কলকাতা, 22 ডিসেম্বর: তিনি এলেন, দেখলেন, মন জয় করলেন । তিনি মানে বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক সোনু সুদ । মহানগরীর বুকে তার আসন্ন ফিল্ম 'ফতেহ'-এর প্রচার সারলেন তিনি ৷ হাওড়া ব্রিজের নীচে ভক্তদের সঙ্গে সেলফি, বাসে ও হলুদ ট্যাক্সিতে চড়ে শহর ঘোরা কোনও কিছুই বাদ গেল না তাঁর ঝটিকা সফরে ৷ কলকাতার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টলিউডের তারকাদের হাতে তুলে দিলেন পুরস্কারও ৷
একটি সংস্থার ডাকে অতিথি হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন সোনু সুদ ৷ কলকাতায় ঝটিকা সফরে এসেছিলেন তিনি । সেই সংস্থার ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করণের প্রচ্ছদেও রয়েছেন সোনু । পুরস্কার বিতরণ ছাড়াও এদিন নিজের আসন্ন ছবি 'ফতেহ'-এর প্রচার সারেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা ।
মুখের আদলে অমিতাভ বচ্চনের সঙ্গে পুরোদস্তুর মিল রয়েছে সোনু সুদের ৷ তাই ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তাঁকে দেখে চমকে ওঠেননি এমন মানুষ কমই আছেন । কলকাতায় এসে সকলের সঙ্গে একেবারে পরিচিত মানুষের মতো মিশে যান তিনি । এদিন শহরের আনাচে কানাচে ছবির প্রচার চালানোর ছবি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন সোনু ৷ ক্যাপশনে লেখেন, "এবার কলকাতার হৃদয়ে ফতেহ"৷ উল্লেখ্য, দিনকয়েক আগেই কনসার্ট করতে কলকাতায় এসে হলুদ ট্যাক্সিতে চেপে সফর করতে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জকে ৷
রবিবার সোনু সুদ পুরস্কার তুলে দেন অঙ্কুশ হাজরা, তৃণা সাহা, ঐন্দ্রিলা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ গঙ্গোপাধ্যায়, এনা সাহা, সন্দীপ্তা সেন, ঋতাভরী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, আরজে প্রবীণ, রাজেশ শর্মার হাতে ৷ প্রসঙ্গত, 2025 সালের জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে সোনু সুদ পরিচালিত এবং অভিনীত হিন্দি ছবি 'ফতেহ'। এটি একটি অ্যাকশন থ্রিলার । ছবিতে সোনু সুদ ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, বিজয় রাজ, নাসিরুদ্দিন শাহ এবং দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ । ছবিতে নাম ভূমিকাতেও রয়েছেন সোনু ৷ ফতেহ এমন একজন মানুষ যে দেশব্যাপী প্রতারণার জাল উন্মোচন করে এবং ন্যায়বিচারের জন্য লড়াই করে ।
উল্লেখ্য, করোনাকালে সর্বহারা মানুষদের কাছে 'মসিহা' হয়ে উঠেছিলেন অভিনেতা সোনু সুদ । অভিনয় দক্ষতায় সকলের মন কাড়লেও তাঁর নরম হৃদয় আরও বেশি করে তাঁকে মানুষের কাছাকাছি নিয়ে গিয়েছে । এদিন তাঁকে ঘিরে উৎসাহ ধরা পড়ে টলিউডের কুশীলব ও শহরবাসীর চোখে মুখে ৷