কলকাতা, 22 ডিসেম্বর: ‘‘হিন্দিভাষী মানুষদের ভিলেন বানানো হচ্ছে ৷’’ আর তাই দরকারে আবারও হিন্দি মিডিয়ামে বাংলা পড়ানোর দাবি জানালেন অর্জুন সিং । রবিবার ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশনের তরফে ধর্মতলা চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির এই প্রাক্তন সাংসদ ।
কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘সব হিন্দিভাষীদের ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে । অথচ বাংলায় আইএএস, আইপিএস সবটাই হিন্দি ভাষার । আমরা 140 বছর ধরে এই রাজ্যে আছি । কিন্তু আমাদের নামের পাশে সিং, তিওয়ারি বলে আমরা বিহারী, আর সেই কারণেই আমরা বাজে ! দরকারে আবার শুরু করা হোক হিন্দি মিডিয়ামে বাংলা পড়ানো ।’’
বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ও ভাষার ভিত্তিতে বাংলাকে ভাগ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন অর্জুন সিং । পাশাপাশি অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আজ বাংলায় কোনও চাকরি নেই, শিল্প নেই । এখানকার মানুষ অন্য রাজ্যে জীবিকার সন্ধানে চলে যেতে বাধ্য হচ্ছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন এবং সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে ৷’’
এদিন ভাষার অনুষ্ঠানে যোগ দিলেও তিনি সরব হন চিকিৎসকদের অবস্থান প্রসঙ্গে । শুক্রবার থেকে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের চিকিৎসকরা ধর্মতলায় অবস্থানে বসেছেন । সে প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ‘‘আমি চিকিৎসকদের সমর্থন করি । তবে আমার মনে হয় যে সিবিআইয়ের আইওকে অবিলম্বে গ্রেফতার করা উচিত । কার জন্য তিনি 90 দিনের মধ্যে চার্জশিট জমা করতে পারলেন না তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত । সুপ্রিম কোর্টেও এই বিষয়ে চিকিৎসকদের অবশ্যই বলা উচিত বলে আমার মনে হয় ।’’