ETV Bharat / sports

13 ফেব্রুয়ারি ম্য়াচ খেলতে রাজি নয় ডিএইচএফসি, ট্রফি কি তাহলে লাল-হলুদে? - CALCUTTA FOOTBALL LEAGUE

চ্যাম্পিয়নশিপের নির্ণায়ক ম্য়াচ 13 ফেব্রুয়ারি খেলতে রাজি নয় ডায়মন্ড হারবার ৷ চিঠি যাচ্ছে আইএফএ'তে ৷ কিন্তু কেন ?

IFA
আইএফএ (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 11, 2025, 5:36 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: ডামাডোল অব্যাহত কলকাতা লিগ নিয়ে ৷ লিগের প্রিমিয়র ডিভিশন চ‌্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা ফের শুরু হবে 13 ফেব্রুয়ারি থেকে। সেদিনই ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার কথা ডায়মন্ড হারবার এফসি'র। সোমবার সেই ম‌্যাচের স্থান পরিবর্তন করা হয়েছে আইএফএ'র তরফে। চ্যাম্পিয়নশিপের নির্ণায়ক ম্য়াচটি হবে কিশোরভারতী স্টেডিয়ামে।

আইএফএ'র তরফে জানা গিয়েছে, নৈহাটিতে ম‌্যাচের অনুমতি না-পাওয়ায় তা কিশোরভারতীতে আয়োজন করা হবে। প্রসঙ্গত 15 ম‌্যাচে 43 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ‌্যক ম‌্যাচে 39 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ডায়মন্ড হারবার। কিন্তু রাজ্যের ফুটবল সংস্থার তৈরি ক্রীড়াসূচি নিয়ে আপত্তি ডায়মন্ড হারবার এফসি'র। তারা 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচটি খেলতে রাজি নয়। এই মর্মে তারা একটি চিঠিও রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থাকে পাঠাচ্ছে। ডায়মন্ডহারবার শিবির থেকে জানানো হয়েছে, এবার বল আইএফএ'র কোর্টে।

আগামী 16 ফেব্রুয়ারি ডায়মন্ড হারবারের আই লিগের ম্যাচ রয়েছে। সেই ম্যাচ ঘিরেই এখন প্রস্তুতি চলছে কিবু ভিকুনা প্রশিক্ষণাধীন দলের। আই লিগের প্রস্তুতির মধ্যে কলকাতা লিগের জন্য দলকে মাঠে নামাতে রাজি নন কোচ। ফলে কলকাতা লিগে দল নামানো সম্ভব হবে না ৷ এমনই ইঙ্গিতে চিঠি যাচ্ছে সুতারকিন স্ট্রিটে।

এদিকে কিশোরভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ম্যাচে ডায়মন্ড হারবার এফসি দল না-নামালে সম্ভবত ওয়াকওভার পাবে লাল হলুদ। ফলে মরশুমের প্রথম ট্রফি জয়ের স্বাদ হয়তো পেতে চলেছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:

কলকাতা, 11 ফেব্রুয়ারি: ডামাডোল অব্যাহত কলকাতা লিগ নিয়ে ৷ লিগের প্রিমিয়র ডিভিশন চ‌্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা ফের শুরু হবে 13 ফেব্রুয়ারি থেকে। সেদিনই ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার কথা ডায়মন্ড হারবার এফসি'র। সোমবার সেই ম‌্যাচের স্থান পরিবর্তন করা হয়েছে আইএফএ'র তরফে। চ্যাম্পিয়নশিপের নির্ণায়ক ম্য়াচটি হবে কিশোরভারতী স্টেডিয়ামে।

আইএফএ'র তরফে জানা গিয়েছে, নৈহাটিতে ম‌্যাচের অনুমতি না-পাওয়ায় তা কিশোরভারতীতে আয়োজন করা হবে। প্রসঙ্গত 15 ম‌্যাচে 43 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ‌্যক ম‌্যাচে 39 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ডায়মন্ড হারবার। কিন্তু রাজ্যের ফুটবল সংস্থার তৈরি ক্রীড়াসূচি নিয়ে আপত্তি ডায়মন্ড হারবার এফসি'র। তারা 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচটি খেলতে রাজি নয়। এই মর্মে তারা একটি চিঠিও রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থাকে পাঠাচ্ছে। ডায়মন্ডহারবার শিবির থেকে জানানো হয়েছে, এবার বল আইএফএ'র কোর্টে।

আগামী 16 ফেব্রুয়ারি ডায়মন্ড হারবারের আই লিগের ম্যাচ রয়েছে। সেই ম্যাচ ঘিরেই এখন প্রস্তুতি চলছে কিবু ভিকুনা প্রশিক্ষণাধীন দলের। আই লিগের প্রস্তুতির মধ্যে কলকাতা লিগের জন্য দলকে মাঠে নামাতে রাজি নন কোচ। ফলে কলকাতা লিগে দল নামানো সম্ভব হবে না ৷ এমনই ইঙ্গিতে চিঠি যাচ্ছে সুতারকিন স্ট্রিটে।

এদিকে কিশোরভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ম্যাচে ডায়মন্ড হারবার এফসি দল না-নামালে সম্ভবত ওয়াকওভার পাবে লাল হলুদ। ফলে মরশুমের প্রথম ট্রফি জয়ের স্বাদ হয়তো পেতে চলেছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.