পশ্চিমবঙ্গ

west bengal

চিকিৎসক-তৃণমূলের কাউন্সিলরের প্রেসক্রিপশনে লেখা, 'জাস্টিস ফর আরজি কর' - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 10:49 PM IST

চিকিৎসক-তৃণমূলের কাউন্সিলর (ইটিভি ভারত)

পথ দেখিয়েছিলেন রায়গঞ্জের চিকিৎসক। এবার সেই পথে হেঁটে প্রেসক্রিপশনে আরজি করের বিচার চেয়ে স্ট‍্যাম্প দিচ্ছেন বারাসতের চিকিৎসক তথা তৃণমূলের কাউন্সিলর। সুমিত সাহা নামে ওই দন্ত চিকিৎসক নিজের চেম্বারে বসেই রোগী দেখার পাশাপাশি 'বিচার চাই' স্ট্যাম্প দিচ্ছেন ওষুধের প্রেসক্রিপশনে। 

ওই প্রেসক্রিপশনে লেখা, "এক ধ্বনি, এক স্বর। জাস্টিস ফর আরজি কর।" আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এই অভিনব প্রতিবাদ রায়গঞ্জের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে অন্য জেলাতেও। বারাসতের তৃণমূলের চিকিৎসক-কাউন্সিলরের মতো প্রতিবাদের এই মাধ্যম বেছে নিয়েছেন রামপুরহাটের এক চিকিৎসকও। 

আরজি কর-কাণ্ডে শুক্রবারই প্রকাশ্যে এসেছিল রায়গঞ্জের চিকিৎসক দেবব্রত রায়ের প্রেসক্রিপশনের একটি ছবি। সেই প্রেসক্রিপশনে লাল রংয়ের স্ট্যাম্পে গোল করে লেখা, "আরজি করের বিচার চাই। অপরাধ চক্রের বিনাশ চাই।" মাঝখানে ইংরাজিতে লেখা, "উই ওয়ান্ট জাস্টিস।" সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। শনিবার সেই প্রতিবাদের ভাষাই যেন ফুটে উঠল চিকিৎসক তথা তৃণমূলের কাউন্সিলর সুমিত সাহার প্রেসক্রিপশনে। বারাসতের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দন্ত চিকিৎসক সুমিতও একই স্ট্যাম্প ব্যবহার করছেন নিজের ওষুধ ও পরামর্শ লেখার প্রেসক্রিপশনে ৷

ABOUT THE AUTHOR

...view details