দার্জিলিং, 4 ফেব্রুয়ারি: পাহাড়ি উচ্চতায় ভারতীয় সেনার বাঙ্কার তৈরি করতে ব্যবহার করা হবে বাঁশ থেকে তৈরি ইপক্সি ৷ সাধারণ নির্মাণকাজে যে 'ইপক্সি' (একটি আঠালো বস্তু) ব্যবহার করা হয়, তারই বিকল্প হিসেবে বাঁশ থেকে তৈরি ইপক্সিকে পাহাড়ের বাঙ্কার বানাতে কাজে লাগানো হবে ৷ সেই লক্ষ্যে এবার মউ স্বাক্ষর করল ভারতীয় সেনার গজরাজ কর্পস ও আইআইটি গুয়াহাটি ৷ মঙ্গলবার ওই মউ স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ভারতীয় সেনার রেড হর্নস ডিভিশনের মেজর জেনারেল রোহিন বাওয়া এবং আইআইটি গুয়াহাটির ডিরেক্টর অধ্যাপক দেবেন্দ্র জালিহাল ৷
ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের অধীন উত্তরবঙ্গের পাহাড় ও সিকিম থেকে অসম পর্যন্ত এলাকা । পাহাড়ি এই দুর্গম উপত্যকাতেই ওই বাঁশ থেকে তৈরি 'ইপক্সি' দিয়ে বাঙ্কার নির্মাণের উদ্যোগ নিয়েছে সেনা । বিশেষ করে সিকিমের কাছে ভারত-চিন সীমান্ত থাকায় এই ধরনের বাঙ্কার অনেকটাই সুবিধাজনক হবে বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা।
উল্লেখ্য, এই 'ইপক্সি' একটি আঠালো পদার্থ ৷ এটি মূলত নির্মাণ কাজে ব্যবহার করা হয় ৷ তবে, এক্ষেত্রে পাহাড়ি এলাকায় ও বরফের মধ্যে বাঙ্কার তৈরি করতে যে ইপক্সি ব্যবহার করা হচ্ছে, সেটি আরও উন্নত ও পোক্ত ৷ যা কি না তৈরি করা হচ্ছে বাঁশ থেকে ৷
মূলত পাহাড়ের অধিক উচ্চতায় বা বরফের উপর নিত্য-নৈমিত্তিক নির্মাণ সামগ্রী দিয়ে বাঙ্কার বানানো অনেকটাই ঝুঁকির ও খরচ সাপেক্ষ ৷ এমনকি সেইসব দুর্গম জায়গায় নির্মাণ সামগ্রী পৌঁছে দিতে ব্যাপক সমস্যায় পড়তে হয় সেনা জওয়ানদের ৷ সেই কারণে বহুদিন ধরেই নির্মাণ সামগ্রীর বিকল্প কোনও ব্যবস্থা গ্রহণ করা যায় কি না, সেই বিষয়ে জোর দিচ্ছিলেন সেনা আধিকারিকরা ৷
আর সেই লক্ষ্যেই এবার একধাপ এগলো ভারতীয় সেনা ৷ এই মউ স্বাক্ষরের ফলে আগামী দিনে সরকারের রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইনস্টিটিউশন এবং সেনার শিক্ষা প্রতিষ্ঠানগুলি যৌথভাবে প্রযুক্তিগত উন্নয়নে কাজ করবে ৷
জানা গিয়েছে, এই 'ইপক্সি', সাধারণ নির্মাণ সামগ্রীর মতোই উচ্চক্ষমতা সম্পন্ন, মজবুত এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম ৷ বাঁশ থেকে তৈরি সেই নির্মাণ সামগ্রীর একটি নমুনাও মউ স্বাক্ষরের সময় সেনা আধিকারিকদের সামনে তুলে ধরা হয় বিশেষজ্ঞদের তরফে ৷
এই বিষয়ে ভারতীয় সেনার মেজর জেনারেল রোহিন বাওয়া বলেন, "এই মউ স্বাক্ষর সীমান্তে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে তৈরি হওয়া সমস্যাগুলির সমাধানে সাহায্য করবে ৷ মউ স্বাক্ষরের ফলে শিক্ষা, শিল্প, গবেষণা এবং স্টার্ট-আপের ক্ষেত্রে সহযোগিতা করবে ৷ বলা যেতে পারে 'আত্মনির্ভর ভারতে'র দিকে এগোতে, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷"
মিলবে বন্যা পরিস্থিতির আগাম সতর্কবার্তা, ভারতীয় সেনার আবিষ্কারে বাজিমাত