ETV Bharat / entertainment

প্রয়াত পরিচালক অরুণ রায়, বছরের শুরুতেই শোকের ছায়া টলিপাড়ায় - ARUN ROY PASSES AWAY

বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেবের 'বাঘাযতীন' ছবির পরিচালক অরুণ রায় ৷ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি ৷

Arun Roy passes away
বাঘাযতীন ছবির পরিচালক অরুণ রায় প্রয়াত (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 2, 2025, 10:13 AM IST

কলকাতা, 2 জানুয়ারি: প্রয়াত চলচ্চিত্র পরিচালক অরুণ রায় ৷ বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে পাড়ি দেন তিনি । ফুসফুসে সংক্রমণের কারণে কিছুদিন আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপতালে ভর্তি হন পরিচালক । সেখানেই এ দিন সকাল 7টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ রায় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 56 বছর ৷

গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন এই বাংলা ছলির পরিচালক ৷ বুধবার রাতেই পরিচালকের ভালো না থাকার খবর জানিয়েছিলেন কিঞ্জল নন্দ । সকাল হতেই হাসপাতালের তরফে তাঁর চলে যাওয়ার খবর এল ৷

এগারো', 'চোলাই', '8/12-বিনয় বাদল দীনেশ', 'হীরালাল' এবং 'বাঘাযতীন'এর মতো ছবি বানিয়েছেন পরিচালক অরুণ রায় । 'বাঘাযতীন'-এর শুটিং চলাকালীনই তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে । গত বছরের শেষে ফুসফুসে সংক্রমণের কারণে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে । ওই সময় অরুণ রায়কে আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল ।

'খাদান' ব্যস্ততার মাঝে 'বাঘাযতীন' পরিচালককে দেখতে আরজি করে দেব'

হাসপাতাল সূত্রের খবর, সেই সময় তাও জ্ঞান ছিল পরিচালকের । তাঁকে দেখতে হাসপাতালেও ছুটে যান তাঁর ছবির অভিনেতা দেব । এরপর গত কয়েক দিনে অরুণ রায়ের শারীরিক পরিস্থিতি আরও জটিল হয় । তিনি কোমায় চলে যান । ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয় পরিচালককে ৷ চিকিৎসকের কথায়, "দিন যত এগিয়েছে ততই অবস্থা খারাপ হয়েছিল অরুণ রায়ের । ফুসফুসের সংক্রমণ বেড়ে গিয়েছিল আরও । একাধিক অঙ্গ কাজ করছিল না । শেষ মুহূর্তে ভেন্টিলেশনে ছিলেন তিনি ।"

মিষ্টভাষী, স্বপ্লভাষী ও ব্যতিক্রমী ছবির কারিগর অরুণ রায়ের মৃত্যুতে আজ শোকাহত টলিপাড়া । অরুণ রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিচালক বীরসা দাশগুপ্ত ৷ তিনি লিখেছেন, "এটা ঠিক করলে না অরুণ দা ।" পরিচালক শতরূপা বসু বলেন, "তিনি (অরুণ রায়) খুব ভালো চলচ্চিত্র নির্মাতা ছিলেন । তাঁর চলে যাওয়া বাংলা ছবির অপূরণীয় ক্ষতি ৷"

দেবের প্রযোজনা সংস্থার তরফে এদিন অরুণ রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে ৷ দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স সোশাল মিডিয়া পোস্টে লেখে, "শান্তিতে থাকুন, অরুণ দা । আমাদের প্রিয় পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । তিনি ছিলেন একজন কল্পনাপ্রবন চলচ্চিত্র নির্মাতা ৷ ছবির গল্প বলার প্রতি তাঁর আবেগ, সৃজনশীলতা এবং কাজের প্রতি তাঁর জীবন উৎসর্গ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে । তার চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি, যা হৃদয়ে এবং সিনেমা জগতে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল ।"

Arun Roy passes away
পরিচালক অরুণ রায় প্রয়াত (ইটিভি ভারত)

অন্যদিকে চিকিৎসক তথা অভিনেতা কিঞ্জল নন্দ সোশাল মিডিয়ার পোস্ট করে জানিয়েছেন, অরুণ রায়কে আজ দুপুর 1টার সময় তাঁর হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ সেখান থেকে 1টা 30 মিনিট নাগাদ নিয়ে আসা হবে টেকনিশিয়ান স্টুডিওতে ৷

কলকাতা, 2 জানুয়ারি: প্রয়াত চলচ্চিত্র পরিচালক অরুণ রায় ৷ বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে পাড়ি দেন তিনি । ফুসফুসে সংক্রমণের কারণে কিছুদিন আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপতালে ভর্তি হন পরিচালক । সেখানেই এ দিন সকাল 7টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ রায় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 56 বছর ৷

গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন এই বাংলা ছলির পরিচালক ৷ বুধবার রাতেই পরিচালকের ভালো না থাকার খবর জানিয়েছিলেন কিঞ্জল নন্দ । সকাল হতেই হাসপাতালের তরফে তাঁর চলে যাওয়ার খবর এল ৷

এগারো', 'চোলাই', '8/12-বিনয় বাদল দীনেশ', 'হীরালাল' এবং 'বাঘাযতীন'এর মতো ছবি বানিয়েছেন পরিচালক অরুণ রায় । 'বাঘাযতীন'-এর শুটিং চলাকালীনই তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে । গত বছরের শেষে ফুসফুসে সংক্রমণের কারণে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে । ওই সময় অরুণ রায়কে আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল ।

'খাদান' ব্যস্ততার মাঝে 'বাঘাযতীন' পরিচালককে দেখতে আরজি করে দেব'

হাসপাতাল সূত্রের খবর, সেই সময় তাও জ্ঞান ছিল পরিচালকের । তাঁকে দেখতে হাসপাতালেও ছুটে যান তাঁর ছবির অভিনেতা দেব । এরপর গত কয়েক দিনে অরুণ রায়ের শারীরিক পরিস্থিতি আরও জটিল হয় । তিনি কোমায় চলে যান । ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয় পরিচালককে ৷ চিকিৎসকের কথায়, "দিন যত এগিয়েছে ততই অবস্থা খারাপ হয়েছিল অরুণ রায়ের । ফুসফুসের সংক্রমণ বেড়ে গিয়েছিল আরও । একাধিক অঙ্গ কাজ করছিল না । শেষ মুহূর্তে ভেন্টিলেশনে ছিলেন তিনি ।"

মিষ্টভাষী, স্বপ্লভাষী ও ব্যতিক্রমী ছবির কারিগর অরুণ রায়ের মৃত্যুতে আজ শোকাহত টলিপাড়া । অরুণ রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিচালক বীরসা দাশগুপ্ত ৷ তিনি লিখেছেন, "এটা ঠিক করলে না অরুণ দা ।" পরিচালক শতরূপা বসু বলেন, "তিনি (অরুণ রায়) খুব ভালো চলচ্চিত্র নির্মাতা ছিলেন । তাঁর চলে যাওয়া বাংলা ছবির অপূরণীয় ক্ষতি ৷"

দেবের প্রযোজনা সংস্থার তরফে এদিন অরুণ রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে ৷ দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স সোশাল মিডিয়া পোস্টে লেখে, "শান্তিতে থাকুন, অরুণ দা । আমাদের প্রিয় পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । তিনি ছিলেন একজন কল্পনাপ্রবন চলচ্চিত্র নির্মাতা ৷ ছবির গল্প বলার প্রতি তাঁর আবেগ, সৃজনশীলতা এবং কাজের প্রতি তাঁর জীবন উৎসর্গ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে । তার চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি, যা হৃদয়ে এবং সিনেমা জগতে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল ।"

Arun Roy passes away
পরিচালক অরুণ রায় প্রয়াত (ইটিভি ভারত)

অন্যদিকে চিকিৎসক তথা অভিনেতা কিঞ্জল নন্দ সোশাল মিডিয়ার পোস্ট করে জানিয়েছেন, অরুণ রায়কে আজ দুপুর 1টার সময় তাঁর হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ সেখান থেকে 1টা 30 মিনিট নাগাদ নিয়ে আসা হবে টেকনিশিয়ান স্টুডিওতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.