ETV Bharat / lifestyle

শীতকালে এইভাবে মেকআপ করলে ত্বক থাকবে উজ্জ্বল, টিপস দিলেন মেকআপ আর্টিস্ট - WINTER MAKE UP TIPS

শীতকালে মেকআপ করলে ত্বককে শুষ্ক করে তোলে ৷ ৷ এই মরশুমেও মেকআপ কীভাবে ঠিক রাখবেন টিপস দিলেন মেকআপ আর্টিস্ট মৌসুমি মুখোপাধ্যায় ৷

Lifestyle
শীতকালে এইভাবে মেকআপ করুন (Freepik)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 22, 2025, 11:13 AM IST

বিয়েবাড়ি, পার্টি, পিকনিক একটার পর একটা অনুষ্ঠান শীতকালেই যেনো বেশি থাকে । এই ঋতুর ফ্যাশন সারা বছরের থেকে একদম আলাদা হয় । এই ঠান্ডার মরশুমে ফ্যাশন যেমন আলাদা হয় ঠিক তেমনি মেকআপের ধরণও আলাদা ৷ বিশেষ বিষয় শীতকালে ঘাম কম হয়, তাই মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী থাকে । নষ্ট হয় না । এরজন্য সমস্যাও আছে ৷ ত্বক ড্রাই হয়ে থাকে শীতকালে ৷ শুষ্ক ত্বকের উপর ফাউন্ডেশন ব্লেন্ড করা এবং উজ্জ্বল মেকআপ করাটা চ্যালেঞ্জের । এই মরশুমেও সুন্দরভাবে মেকআপ করবেন কীভাবে টিপস দিলেন মেকআপ আর্টিস্ট মৌসুমি মুখোপাধ্যায় ৷

তিনি বলেন, "যেহেতু শীতকালে ত্বক ড্রাই হয়ে যায় তাই সবসময় যেকোনও মেকআপের ক্ষেত্রে স্কিন প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই সবার আগে প্রয়োজন স্কিন হাইড্রেট করা ৷ তাই প্রথমে মুখ ক্লিন করে হাইড্রেট একটা স্প্রে ব্যবহার করা হয় ৷ যা ত্বককে জেল্লাদার করে ও অনেকক্ষণ মেকআপ বজায় থাকে ৷ যাঁদের ত্বক খুবই ড্রাই সেক্ষেত্রে একটা ফেস অয়েল ব্যবহার করা যেতে পারে ৷ তারপর একটা ডিপ মশ্চচারাইজার ব্যবহার করা হয় ৷ এরপর প্রাইমার দেওয়া প্রয়োজন যাতে ত্বক হাইড্রেট থাকবে ৷ এরপর মেকআপ শুরু করা হয় ৷"

তিনি জানান, তবে যদি সকালের মেকআপ হয় তাহলে অবশ্যই ময়েশ্চারাইজ়ারের পর সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন । সেক্ষেত্রে রাতের জন্য মেকআপ করলে সানস্ক্রিন ব্যবহারের দরকার নেই । আলাদা করে শীতকাল বা গ্রীষ্মকালের ফাউন্ডেশন ব্যবহার হয় না ৷ ত্বকের ধরণ অনুযায়ী এটি ব্যবহার করা হয় ৷ স্কিনের বেসের উপর কাজ করতে হবে ৷ শীতকালে যেহেতু ড্রাই বেশি সেইভাবেই কাজটাকে শেষ করা প্রয়োজন ৷ এরপর কনসিলার ব্যবহার করা হয় ৷ এছাড়াও শীতকালে যদি মনে হয় মেকআপ করতে করতে ত্বক শুষ্ক দেখাচ্ছে অবশ্যই একটা মশ্চরাইজার স্প্রে ব্যবহার করা হয় ৷ তবে এটি আগে বা যে কোনও সময় দেওয়া যেতে পারে ৷ এরপর পাউডার ব্যবহার করা হয় ৷ গ্রীষ্মকালে পাউডার একটু বেশি দেওয়া হয় ও শীতকালে কম দেওয়া হয় ৷ এটি অনেক ক্ষেত্রে শুষ্কতা থেকে রক্ষা করে ৷ সবশেষে সেটিং স্প্রে ব্যবহার করলেই মেকআপ রেডি ৷

বিয়েবাড়ি, পার্টি, পিকনিক একটার পর একটা অনুষ্ঠান শীতকালেই যেনো বেশি থাকে । এই ঋতুর ফ্যাশন সারা বছরের থেকে একদম আলাদা হয় । এই ঠান্ডার মরশুমে ফ্যাশন যেমন আলাদা হয় ঠিক তেমনি মেকআপের ধরণও আলাদা ৷ বিশেষ বিষয় শীতকালে ঘাম কম হয়, তাই মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী থাকে । নষ্ট হয় না । এরজন্য সমস্যাও আছে ৷ ত্বক ড্রাই হয়ে থাকে শীতকালে ৷ শুষ্ক ত্বকের উপর ফাউন্ডেশন ব্লেন্ড করা এবং উজ্জ্বল মেকআপ করাটা চ্যালেঞ্জের । এই মরশুমেও সুন্দরভাবে মেকআপ করবেন কীভাবে টিপস দিলেন মেকআপ আর্টিস্ট মৌসুমি মুখোপাধ্যায় ৷

তিনি বলেন, "যেহেতু শীতকালে ত্বক ড্রাই হয়ে যায় তাই সবসময় যেকোনও মেকআপের ক্ষেত্রে স্কিন প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই সবার আগে প্রয়োজন স্কিন হাইড্রেট করা ৷ তাই প্রথমে মুখ ক্লিন করে হাইড্রেট একটা স্প্রে ব্যবহার করা হয় ৷ যা ত্বককে জেল্লাদার করে ও অনেকক্ষণ মেকআপ বজায় থাকে ৷ যাঁদের ত্বক খুবই ড্রাই সেক্ষেত্রে একটা ফেস অয়েল ব্যবহার করা যেতে পারে ৷ তারপর একটা ডিপ মশ্চচারাইজার ব্যবহার করা হয় ৷ এরপর প্রাইমার দেওয়া প্রয়োজন যাতে ত্বক হাইড্রেট থাকবে ৷ এরপর মেকআপ শুরু করা হয় ৷"

তিনি জানান, তবে যদি সকালের মেকআপ হয় তাহলে অবশ্যই ময়েশ্চারাইজ়ারের পর সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন । সেক্ষেত্রে রাতের জন্য মেকআপ করলে সানস্ক্রিন ব্যবহারের দরকার নেই । আলাদা করে শীতকাল বা গ্রীষ্মকালের ফাউন্ডেশন ব্যবহার হয় না ৷ ত্বকের ধরণ অনুযায়ী এটি ব্যবহার করা হয় ৷ স্কিনের বেসের উপর কাজ করতে হবে ৷ শীতকালে যেহেতু ড্রাই বেশি সেইভাবেই কাজটাকে শেষ করা প্রয়োজন ৷ এরপর কনসিলার ব্যবহার করা হয় ৷ এছাড়াও শীতকালে যদি মনে হয় মেকআপ করতে করতে ত্বক শুষ্ক দেখাচ্ছে অবশ্যই একটা মশ্চরাইজার স্প্রে ব্যবহার করা হয় ৷ তবে এটি আগে বা যে কোনও সময় দেওয়া যেতে পারে ৷ এরপর পাউডার ব্যবহার করা হয় ৷ গ্রীষ্মকালে পাউডার একটু বেশি দেওয়া হয় ও শীতকালে কম দেওয়া হয় ৷ এটি অনেক ক্ষেত্রে শুষ্কতা থেকে রক্ষা করে ৷ সবশেষে সেটিং স্প্রে ব্যবহার করলেই মেকআপ রেডি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.