কাঁথি, 22 ডিসেম্বর: মন্দারমণিতে তৃণমূল নেতা খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিলেন প্রেমিকা তনুশ্রী মুখোপাধ্যায় ও তাঁর বন্ধু। এই দু'জনকে রবিবার আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল কাঁথি মহকুমা আদালত ৷ পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কারণেই খুন হয়েছেন আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসার ৷
অভিযুক্তদের আইনজীবী ইকবাল হোসেন বলেন, "মৃত তৃণমূল নেতার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ধৃত তনুশ্রী মুখোপাধ্যায়ের । তাঁকে বিয়ে করবে বলে কথাও দেন নেতা ৷ এরপরেও তিনি অন্য়ত্র বিয়ে করে নেন ৷ তাঁর সন্তানও রয়েছে ৷ সেই নিয়ে আবুল ও তনুশ্রীর মধ্যে বিবাদ চলছিল ৷"
শনিবার সকালে মন্দারমণির একটি হোটেল থেকে উদ্ধার হয় 35 বছর বয়সি তৃণমূল নেতা আবুল নাসারের দেহ ৷ তৃণমূল নেতার দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধে । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে মন্দারমণি থানার পুলিশ ৷ পরে শনিবার রাতে মৃতের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ করা হয় মন্দারমণি থানায় । তদন্তে নেমে আবুলের সঙ্গে মন্দারমণিতে ঘুরতে আসা তাঁর প্রেমিকা তনুশ্রী মুখোপাধ্যায় ও বন্ধু আতাউর মণ্ডল গ্রেফতার করে পুলিশ । পুলিশের দাবি, ধৃত দু'জন জেরায় খুনের কথা স্বীকার করে নেয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিনদিন আগে প্রতিবেশী এক যুবক ও প্রেমিকাকে নিয়ে মন্দারমণিতে এসেছিলেন উত্তর 24 পরগনার আমডাঙার বাসিন্দা তৃণমূল নেতা আবুল নাসার । আবুল জমিজমা সংক্রান্ত ব্যবসা করতেন । বাড়ি থেকে মন্দারমণি আসার সময় বলে এসেছিলেন, ব্যবসার বিষয়ে বাইরে যাচ্ছেন। এরপর শনিবার সকালে পুলিশের তরফ থেকে আবুলের মৃত্যুর খবর পায় পরিবার । মৃত যুবকের স্ত্রী আমডাঙার আদাহাটা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বলে জানা গিয়েছে ।
এদিকে, তনুশ্রীর সঙ্গে তৃণমূল নেতার সম্পর্ক নিয়ে পুলিশের সন্দেহ হয়েছিল । তাই মন্দারমণি থানার পুলিশ ওই যুবক ও মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । দীর্ঘ টালবাহানার পর পুলিশি জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন প্রেমিকা তনুশ্রী মুখোপাধ্যায় ৷ তদন্তকারীদের দাবি, খুনের কথা স্বীকার করার পর তাঁদের গ্রেফতার করা হয় । রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷