চুঁচুড়া, 14 ফেব্রুরারি: হুটখোলা গাড়ি বা বাইক নিয়ে বিয়ে করতে যাওয়া এর আগে দেখা গিয়েছে ৷ এবার জেসিবি নিয়ে বিয়ে করতে গেলেন বর ৷ চুঁচুড়ার এক ইউটিউবার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে বৃহস্পতিবার সন্ধেয় বেরিয়ে পড়েন ৷ হবু বউকে চমক দিতে তিনি চারচাকা বেছে নেননি ৷ ইউটিউবার কুন্তল সাহা বিয়ে করতে যান জেসিবি-তে চড়ে ৷
কুন্তল চুঁচুড়ার খাদিনা মোড়ের বাসিন্দা। চুঁচুড়ারই বড় কালীতলার পায়েল সাধুখাঁ-র সঙ্গে 8 বছর আগে ভ্যালেন্টাইন ডে'তেই প্রথম আলাপ হয় তাঁর। আর ভ্যালেনটাইন্স-ডে'র আগের দিন তাঁকেই দৈত্যকার বাহনে করে চড়ে করতে গেলেন তিনি। তবে, জেসিবি বলে তাকে পাত্র বা পাত্রের বাড়ির লোক হেলাফেলা করেনি ৷ জেসিবিও সেজে উঠেছে ফুলমালায় ৷ বরকে জেসিবি-তে দেখে রীতিমতো হইচই পড়েছে শহরবাসীর মধ্যে। ব্যান্ড-পার্টি বাজনা বাজছে, আর পে লোডারের সামনে চেপে যাচ্ছেন বর।
তা দেখে লোকমুখে নানা কথা ও হাসাহাসি। আর তাতে ভ্রুক্ষেপ নেই বরের। নেট দুনিয়ার ভাইরালের যুগে নতুন চমক আনতেই এমন পন্থা বলে ইউটিউবার জানালেন ৷ কুন্তল বলেন, "ভ্যালেন্টাইন্স-ডে'র আগের দিন আমাদের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। আগে থেকেই শক ছিল জেসিবি করে বিয়ে করব ৷ সেই শখ পূরণের জন্যই আমি অভিনব এই পন্থা বেছে নিয়েছি ৷ আনন্দে কান্না পাচ্ছে রীতিমতো। অনেকে হাসাহাসি করছেন, তাতে আমার কিছু এসে যায় না ৷"
![GROOM GOING FOR WEDDING](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/23540672_eb_zdfb987.jpg)
তিনি আরও বলেন, "লোকে কী ভাবল, কে হাসল বা ট্রোল করল সেটা বড় কথা নয়। মনের আনন্দটাই বড় কথা। আমি নিজে আনন্দ পাচ্ছি, আমার পরিবার বন্ধু-বান্ধবরা আনন্দ পাচ্ছেন এটাই বড় ব্যাপার ৷"
![GROOM GOING FOR WEDDING](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/23540672_eb_zdfb.jpg)
শহরবাসী বিনয় মান্না বলেন, "শুনলাম ইউটিউবারের বিয়ে। জেসিবি করে বিয়ে করতে যাচ্ছে দেখলাম। শহরে আগে কোনওদিন দেখিনি। গরুর, ঘোড়ার গাড়ি দেখেছি। জেসিবি গাড়ির যেখান দিয়ে মাটি খোঁড়া হয় সেখানেই বসে আছে বর ৷ নবদম্পতিকে অনেক শুভেচ্ছা ৷