কলকাতা, 22 ডিসেম্বর: 25 ডিসেম্বর আসার আগেই শহর সেজেছে নানা রঙের আলোয়। ধীরে ধীরে উৎসবমুখর হয়ে উঠছে 'তিলোত্তমা'। বছরের শেষ সপ্তাহ ও ইংরেজি নতুন বছরের শুরু এই সময়কালে একাধিক অনুষ্ঠান হয়ে থাকে দিকে দিকে। বিভিন্ন নাইট ক্লাব, বার, হোটেল, রেস্তোরাঁয় চলে বিশেষ অনুষ্ঠান। পুর-আইন অনুযায়ী, এই সমস্ত অনুষ্ঠান আয়োজকদের দিতে হয় বিনোদন কর। তবে আইন থাকলেও ফাঁকি দেওয়ার প্রবনতা ভয়ঙ্করভাবে লক্ষ্য করা যায়।
এবার কোনও রেস্তোরাঁ বা কোনও নাইট ক্লাব এমন বিনোদন অনুষ্ঠান করছে অথচ কর্পোরেশনের অনুমতি নেয়নি বা বিনোদন কর দেয়নি সেই খোঁজ করতেই নজরদারি চালাবে কলকাতা কর্পোরেশনের বিনোদন কর বিভাগ। আগামিকাল থেকে নিয়মিত রাতে কলকাতাজুড়ে বিভিন্ন নাইট ক্লাব, বার, রেস্তোরাঁ, হোটেলে চলবে এই অভিযান। কেউ যদি অনুমতি ছাড়া বা বিনোদন কর না দিয়ে এই সময় অনুষ্ঠান করে সেক্ষেত্রে মোটা অঙ্কের টাকা জরিমানা বাবদ গুনতে হবে। শুধু বার-রেস্তোরাঁ নয়, মেলা থেকে মিউজিয়াম সবেতেই হানা দেবে কলকাতা কর্পোরেশনের অ্যামিউজমেন্ট বিভাগ বা বিনোদন কর বিভাগ।
জানা গিয়েছে, 23 ডিসেম্বর থেকে এই অভিযান শুরু হয়ে চলবে আগামী বছর 3 জানুয়ারি পর্যন্ত। কলকাতায় চারটি ভাগে ভাগ হয়ে অভিযান চালাবে চারটি দল। এই প্রসঙ্গে কলকাতার কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "এই সময় শহরের নাইট ক্লাব বা রেস্তোরাঁ এবং বারে অনুষ্ঠান হয়। তার জন্য কর্পোরেশনের আইন অনুসারে বিশেষ অনুমতি নিয়ে, বিনোদন করও জমা দিয়ে করতে হয়। বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা গিয়েছে অনুমতি নেওয়া ও বিনোদন কর দেওয়ার প্রবনতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এর ফলে পুরনিগমের রাজস্ব ক্ষতি হচ্ছে। এই ধরনের কর ফাঁকি যারা দিচ্ছে তাদের ধরতেই এই অভিযান।"