ETV Bharat / state

তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি ও গাড়ি ভাঙচুর ! কাঠগড়ায় দলেরই পঞ্চায়েত উপপ্রধান - TMC LEADER MOLESTATION

অভিযোগ, তৃণমূল নেত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর দেহরক্ষী । যদিও দলের পঞ্চায়েত উপপ্রধান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ ।

TMC leader molestation
পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2025, 5:29 PM IST

বাদুড়িয়া, 11 ফেব্রুয়ারি: তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি, গাড়ি ভাঙচুর ও তাঁর দেহরক্ষীকে মারধরের অভিযোগ উঠল দলেরই এক নেতার বিরুদ্ধে । ঘটনার জেরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় । ওই নেত্রী শাসকদলের বসিরহাট সাংগঠনিক জেলার জেলা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন । অভিযুক্ত তৃণমূল নেতা আবার স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ।

আর এই ঘটনা ঘিরে শাসকদলের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল । মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত নেতার বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূল নেত্রী । তবে অভিযোগ দায়ের হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ । ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে বসিরহাট জেলা পুলিশ । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন যশাইকাটি পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসান ।

বাদুড়িয়ায় আক্রান্ত তৃণমূল নেত্রী (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তৃণমূলের ওই নেত্রী দলের কাজ সেরে নিজের গাড়িতে করে বাদুড়িয়ার বাড়িতে ফিরছিলেন । সেই সময় শিমুলিয়া এলাকায় তাঁর গাড়ি ঘিরে ধরেন দলেরই অন্য গোষ্ঠীর লোকজন । অভিযোগ, তাঁকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে প্রকাশ্য রাস্তায় মারধর করা হয় ।

এই দৃশ্য দেখার পর তৃণমূল নেত্রীর দেহরক্ষী তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে । শুধু তাই নয়, নেত্রীর গাড়িতেও বেপরোয়া ভাঙচুর চালিয়েছে হামলাকারীরা । হামলার নেপথ্যে তৃণমূলের যশাইকাটি পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসান রয়েছেন বলে দাবি ওই তৃণমূল নেত্রীর । তাঁর পরিকল্পনাতেই গোটা ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি ।

ওই তৃণমূল নেত্রী বলেন, "এটা পূর্বপরিকল্পিত ঘটনা । হঠাৎ আমার গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসে । আমার গাড়ির চালক জোরে ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে দেন । না হলে দুর্ঘটনা হতে পারত । আমি জানলা দিয়ে মুখ বের করে বাচ্চাটির বাবাকে বলেছি, এই ভাবে বাচ্চাদের রাস্তায় কেউ ছেড়ে দেয় ? তার পরেই এলাকায় লোকজন আমায় ঘিরে ধরেন । তাতে নেতৃত্ব দেন উপপ্রধান । আমার গাড়ি ভাঙচুর করা হয় । আমাকে গাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয়েছে । চড় পর্যন্ত মারা হয়েছে । বাঁচাতে গেলে আমার দেহরক্ষীও আক্রান্ত হন ।"

পুরো ঘটনার নেপথ্যে রাজনৈতিক রোষ কাজ করেছে বলে অভিযোগ নেত্রীর । তিনি বলেন, "আমরা সকলে একই রাজনৈতিক দলের সদস্য । ভুল বোঝাবুঝি থাকতেই পারে । তাই বলে এই ভাবে মারধর করা, হেনস্তা করা তো বাঞ্ছনীয় নয় ।"

TMC leader molestation
তৃণমূল নেত্রীর গাড়ি (নিজস্ব ছবি)

অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতা তারিক হাসান বলেন, "পুরোটাই মিথ্যা এবং বানানো কথা । উনি আমাদের দলের নেত্রী । আমি দলের এক জন সৈনিক । আমি কেন ওঁকে আক্রমণ করব ?" তিনি আরও বলেন, "আমি গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যাই সমস্যার সমাধান করতে । তখন বাদুড়িয়া থানার পুলিশ সেখানে উপস্থিত ছিল । যা ঘটেছে, সেটা সকলের সামনে । পুলিশ ভালো ভাবেই জানে কী ঘটেছে ।"

বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান বলেন, "পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । তদন্তে কারও দোষ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।"

প্রসঙ্গত, আক্রান্ত তৃণমূল নেত্রী একসময় বিজেপি করতেন । 2024 সালে যখন সন্দেশখালি উত্তাল, সেই সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে টাকিতে তাঁকে পুলিশের গাড়ির উপর উঠে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গিয়েছিল । তারপর সুকান্ত মজুমদারের গাড়ির বনেটের উপর তিনি পড়ে যান । পরে তিনি অসুস্থ হয়ে পড়েন । তাঁকে বসিরহাট জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছিল । গত লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি তৃণমূলে যোগ দেন । তারপর থেকেই তৃণমূলের ওই নেতার সঙ্গে রেষারেষি চলছে তাঁর । এর আগেও একবার হামলার মুখে পড়েছিলেন ওই তৃণমূল নেত্রী । আবারও সেই একই ঘটনা ঘটল তাঁর সঙ্গে ।

বাদুড়িয়া, 11 ফেব্রুয়ারি: তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি, গাড়ি ভাঙচুর ও তাঁর দেহরক্ষীকে মারধরের অভিযোগ উঠল দলেরই এক নেতার বিরুদ্ধে । ঘটনার জেরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় । ওই নেত্রী শাসকদলের বসিরহাট সাংগঠনিক জেলার জেলা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন । অভিযুক্ত তৃণমূল নেতা আবার স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ।

আর এই ঘটনা ঘিরে শাসকদলের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল । মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত নেতার বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূল নেত্রী । তবে অভিযোগ দায়ের হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ । ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে বসিরহাট জেলা পুলিশ । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন যশাইকাটি পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসান ।

বাদুড়িয়ায় আক্রান্ত তৃণমূল নেত্রী (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তৃণমূলের ওই নেত্রী দলের কাজ সেরে নিজের গাড়িতে করে বাদুড়িয়ার বাড়িতে ফিরছিলেন । সেই সময় শিমুলিয়া এলাকায় তাঁর গাড়ি ঘিরে ধরেন দলেরই অন্য গোষ্ঠীর লোকজন । অভিযোগ, তাঁকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে প্রকাশ্য রাস্তায় মারধর করা হয় ।

এই দৃশ্য দেখার পর তৃণমূল নেত্রীর দেহরক্ষী তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে । শুধু তাই নয়, নেত্রীর গাড়িতেও বেপরোয়া ভাঙচুর চালিয়েছে হামলাকারীরা । হামলার নেপথ্যে তৃণমূলের যশাইকাটি পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসান রয়েছেন বলে দাবি ওই তৃণমূল নেত্রীর । তাঁর পরিকল্পনাতেই গোটা ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি ।

ওই তৃণমূল নেত্রী বলেন, "এটা পূর্বপরিকল্পিত ঘটনা । হঠাৎ আমার গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসে । আমার গাড়ির চালক জোরে ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে দেন । না হলে দুর্ঘটনা হতে পারত । আমি জানলা দিয়ে মুখ বের করে বাচ্চাটির বাবাকে বলেছি, এই ভাবে বাচ্চাদের রাস্তায় কেউ ছেড়ে দেয় ? তার পরেই এলাকায় লোকজন আমায় ঘিরে ধরেন । তাতে নেতৃত্ব দেন উপপ্রধান । আমার গাড়ি ভাঙচুর করা হয় । আমাকে গাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয়েছে । চড় পর্যন্ত মারা হয়েছে । বাঁচাতে গেলে আমার দেহরক্ষীও আক্রান্ত হন ।"

পুরো ঘটনার নেপথ্যে রাজনৈতিক রোষ কাজ করেছে বলে অভিযোগ নেত্রীর । তিনি বলেন, "আমরা সকলে একই রাজনৈতিক দলের সদস্য । ভুল বোঝাবুঝি থাকতেই পারে । তাই বলে এই ভাবে মারধর করা, হেনস্তা করা তো বাঞ্ছনীয় নয় ।"

TMC leader molestation
তৃণমূল নেত্রীর গাড়ি (নিজস্ব ছবি)

অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতা তারিক হাসান বলেন, "পুরোটাই মিথ্যা এবং বানানো কথা । উনি আমাদের দলের নেত্রী । আমি দলের এক জন সৈনিক । আমি কেন ওঁকে আক্রমণ করব ?" তিনি আরও বলেন, "আমি গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যাই সমস্যার সমাধান করতে । তখন বাদুড়িয়া থানার পুলিশ সেখানে উপস্থিত ছিল । যা ঘটেছে, সেটা সকলের সামনে । পুলিশ ভালো ভাবেই জানে কী ঘটেছে ।"

বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান বলেন, "পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । তদন্তে কারও দোষ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।"

প্রসঙ্গত, আক্রান্ত তৃণমূল নেত্রী একসময় বিজেপি করতেন । 2024 সালে যখন সন্দেশখালি উত্তাল, সেই সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে টাকিতে তাঁকে পুলিশের গাড়ির উপর উঠে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গিয়েছিল । তারপর সুকান্ত মজুমদারের গাড়ির বনেটের উপর তিনি পড়ে যান । পরে তিনি অসুস্থ হয়ে পড়েন । তাঁকে বসিরহাট জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছিল । গত লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি তৃণমূলে যোগ দেন । তারপর থেকেই তৃণমূলের ওই নেতার সঙ্গে রেষারেষি চলছে তাঁর । এর আগেও একবার হামলার মুখে পড়েছিলেন ওই তৃণমূল নেত্রী । আবারও সেই একই ঘটনা ঘটল তাঁর সঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.