ETV Bharat / bharat

ভারত তার সিদ্ধান্তে অন্যদের প্রভাব খাটাতে দেবে না, কড়া বার্তা জয়শঙ্করের - EAM S JAISHANKAR

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত তার পছন্দের উপর অন্যদের কোনও রকম চাপ সৃষ্টি করতে দেবে না ৷ দেশ চাপমুক্ত ভাবে তার জাতীয় স্বার্থে কাজ করবে।

EAM S Jaishankar
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (ছবি: পিটিআই)
author img

By PTI

Published : Dec 22, 2024, 10:27 AM IST

মুম্বই, 22 ডিসেম্বর: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত কখনওই অন্যদের তার সিদ্ধান্তে 'VETO' (কোনও সিদ্ধান্ত বা প্রস্তাব প্রত্যাখ্যান করার আইনি অধিকার) দেওয়ার অনুমতি দেবে না ৷ জাতীয় স্বার্থে এবং বিশ্বের কল্যাণের জন্য যা সঠিক, দেশ তা-ই করবে। যখন ভারত বিশ্ব চেতনায় আরও গভীরভাবে একাত্ব হয়ে যায়, তখন ফলাফল সত্যিই অসাধারণ হয় ৷ মুম্বইতে একটি অনুষ্ঠানের ভিডিয়ো বার্তায় এ কথা বলেছেন বিদেশমন্ত্রী।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC/United Nations Security Council) । বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের এই VETO ক্ষমতা রয়েছে। এই পাঁচটি দেশের যে কোনও একটি দেশ যদি কোনও সিদ্ধান্ত কার্যকর করতে বাধা দিতে চায়, তাহলে ভেটো ক্ষমতা প্রয়োগ করে সেই সিদ্ধান্ত নাকোচ করে দিতে পারে।

এই বিডিয়ো বার্তায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে জানিয়ে দেন, ভারত তার পছন্দের উপর অন্যদের কখনওই কোনও রকম চাপ সৃষ্টি করতে দেবে না ৷ ভারত তার জাতীয় স্বার্থে চাপমুক্ত ভাবে কাজ করবে। তিনি জানান, ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। দেশ বর্তমানে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে। তবে কিছু পুরনো সমস্যা এখনও রয়ে গিয়েছে, যেগুলির সমাধান করা প্রয়োজন।

তিনি দাবি করেন, অস্বাস্থ্যকর অভ্যাস, জীবনযাত্রার চাপ বা ঘন ঘন জলবায়ু পরিবর্তনের ঘটনাগুলির সঙ্গে লড়াই করে চলা এই বিশ্ব ভারতের ঐতিহ্য থেকে অনেক কিছু শিখতে পারে ৷ তবে বিশ্ব তখনই এই বিষয়ে জানবে, যখন দেশবাসী এই ঐতিহ্য নিয়ে গর্ব করবে। তাঁর মতে, বিশ্বায়নের যুগে প্রযুক্তি এবং ঐতিহ্যকে একসঙ্গে নিয়ে চলতে হবে। তাঁর বিশ্বাস, ভারতের উন্নতি অনিবার্য। কিন্তু, এটা করতে হবে ভারতীয়ত্ব বজায় রেখেই। তবেই দেশ প্রকৃত অর্থে বহুমুখী বিশ্বে একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে। মুম্বইয়ের ওই অনুষ্ঠানে নিজের ভিডিয়ো বার্তায় জয়শঙ্কর বলেন, "স্বাধীনতাকে কখনওই নিরপেক্ষতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় ৷"

আরও পড়ুন
'বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের বিষয়', সংসদে মত জয়শঙ্করের
ডলারকে দুর্বল করতে আগ্রহী নয় ভারত, ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দিলেন জয়শঙ্কর

মুম্বই, 22 ডিসেম্বর: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত কখনওই অন্যদের তার সিদ্ধান্তে 'VETO' (কোনও সিদ্ধান্ত বা প্রস্তাব প্রত্যাখ্যান করার আইনি অধিকার) দেওয়ার অনুমতি দেবে না ৷ জাতীয় স্বার্থে এবং বিশ্বের কল্যাণের জন্য যা সঠিক, দেশ তা-ই করবে। যখন ভারত বিশ্ব চেতনায় আরও গভীরভাবে একাত্ব হয়ে যায়, তখন ফলাফল সত্যিই অসাধারণ হয় ৷ মুম্বইতে একটি অনুষ্ঠানের ভিডিয়ো বার্তায় এ কথা বলেছেন বিদেশমন্ত্রী।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC/United Nations Security Council) । বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের এই VETO ক্ষমতা রয়েছে। এই পাঁচটি দেশের যে কোনও একটি দেশ যদি কোনও সিদ্ধান্ত কার্যকর করতে বাধা দিতে চায়, তাহলে ভেটো ক্ষমতা প্রয়োগ করে সেই সিদ্ধান্ত নাকোচ করে দিতে পারে।

এই বিডিয়ো বার্তায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে জানিয়ে দেন, ভারত তার পছন্দের উপর অন্যদের কখনওই কোনও রকম চাপ সৃষ্টি করতে দেবে না ৷ ভারত তার জাতীয় স্বার্থে চাপমুক্ত ভাবে কাজ করবে। তিনি জানান, ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। দেশ বর্তমানে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে। তবে কিছু পুরনো সমস্যা এখনও রয়ে গিয়েছে, যেগুলির সমাধান করা প্রয়োজন।

তিনি দাবি করেন, অস্বাস্থ্যকর অভ্যাস, জীবনযাত্রার চাপ বা ঘন ঘন জলবায়ু পরিবর্তনের ঘটনাগুলির সঙ্গে লড়াই করে চলা এই বিশ্ব ভারতের ঐতিহ্য থেকে অনেক কিছু শিখতে পারে ৷ তবে বিশ্ব তখনই এই বিষয়ে জানবে, যখন দেশবাসী এই ঐতিহ্য নিয়ে গর্ব করবে। তাঁর মতে, বিশ্বায়নের যুগে প্রযুক্তি এবং ঐতিহ্যকে একসঙ্গে নিয়ে চলতে হবে। তাঁর বিশ্বাস, ভারতের উন্নতি অনিবার্য। কিন্তু, এটা করতে হবে ভারতীয়ত্ব বজায় রেখেই। তবেই দেশ প্রকৃত অর্থে বহুমুখী বিশ্বে একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে। মুম্বইয়ের ওই অনুষ্ঠানে নিজের ভিডিয়ো বার্তায় জয়শঙ্কর বলেন, "স্বাধীনতাকে কখনওই নিরপেক্ষতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় ৷"

আরও পড়ুন
'বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের বিষয়', সংসদে মত জয়শঙ্করের
ডলারকে দুর্বল করতে আগ্রহী নয় ভারত, ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দিলেন জয়শঙ্কর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.