ETV Bharat / state

মেয়র-কাউন্সিলররা কি গাঁজা খেয়ে ঘুমোন? হেলা বাড়ি প্রসঙ্গে ফিরহাদকে তোপ বিকাশের - BIKASH RANJAN SLAMS FIRHAD HAKIM

কলকাতায় একের পর এক বাড়ি হেলে পড়ায় বাম জমানাকে দুষেছেন বর্তমান মেয়র ফিরহাদ ৷ সেই প্রসঙ্গে তাঁকে একহাত নিলেন বাম আমলের মেয়র বিকাশরঞ্জন ৷

Bikash Ranjan Slams Firhad hakim
বাড়ি হেলে পড়া নিয়ে ফিরহাদকে কটাক্ষ বিকাশরঞ্জনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2025, 7:46 AM IST

Updated : Jan 26, 2025, 1:57 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: হেলা বাড়ি নিয়ে যখন তোলপাড় রাজনীতি, তখন মেয়র ফিরহাদ হাকিম কাঠগড়ায় তুলেছেন বাম জমানাকে । প্রসঙ্গ বোঝাতে গিয়ে কমল বসু থেকে প্রশান্ত চট্টোপাধ্যায়ের আমলে শহরে বহুতল বিপর্যয়ে প্রাণহানির তথ্য তুলে ধরেছেন তিনি । সেই প্রসঙ্গ টেনেই কলকাতার বাম বোর্ডের প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য কটাক্ষ করলেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকে ।

হেলা বাড়ি নিয়ে কাউন্সিলরদের ক্লিনচিট শুধু নয় বরং বাম আমলের কথা টেনে নিজেকেও দায় মুক্ত রাখার চেষ্টা করেছেন ফিরহাদ হাকিম । এই বিপর্যয় তাঁর আমলে নতুন নয়, এটা বোঝাতেই তিনি তুলে ধরেন বামেদের সময়ের তথ্য । তাঁকে এবার পাল্টা দিলেন বিকাশরঞ্জন ৷

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য (ইটিভি ভারত)

ফিরহাদের কাঠগড়ায় বাম জমানার হেলা বাড়ি :

"আমার সময়ে নতুন নয় ৷ প্রাক্তন বাম আমলের একাধিক মেয়রের সময়েই বেআইনি বাড়ি তৈরি হয়েছে ও তা বিপর্যয়ের মুখে পড়েছে ৷ কমল বসুর আমলে কোলিন লেনে বাড়ি বিপর্যয় হয় । মৃত্যু হয়েছিল 25 জনের । শিবালিক অ্যাপার্টমেন্টে 14 জন, কুণ্ডলীয়ায় 4 জন । প্রশান্ত চট্টোপাধ্যায়ের সময় বাঙুর কমপ্লেক্স বিপর্যয়ে 13 জনের প্রাণ যায় ।"

হেলা বাড়ি নিয়ে ফিরহাদকে পালটা বিঁধে বিকাশরঞ্জনের বক্তব্য :

"দেশ যখন স্বাধীন হয় তখন নেতারা বলেছিলেন, আর ব্রিটিশের ঘাড়ে দোষ চাপানো যাবে না । আমাদের এখন এগিয়ে যেতে হবে, দেশ গড়তে হবে । বিজেপি-তৃণমূল নিজেদের ব্যর্থতা ঢাকতে আগের বাম জমানাকে হাতিয়ার করেন । আগের আমলে কোনও ত্রুটি হলে সেটা কোনও অজুহাত হতে পারে না এই সময় অপকর্ম করার । আগের জমানার ত্রুটি বলেই ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন । নিজেরা জিতে আগের জামানার কথা বলার কোনও যুক্তি নেই । এটা চূড়ান্ত দুর্নীতিবাজ অপদার্থের প্রকাশ । বাম আমলে কত ভালো কাজ হয়েছে সেগুলো করতে পারছ না কেন ? বিনামূল্যে শিক্ষায় বাম জমানা এগিয়ে ছিল । তোমরা আজ স্কুল বন্ধ করে দিচ্ছ । কাউন্সিলরদের কাটমানি নেওয়া বন্ধ করতে পারবে না । অযোগ্য প্রশাসক । দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে এদের দিয়ে চলছে । কর্পোরেশনের প্রশাসনিক কাঠামো কারও নজর এড়িয়ে বেআইনি বাড়ি ওঠা অসম্ভব । দু-একটা বাড়ি পারলেও বহুতল নজর এড়িয়ে উঠতে পারে না । কলকাতা কর্পোরেশন মেয়র ও কাউন্সিলররা কি গাঁজা খেয়ে ঘুমান ? প্রতি ক্ষেত্রে খোঁজ নিলে জানতে পারবেন, কত টাকা নেয় । মেয়র কর্পোরেশন ধ্বংস করতে চাইছে । ইঞ্জিনিয়াররা এবার বিদ্রোহ করবে । তাঁরা পরিদর্শনে গেলে কাউন্সিলর আটকে বলেন, বুঝে নেব আমরা ৷"

কলকাতা, 26 জানুয়ারি: হেলা বাড়ি নিয়ে যখন তোলপাড় রাজনীতি, তখন মেয়র ফিরহাদ হাকিম কাঠগড়ায় তুলেছেন বাম জমানাকে । প্রসঙ্গ বোঝাতে গিয়ে কমল বসু থেকে প্রশান্ত চট্টোপাধ্যায়ের আমলে শহরে বহুতল বিপর্যয়ে প্রাণহানির তথ্য তুলে ধরেছেন তিনি । সেই প্রসঙ্গ টেনেই কলকাতার বাম বোর্ডের প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য কটাক্ষ করলেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকে ।

হেলা বাড়ি নিয়ে কাউন্সিলরদের ক্লিনচিট শুধু নয় বরং বাম আমলের কথা টেনে নিজেকেও দায় মুক্ত রাখার চেষ্টা করেছেন ফিরহাদ হাকিম । এই বিপর্যয় তাঁর আমলে নতুন নয়, এটা বোঝাতেই তিনি তুলে ধরেন বামেদের সময়ের তথ্য । তাঁকে এবার পাল্টা দিলেন বিকাশরঞ্জন ৷

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য (ইটিভি ভারত)

ফিরহাদের কাঠগড়ায় বাম জমানার হেলা বাড়ি :

"আমার সময়ে নতুন নয় ৷ প্রাক্তন বাম আমলের একাধিক মেয়রের সময়েই বেআইনি বাড়ি তৈরি হয়েছে ও তা বিপর্যয়ের মুখে পড়েছে ৷ কমল বসুর আমলে কোলিন লেনে বাড়ি বিপর্যয় হয় । মৃত্যু হয়েছিল 25 জনের । শিবালিক অ্যাপার্টমেন্টে 14 জন, কুণ্ডলীয়ায় 4 জন । প্রশান্ত চট্টোপাধ্যায়ের সময় বাঙুর কমপ্লেক্স বিপর্যয়ে 13 জনের প্রাণ যায় ।"

হেলা বাড়ি নিয়ে ফিরহাদকে পালটা বিঁধে বিকাশরঞ্জনের বক্তব্য :

"দেশ যখন স্বাধীন হয় তখন নেতারা বলেছিলেন, আর ব্রিটিশের ঘাড়ে দোষ চাপানো যাবে না । আমাদের এখন এগিয়ে যেতে হবে, দেশ গড়তে হবে । বিজেপি-তৃণমূল নিজেদের ব্যর্থতা ঢাকতে আগের বাম জমানাকে হাতিয়ার করেন । আগের আমলে কোনও ত্রুটি হলে সেটা কোনও অজুহাত হতে পারে না এই সময় অপকর্ম করার । আগের জমানার ত্রুটি বলেই ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন । নিজেরা জিতে আগের জামানার কথা বলার কোনও যুক্তি নেই । এটা চূড়ান্ত দুর্নীতিবাজ অপদার্থের প্রকাশ । বাম আমলে কত ভালো কাজ হয়েছে সেগুলো করতে পারছ না কেন ? বিনামূল্যে শিক্ষায় বাম জমানা এগিয়ে ছিল । তোমরা আজ স্কুল বন্ধ করে দিচ্ছ । কাউন্সিলরদের কাটমানি নেওয়া বন্ধ করতে পারবে না । অযোগ্য প্রশাসক । দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে এদের দিয়ে চলছে । কর্পোরেশনের প্রশাসনিক কাঠামো কারও নজর এড়িয়ে বেআইনি বাড়ি ওঠা অসম্ভব । দু-একটা বাড়ি পারলেও বহুতল নজর এড়িয়ে উঠতে পারে না । কলকাতা কর্পোরেশন মেয়র ও কাউন্সিলররা কি গাঁজা খেয়ে ঘুমান ? প্রতি ক্ষেত্রে খোঁজ নিলে জানতে পারবেন, কত টাকা নেয় । মেয়র কর্পোরেশন ধ্বংস করতে চাইছে । ইঞ্জিনিয়াররা এবার বিদ্রোহ করবে । তাঁরা পরিদর্শনে গেলে কাউন্সিলর আটকে বলেন, বুঝে নেব আমরা ৷"

Last Updated : Jan 26, 2025, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.