হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: আটবছর বাদে ফিরছে আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি ৷ আয়োজক গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ৷ তবে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্টে ভারতের ম্য়াচগুলি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ প্রতিযোগিতা শুরু হতে এখনও বাকি পাঁচদিন ৷ এমন সময় চ্য়াম্পিয়ন্স ট্রফির পুরস্কারমূল্য ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷
2025 আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফিজয়ী দল কাঙ্খিত ট্রফি ছাড়াও পাবে 2.24 মিলিয়ন ডলার পুরস্কারমূল্য ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 19.45 কোটি টাকা ৷ ফাইনালে পরাজিত দল আর্থিক পুরস্কার হিসেবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক ৷ অর্থাৎ, 1.12 মিলিয়ন মার্কিন ডলার ৷ ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা 9 কোটি 72 লক্ষ টাকার মত ৷
টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি টিমকেই কমবেশি আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷ সেমিফাইনালে পরাজিত দু'টি টিম আর্থিক পুরস্কার হিসেবে পাবে পাঁচ লক্ষ 60 হাজার মার্কিন ডলার (4.86 কোটি) ৷ এরপর পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী এবং সপ্তম এবং অষ্টম স্থানাধিকারী টিম যথাক্রমে পাবে তিন লক্ষ 50 হাজার এবং এক লক্ষ 40 হাজার মার্কিন ডলার করে আর্থিক পুরস্কার ৷ প্রতিযোগিতার নবম সংস্করণে ভারতীয় মুদ্রায় মোট 59 কোটি টাকা বিভিন্ন দলকে আর্থিক পুরস্কার হিসেবে দিচ্ছে আইসিসি ৷ সামগ্রিকভাবে যা 53 শতাংশ বৃদ্ধি পেয়েছে 2017 সালের তুলনায় ৷
A substantial prize pot revealed for the upcoming #ChampionsTrophy 👀https://t.co/i8GlkkMV00
— ICC (@ICC) February 14, 2025
অবশ্য চ্য়াম্পিয়ন্স ট্রফিতে খেতাবজয়ী দল যে আর্থিক পুরস্কার পাবে, তা আইপিএলের তুলনায় খানিকটা কম ৷ আইপিএল জয়ী দলকে বিসিসিআই'য়ের তরফে 22 কোটি টাকা আর্থিক পুরস্কারমূল্য দেওয়া হয় ৷ অর্থাৎ, এক্ষেত্রে চ্য়াম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা কম ৷ উল্লেখ্য, 1996 সালের পর পাকিস্তান কোনও আইসিসি ইভেন্ট আয়োজন করতে চলেছে ৷ করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্য়াচগুলি ৷ তবে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করায় হাইব্রিড মডেলে টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার ম্য়াচগুলি হবে দুবাইয়ে ৷