কনেযাত্রীর গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা, মৃত্যু গুলিবিদ্ধ নাবালকের - arrest
কনেযাত্রীর গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা। গুলিবিদ্ধ নাবালক।
কোচবিহার, ১৬ মার্চ : বিয়ে বাড়িতে কনেযাত্রীর গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে চলল গুলি। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক নাবালকের। মৃতের নাম ঋত্বিক বিশ্বাস। ঘটনাটি পুণ্ডিবাড়ি থানার ডাওয়াগুড়ি এলাকার।
ডাওয়াগুড়ির বাসিন্দা বাপ্পা দাসের সঙ্গে উত্তর খাগড়াবাড়ির সুমনা দাসের বিয়ে হয় বুধবার। গতকাল তাদের বউভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে যোগ দিতে আসে সুমনা দাসের বাবারবাড়ির লোকজন। পরে কনেযাত্রীর একটি গাড়ি রাখাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে মেয়ের পরিবারের বচসা বাধে। দু'পক্ষের হাতাহাতিও শুরু হয়। হঠাৎ করে গুলি চালায় এক দুষ্কৃতী। গুলি লাগে ঋত্বিকের শরীরে। গুলিবিদ্ধ অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎকরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে পৌঁছায় পুণ্ডিবাড়ি থানার পুলিশ। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।