ঘাটাল, 16 ফেব্রুয়ারি: ছয় দশক ধরে বহুল চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যানের শিল্যানাস শুধু সময়ের অপেক্ষা ! বিধানসভায় রাজ্য বাজেটে 500 কোটি বরাদ্দ ঘোষণার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ঘাটালে প্রথমবার সাব কমিটির মিটিং অনুষ্ঠিত হল রবিবার ৷ মনিটরিং কমিটির এই মিটিংয়ে ঘাটাল টাউন হলে এদিন উপস্থিত ছিলেন সাংসদ দেব ও সেচমন্ত্রী মানস ভূঁইয়া, সেচ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মনিশ জৈন-সহ অনেকে ৷
বৈঠক প্রসঙ্গে সাংসদ দেব বলেন,"যে সাব কমিটি রয়েছে তারা ইতিমধ্যে এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছে ৷ কৃষকদের সঙ্গেও কথা বলেছে ।ঘাটাল মাস্টার প্ল্যান হলে অনেকের মনে অনেক ধারণা তৈরি হচ্ছে ৷ মানুষের সেইসব দুঃশ্চিন্তা দূর করতে সাব কমিটি কাজ করছে । সেসব নিয়ে আলোচনা হয়েছে ৷ আবারও এই কমিটি মাঠে নেমে মানুষের সঙ্গে কথা বলে তাদের দুঃশ্চিন্তা দূর করবে ।"
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠকে স্থানীয় বিজেপি বিধায়ককে আমন্ত্রণ না করা প্রসঙ্গে দেব বলেন,"উনি তো বিশ্বাসই করতে পারছেন না রাজ্য সরকার একা এই প্রকল্পটা করতে পারে ৷ আগে উনি বিশ্বাস করুন যে আমরা করতে পারি তারপর দেখবেন সবাইকে ডাকা হবে ৷ উনি আগে বিশ্বাস করে বলুন যে রাজ্য সরকার একা এটা করতে পারে দেখুন আমি কালকেই ওনাকে মিটিংয়ে ডেকে নেব ৷"
বৈঠক শেষে সেচ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া বলেন,"এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ ৷ কেন্দ্র সরকার যেখানে কর্ণপাত করেনি সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীর স্বার্থে এই মাস্টার প্ল্যান রূপায়ণে উদ্যোগী হয়েছেন । ইতিমধ্যে বাজেটে 500 কোটি টাকা বরাদ্দও করে দিয়েছেন । এটা বাংলা নয়, ভারতবর্ষের ইতিহাসেও নজির ।"