ETV Bharat / state

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ! সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এসপি-র দ্বারস্থ নির্যাতিতা - Civic Volunteer in Trouble - CIVIC VOLUNTEER IN TROUBLE

Civic Volunteer Illicit Relationship: জলপাইগুড়ির ময়নাগুড়ি থানা এলাকার এক মহিলার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন এক সিভিক ভলান্টিয়ার ৷ মহিলার স্বামী জেনে গেলে সম্পর্ক অস্বীকার করা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই সিভিকের বিরুদ্ধে ৷ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা ৷

Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 6:03 PM IST

জলপাইগুড়ি, 18 সেপ্টেম্বর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । অভিযুক্ত সিভিকের বাড়িতে বিষয়টি জানালে মহিলার স্বামীকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ । এই নিয়ে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা মহিলা ৷ অভিযোগ, তার পরও ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি । তাই জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন গৃহবধূ ।

ওই মহিলা ময়নাগুড়ি থানা এলাকার বাসিন্দা ৷ তিনি ময়নাগুড়ি মহিলা থানায় গত 8 সেপ্টেম্বর মিঠু অধিকারী নামে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর প্রতারণার অভিযোগ দায়ের করেন । ওই গৃহবধূ লিখিত অভিযোগে জানান, গত দুই বছর ধরে তাঁর সঙ্গে সিভিক ভলান্টিয়ার মিঠু অধিকারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন । সম্প্রতি তাঁর স্বামী বিষয়টি জানতে পারেন । মিঠুর পরিবারকে বিষয়টি জানালে তাঁর স্বামীকে মেরে ফেলার হুমকি দেয় ৷ তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় ৷

মহিলার আরও দাবি, এদিকে তাঁর স্বামী আর তাঁর সঙ্গে থাকতে চাইছেন না ৷ অন্যদিকে মিঠুও তাঁকে অস্বীকার করছে । বিয়ে করতে চাইছে না ৷ টাকার বিনিময়ে বিষয়টি মিটিয় নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে মিঠুর পরিবারের পক্ষ থেকে ।

ময়নাগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়েরের পর দশদিন কেটে গিয়েছে ৷ তার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ সেই কারণে বুধবার ওই মহিলা জলপাইগুড়ির পুলিশ সুপারের দ্বারস্থ হন ৷ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তিনি বলেন, ‘‘আমাকে লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে । ময়নাগুড়ি থানার পুলিশ মিঠুর বিরুদ্ধে কোনও পদক্ষেপই গ্রহণ করছে না । তাই পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি ৷ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তি হোক ।’’

ময়নাগুড়ি থানার আইসি সুবলচন্দ্র ঘোষ বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে । ওই মহিলার স্বামীর বিরুদ্ধেও সিভিক ভলান্টিয়ারের স্ত্রী গালিগালাজ করার অভিযোগ দায়ের করেছেন ।’’

জলপাইগুড়ি, 18 সেপ্টেম্বর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । অভিযুক্ত সিভিকের বাড়িতে বিষয়টি জানালে মহিলার স্বামীকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ । এই নিয়ে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা মহিলা ৷ অভিযোগ, তার পরও ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি । তাই জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন গৃহবধূ ।

ওই মহিলা ময়নাগুড়ি থানা এলাকার বাসিন্দা ৷ তিনি ময়নাগুড়ি মহিলা থানায় গত 8 সেপ্টেম্বর মিঠু অধিকারী নামে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর প্রতারণার অভিযোগ দায়ের করেন । ওই গৃহবধূ লিখিত অভিযোগে জানান, গত দুই বছর ধরে তাঁর সঙ্গে সিভিক ভলান্টিয়ার মিঠু অধিকারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন । সম্প্রতি তাঁর স্বামী বিষয়টি জানতে পারেন । মিঠুর পরিবারকে বিষয়টি জানালে তাঁর স্বামীকে মেরে ফেলার হুমকি দেয় ৷ তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় ৷

মহিলার আরও দাবি, এদিকে তাঁর স্বামী আর তাঁর সঙ্গে থাকতে চাইছেন না ৷ অন্যদিকে মিঠুও তাঁকে অস্বীকার করছে । বিয়ে করতে চাইছে না ৷ টাকার বিনিময়ে বিষয়টি মিটিয় নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে মিঠুর পরিবারের পক্ষ থেকে ।

ময়নাগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়েরের পর দশদিন কেটে গিয়েছে ৷ তার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ সেই কারণে বুধবার ওই মহিলা জলপাইগুড়ির পুলিশ সুপারের দ্বারস্থ হন ৷ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তিনি বলেন, ‘‘আমাকে লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে । ময়নাগুড়ি থানার পুলিশ মিঠুর বিরুদ্ধে কোনও পদক্ষেপই গ্রহণ করছে না । তাই পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি ৷ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তি হোক ।’’

ময়নাগুড়ি থানার আইসি সুবলচন্দ্র ঘোষ বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে । ওই মহিলার স্বামীর বিরুদ্ধেও সিভিক ভলান্টিয়ারের স্ত্রী গালিগালাজ করার অভিযোগ দায়ের করেছেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.