটিভি ভারত)

জবলপুরের সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) পারুল শর্মা বলেন, "বাসে থাকা সকলেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বাসের ঠিক পিছনে থাকা আরেকটি গাড়িটিতেও সংঘর্ষ হয় ৷ তবে গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় যাত্রীরা বেঁচে যান। পিছনে থাকা গাড়িটির কিছু যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য সিহোরা হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ৷"

DIED IN ROAD ACCIDENT
পথ দুর্ঘটনায় প্রাণ যায় 7 জনের (ইটিভি ভারত)

যেখানে আজ দুর্ঘটনাটি ঘটেছে ওই এলাকায় গত তিন থেকে চার দিন ধরে 25-30 কিলোমিটার জুড়ে বিশাল যানজট ছিল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে এই এলাকা 90 কিলোমিটার দূরে অবস্থিত ৷ ওই যানজট চলতে থাকে পার্শ্ববর্তী কাটনি, সাতনা এবং জবলপুরেও ৷ মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী এনিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে এক্সবার্তা দেন ৷ যানজটের মধ্যে যাতে কেনও দুর্ঘটনা না-হয় তাই প্রশাসনকে সতর্ক করেন ৷ পাশাপাশি যাত্রীদেরও যানবাহন চালানোর সময় সতর্ক থাকতে বলেন ৷

জবলপুর, 11 ফেব্রুয়ারি: তীর্থযাত্রীদের বাসে ধাক্কা সিমেন্ট ভর্তি ট্রাকের ৷ মঙ্গলবার সকাল ন'টা নাগাদ মধ্যপ্রদেশের জবলপুর এলাকায় প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে বাসে করে অন্ধ্রপ্রদেশে বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা ৷ তখনই ভুল দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক মিনি বাসটিকে ধাক্কা মারে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত 7 জনের ৷

জবলপুরের জেলা সদর দফর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত সিহোরা শহরে ঘটে এই পথ দুর্ঘটনা ৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, "ট্রাকটি ভুল দিক থেকে আসছিল, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। তাঁরা জানান, ঘটনাস্থলেই 7 জন মারা যান এবং আরও বেশ কয়েকজন মিনিবাসের ভিতরে আটকে পড়েন। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় ৷ তারপরই খবর পেয়ে কালেক্টর এবং জবলপুরের পুলিশ সুপার দুর্ঘটনাস্থলের পৌঁছয় ৷

DIED IN ROAD ACCIDENT
দুর্ঘটনায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায় (ইটিভি ভারত)

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সূর্যকান্ত শর্মা বলেন, "সিমেন্ট বোঝাই ট্রাকটি হাইওয়েতে ভুল দিক থেকে আসছিল এবং সিহোরা থানা থেকে 5 কিলোমিটার আগে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 7 জন মারা যান এবং আরও কয়েকজন মিনিবাসের ভিতরে আটকে পড়েন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি ৷ পরবর্তী তদন্তে আরও জানা যাবে ৷"

DIED IN ROAD ACCIDENT
সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্য হয় মিনিবাসের (ইটিভি ভারত)

জবলপুরের সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) পারুল শর্মা বলেন, "বাসে থাকা সকলেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বাসের ঠিক পিছনে থাকা আরেকটি গাড়িটিতেও সংঘর্ষ হয় ৷ তবে গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় যাত্রীরা বেঁচে যান। পিছনে থাকা গাড়িটির কিছু যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য সিহোরা হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ৷"

DIED IN ROAD ACCIDENT
পথ দুর্ঘটনায় প্রাণ যায় 7 জনের (ইটিভি ভারত)

যেখানে আজ দুর্ঘটনাটি ঘটেছে ওই এলাকায় গত তিন থেকে চার দিন ধরে 25-30 কিলোমিটার জুড়ে বিশাল যানজট ছিল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে এই এলাকা 90 কিলোমিটার দূরে অবস্থিত ৷ ওই যানজট চলতে থাকে পার্শ্ববর্তী কাটনি, সাতনা এবং জবলপুরেও ৷ মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী এনিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে এক্সবার্তা দেন ৷ যানজটের মধ্যে যাতে কেনও দুর্ঘটনা না-হয় তাই প্রশাসনকে সতর্ক করেন ৷ পাশাপাশি যাত্রীদেরও যানবাহন চালানোর সময় সতর্ক থাকতে বলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.