হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: ফরম্য়াটে বদল এলেও আবারও মহাদেশীয় প্রতিযোগিতায় একে অপরের সামনে ম্য়াঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ৷ এই নিয়ে টানা চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি দল ৷ যদিও এবার দুই ইউরোপিয়ান জায়ান্ট একে অপরের বিরুদ্ধে খেলবে অনভ্যস্ত এক রাউন্ডে ৷
নয়া ফরম্য়াট অনুযায়ী রাউন্ড অফ 16'র লক্ষ্যে প্লে-অফে মুখোমুখি হচ্ছে দুই দল ৷ হোম-অ্যাওয়ে ভিত্তিতে দু'টি লেগে ভাগ করা হয়েছে এই প্লে-অফ রাউন্ডকে ৷ যাকে বলা হচ্ছে নকআউটের আগে আরেকটা নকআউট ৷ লিগ পর্বে আট ম্যাচের পর প্রথম আটটি দল সরাসরি পা রেখেছে শেষ ষোলোয় ৷ বাকি আটটি স্থানের জন্য লড়াইয়ে পরবর্তী 16টি ক্লাব ৷ শুরু হচ্ছে সেই লড়াই ৷
লিগ পর্বে দু'দলের অবস্থান: লা-লিগায় শীর্ষে থাকলেও মহাদেশীয় প্রতিযোগিতায় লিগ পর্বে একাদশ স্থানে শেষ করেছে রিয়াল মাদ্রিদ ৷ আট ম্য়াচে তাঁদের পয়েন্ট 15 ৷ অন্যদিকে শেষ ম্য়াচে বেলজিয়ামের ক্লাব ব্রুগকে হারিয়ে কোনওক্রমে শেষ ষোলোর যোগ্যতাঅর্জন পর্বে খেলার সুযোগ পেয়েছে 'স্কাই ব্লুজ' ৷ ঘরোয়া লিগেও চলতি মরশুমে ধারাবাহিক নয় তাঁরা ৷ 22তম স্থানে শেষ করেছে তাঁরা ৷ আট ম্য়াচে মাত্র তিন জয়ে 11 পয়েন্ট সিটির ঝুলিতে ৷
দু'দলের চোট-আঘাত: চোটের কারণে ডিফেন্ডার রদ্রি এবং মিডফিল্ডার অস্কার ববকে 'লস ব্ল্যাঙ্কোস'-এর বিরুদ্ধে মেগা ম্য়াচে পাচ্ছে না সিটি ৷ রিয়াল শিবিরে তালিকাটা দীর্ঘ ৷ ডিফেন্ডার এদের মিলিতাও, ড্যানি কার্ভাহাল, অ্যান্টোনিও রুডিগার, ডেভিড আলাবা এবং উইঙ্গার লুকাস ভ্যাসকুয়েজকে ৷ তবে কার্ড সমস্য়া নেই কোনও দলে ৷
Haaland: 47 goals, 47 games
— UEFA Champions League (@ChampionsLeague) February 10, 2025
Mbappé: 51 goals, 81 games #UCL pic.twitter.com/O1SmHiHbGR
কোথায়-কখন অনুষ্ঠিত হবে ম্যাচ: চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার বনাম রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ম্য়াচটি অনুষ্ঠিত হবে ইতিহাদ স্টেডিয়ামে অর্থাৎ, সিটির ঘরের মাঠে ৷ ম্য়াচটি শুরু হবে বুধবার রাত 1টা 30 মিনিটে (ভারতীয় সময়) ৷
বিনামূল্যে কীভাবে দেখবেন ম্য়াচ: বুধবার রাতে উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগের এই মহারণ ফুটবল অনুরাগীরা উপভোগ করতে পারবেন সোনি টেন নেটওয়ার্কে ৷ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে ৷