ETV Bharat / state

তৃণমূল সমর্থকদের স্থান সরকারি কমিটিতে ! ব্রাত্য বললেন, 'আংশিক সত্য' - BRATYA BASU

কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল করেন এমন অধ্যাপকরা সরকারি কমিটিতে স্থান পান ? এই তত্ত্বকে আংশিক সত্য বলে মেনে নিলেন শিক্ষামন্ত্রী ৷

State Education Minister Bratya Basu
সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 10:35 PM IST

Updated : Feb 16, 2025, 10:54 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: শাসকদলের অধ্যাপকরা জায়গা পান সরকারি কমিটিতে ৷ রবিবার এক অনুষ্ঠানে একথা আংশিকভাবে স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল, বিরোধী দলের সমর্থক অধ্যাপকরা কোনও সরকারি কমিটিতে স্থান পাচ্ছেন না। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷

এদিন তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠনদের একটি সভায় উপস্থিত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷ সেখানে এই প্রশ্ন করা হলে, তা 'অংশত' স্বীকার করে নেন ব্রাত্য । তিনি বলেন, "এর অংশত সত্যতা আছে ৷ আমি এটুকু বলতে পারি ৷"

গত রবিবারের পর এই রবিবারেও তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য কমিটির বৈঠক ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তথা ওয়বকুপার সভাপতি ব্রাত্য বসু ৷ তিনি বলেন, "এটি সরকারের সঙ্গে থাকা একটি সংগঠন ৷ আমি সভাপতি ৷ আমি সরাসরি রাজনৈতিক লোক ৷ আমার এখানে সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যদি কমিটি হয় তাহলে আমি চাইব আমাদের সংগঠনের লোকই থাক ৷ তৃণমূল করেন বলে তাঁরা অপাংক্তেয় হয়ে যাবেন ! এ তো হতে পারে না ৷"

সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (ইটিভি ভারত)

এখানেই শেষ নয়, 'অংশত' বলার কারণও স্পষ্ট করে দেন তিনি ৷ শিক্ষামন্ত্রী বলেন, "কমিটিতে আমরা বিশিষ্ট শিক্ষাবিদদেরও নিচ্ছি ৷ এরকম প্রচুর শিক্ষাবিদ আমি দেখাতে পারি ৷ এমনকী মুখ্যমন্ত্রীর নির্দেশে যে উপাচার্য নির্বাচনের কমিটি তৈরি করা হয়েছে, সেখানেও প্রচুর শিক্ষাবিদ এবং উপাচার্য রাজ্যের বাইরে থেকে এসেছেন ৷"

অন্যদিকে, পরপর দু'টি রবিবার তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন কেন বৈঠক করল ? সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত সব জেলায় আমাদের কমিটি তৈরি হয়ে গিয়েছে ৷ রাজ্য সরকারের সব বিশ্ববিদ্যালয়েও আমাদের ইউনিট হেড তৈরি হয়ে গিয়েছে ৷ আগামী নির্বাচন পর্যন্ত ওয়েবকুপা সক্রিয় থাকবে ৷ এই অধ্যাপক এবং শিক্ষক শ্রেণি তৃণমূলের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রাজ্যজুড়ে একটা বাতাবরণ তৈরি করেছে ৷ যাবতীয় অপপ্রচার সরিয়ে দিয়ে বিশাল সংখ্যক অধ্যাপক এবং শিক্ষক শ্রেণিকে এখন থেকে তৃণমূলের হয়ে প্রকাশ্যে সর্বত্র দেখতে পাওয়া যাবে ৷"

কলকাতা, 16 ফেব্রুয়ারি: শাসকদলের অধ্যাপকরা জায়গা পান সরকারি কমিটিতে ৷ রবিবার এক অনুষ্ঠানে একথা আংশিকভাবে স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল, বিরোধী দলের সমর্থক অধ্যাপকরা কোনও সরকারি কমিটিতে স্থান পাচ্ছেন না। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷

এদিন তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠনদের একটি সভায় উপস্থিত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷ সেখানে এই প্রশ্ন করা হলে, তা 'অংশত' স্বীকার করে নেন ব্রাত্য । তিনি বলেন, "এর অংশত সত্যতা আছে ৷ আমি এটুকু বলতে পারি ৷"

গত রবিবারের পর এই রবিবারেও তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য কমিটির বৈঠক ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তথা ওয়বকুপার সভাপতি ব্রাত্য বসু ৷ তিনি বলেন, "এটি সরকারের সঙ্গে থাকা একটি সংগঠন ৷ আমি সভাপতি ৷ আমি সরাসরি রাজনৈতিক লোক ৷ আমার এখানে সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যদি কমিটি হয় তাহলে আমি চাইব আমাদের সংগঠনের লোকই থাক ৷ তৃণমূল করেন বলে তাঁরা অপাংক্তেয় হয়ে যাবেন ! এ তো হতে পারে না ৷"

সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (ইটিভি ভারত)

এখানেই শেষ নয়, 'অংশত' বলার কারণও স্পষ্ট করে দেন তিনি ৷ শিক্ষামন্ত্রী বলেন, "কমিটিতে আমরা বিশিষ্ট শিক্ষাবিদদেরও নিচ্ছি ৷ এরকম প্রচুর শিক্ষাবিদ আমি দেখাতে পারি ৷ এমনকী মুখ্যমন্ত্রীর নির্দেশে যে উপাচার্য নির্বাচনের কমিটি তৈরি করা হয়েছে, সেখানেও প্রচুর শিক্ষাবিদ এবং উপাচার্য রাজ্যের বাইরে থেকে এসেছেন ৷"

অন্যদিকে, পরপর দু'টি রবিবার তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন কেন বৈঠক করল ? সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত সব জেলায় আমাদের কমিটি তৈরি হয়ে গিয়েছে ৷ রাজ্য সরকারের সব বিশ্ববিদ্যালয়েও আমাদের ইউনিট হেড তৈরি হয়ে গিয়েছে ৷ আগামী নির্বাচন পর্যন্ত ওয়েবকুপা সক্রিয় থাকবে ৷ এই অধ্যাপক এবং শিক্ষক শ্রেণি তৃণমূলের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রাজ্যজুড়ে একটা বাতাবরণ তৈরি করেছে ৷ যাবতীয় অপপ্রচার সরিয়ে দিয়ে বিশাল সংখ্যক অধ্যাপক এবং শিক্ষক শ্রেণিকে এখন থেকে তৃণমূলের হয়ে প্রকাশ্যে সর্বত্র দেখতে পাওয়া যাবে ৷"

Last Updated : Feb 16, 2025, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.