ETV Bharat / sports

গলে জল বৈরিতা, গুরু গম্ভীরের সঙ্গে শিষ্য কোহলির খোশগল্পে মজল নেটপাড়া; দেখুন ভিডিয়ো - Gambhir Chats With Kohli

author img

By ETV Bharat Sports Team

Published : 24 hours ago

KOHLI TAKES GAMBHIR'S INTERVIEW: নয়া কোচ গৌতম গম্ভীরের সাক্ষাৎকার নিলেন বিরাট কোহলি ৷ একসময় ঝামোলায় জড়ানো ভারতীয় ক্রিকেটের দুই মহারথীর আলোচনায় উঠে এলে একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধার গল্প ৷ যা উপভোগ করলেন অনুরাগীরা ৷

KOHLI TAKES GAMBHIR'S INTERVIEW
গম্ভীর কোহলির খোশগল্পে মজল নেটপাড়া (IANS Photo)

চেন্নাই, 18 সেপ্টেম্বর: গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি ৷ দু'জনে ক্রিকেটার হিসেবে বাইশ গজে যতটা বর্ণময়, ঠিক ততটাই বর্ণময় দু'জনের সম্পর্কের সমীকরণ ৷ বলা ভালো ভারতীয় ক্রিকেটের দুই তারকা ব্যাটারের বৈরিতার সম্পর্ক নিয়ে বিগত বছরগুলোতে মুচমুচে খবর পরিবেশন হয়েছিল ৷ তার কারণও ছিল ৷ মাঠেই ঝামেলায় জড়িয়ে শিরোনামে এসেছিলেন দু'জনে ৷ তবে গম্ভীর জাতীয় দলের কোচ হয়ে আসার পর বৈরিতা যে ঘুচবে, সেটা জানাই ছিল ৷ কিন্তু বুধবার গুরু-শিষ্যের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো পোস্ট করা হয় বোর্ডের তরফে ৷ সেখানে শত্রুতা-আগ্রাসন গলে জল ৷ একে অপরের মুক্তকণ্ঠে প্রশংসায় মাতলেন গম্ভীর এবং কোহলি ৷

বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে একান্ত আলাপচারিতায় গম্ভীর-কোহলি দু'জনেই টেস্ট ম্য়াচের প্রতি তাঁদের ভালোবাসার কথা জানালেন ৷ লাল বলের ক্রিকেটে একে অপরের সেরা ইনিংসের কথা সামনে আনলেন ৷ যদিও আলাপচারিতার শুরুটা হয়েছিল 2011 বিশ্বকাপ ফাইনালে সূত্র ধরে ৷ এরপর 2014-15 মরশুমে অজিভূমে কোহলির দুর্ধর্ষ ব্যাটিংয়ের প্রশংসা করেন গম্ভীর ৷ যেখানে আট ইনিংসে 692 রান করেছিলেন 'দ্য রানমেশিন' ৷

এরপর ঘটনাক্রমে চলে আসে নেপিয়ারে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে গম্ভীরের আইকনিক 137 রানের ইনিংস ৷ আড়াই দিন ধরে তাঁর সেই ইনিংস নিয়ে 2011 বিশ্বাকাপ ফাইনালের নায়ক বলেন, "আমার মনে হয় না আড়াই দিন ধরে আমি আর কখনও ব্যাট করতে পারব বলে ৷" নেপিয়ারে ওই ইনিংস চলাকালীন যে মানসিক অবস্থায় তিনি ছিলেন, জীবনে আর কখনও হয়তো সেই মানসিক স্থিতিতে তিনি আসতে পারবেন না বলে জানান ভারতের নয়া কোচ ৷ তিনি আরও জানা, হনুমান চল্লিশা পাঠ করেই তাঁর সেই মানসিক স্থিতি এসেছিল ৷

পালটা অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্যের পিছনে কোহলির 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করার বিষয়টি সামনে আসে ৷ দু'জনের আলোচনায় বর্তমান ভারতীয় দল নিয়েও আলোচনা হয় ৷ ভারতের বোলিং আক্রমণের প্রশংসা শোনা যায় গম্ভীরের গলায় ৷ তবে ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে দিনে 20 ওভার বল করার মত জোরে বোলার উঠে আসবে কি না, তা নিয়ে সন্দিহান গম্ভীর ৷ যদিও দিনের শেষে পুরোটা আশার উপরেই ছাড়েন ভারতীয় কোচ ৷

চেন্নাই, 18 সেপ্টেম্বর: গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি ৷ দু'জনে ক্রিকেটার হিসেবে বাইশ গজে যতটা বর্ণময়, ঠিক ততটাই বর্ণময় দু'জনের সম্পর্কের সমীকরণ ৷ বলা ভালো ভারতীয় ক্রিকেটের দুই তারকা ব্যাটারের বৈরিতার সম্পর্ক নিয়ে বিগত বছরগুলোতে মুচমুচে খবর পরিবেশন হয়েছিল ৷ তার কারণও ছিল ৷ মাঠেই ঝামেলায় জড়িয়ে শিরোনামে এসেছিলেন দু'জনে ৷ তবে গম্ভীর জাতীয় দলের কোচ হয়ে আসার পর বৈরিতা যে ঘুচবে, সেটা জানাই ছিল ৷ কিন্তু বুধবার গুরু-শিষ্যের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো পোস্ট করা হয় বোর্ডের তরফে ৷ সেখানে শত্রুতা-আগ্রাসন গলে জল ৷ একে অপরের মুক্তকণ্ঠে প্রশংসায় মাতলেন গম্ভীর এবং কোহলি ৷

বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে একান্ত আলাপচারিতায় গম্ভীর-কোহলি দু'জনেই টেস্ট ম্য়াচের প্রতি তাঁদের ভালোবাসার কথা জানালেন ৷ লাল বলের ক্রিকেটে একে অপরের সেরা ইনিংসের কথা সামনে আনলেন ৷ যদিও আলাপচারিতার শুরুটা হয়েছিল 2011 বিশ্বকাপ ফাইনালে সূত্র ধরে ৷ এরপর 2014-15 মরশুমে অজিভূমে কোহলির দুর্ধর্ষ ব্যাটিংয়ের প্রশংসা করেন গম্ভীর ৷ যেখানে আট ইনিংসে 692 রান করেছিলেন 'দ্য রানমেশিন' ৷

এরপর ঘটনাক্রমে চলে আসে নেপিয়ারে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে গম্ভীরের আইকনিক 137 রানের ইনিংস ৷ আড়াই দিন ধরে তাঁর সেই ইনিংস নিয়ে 2011 বিশ্বাকাপ ফাইনালের নায়ক বলেন, "আমার মনে হয় না আড়াই দিন ধরে আমি আর কখনও ব্যাট করতে পারব বলে ৷" নেপিয়ারে ওই ইনিংস চলাকালীন যে মানসিক অবস্থায় তিনি ছিলেন, জীবনে আর কখনও হয়তো সেই মানসিক স্থিতিতে তিনি আসতে পারবেন না বলে জানান ভারতের নয়া কোচ ৷ তিনি আরও জানা, হনুমান চল্লিশা পাঠ করেই তাঁর সেই মানসিক স্থিতি এসেছিল ৷

পালটা অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্যের পিছনে কোহলির 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করার বিষয়টি সামনে আসে ৷ দু'জনের আলোচনায় বর্তমান ভারতীয় দল নিয়েও আলোচনা হয় ৷ ভারতের বোলিং আক্রমণের প্রশংসা শোনা যায় গম্ভীরের গলায় ৷ তবে ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে দিনে 20 ওভার বল করার মত জোরে বোলার উঠে আসবে কি না, তা নিয়ে সন্দিহান গম্ভীর ৷ যদিও দিনের শেষে পুরোটা আশার উপরেই ছাড়েন ভারতীয় কোচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.