চণ্ডীগড়, 16 ফেব্রুয়ারি: তৃতীয় দফায় অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন ৷ রবিবার রাত 10.03 মিনিটে 112 জন ভারতীয়কে নিয়ে আমেরিকার সামরিক বিমান অবতরণ করল পঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে ৷
এর আগে শনিবার রাতে দ্বিতীয় দফায় 119 জন অবৈধ ভারতীয় অভিবাসী দেশে ফিরেছেন ৷ সেই বিমানটিও অমৃতসর বিমানবন্দরে নামে ৷ এরপর এদিন রাতে 112 জন অবৈধ অভিবাসী দেশে ফিরলেন ৷ সূত্রের খবর, তাঁদের মধ্যে 31 জন পঞ্জাবের, 33 জন গুজরাতের এবং 44 জন হরিয়ানার বাসিন্দা ৷ এছাড়া এই দলে একজন করে উত্তরাখণ্ড এবং হিমাচলের বাসিন্দাও আছেন ৷ ফিরে আসা অবৈধ অভিবাসীদের বাড়ি নিয়ে যেতে তাঁদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন ৷
#WATCH | Punjab: Aircraft carrying the third batch of illegal Indian immigrants lands in Amritsar as it arrives from the US. pic.twitter.com/siuyMUTbMP
— ANI (@ANI) February 16, 2025
এবার অবৈধ অভিবাসীদের সরকারি চেকিং প্রক্রিয়া হবে ৷ তারপরই তাঁরা নিজেদের বাড়ি ফিরতে পারবেন ৷ এমনকী সরকারের তরফে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থাও করা হয়েছে ৷ এর আগে 5 ফেব্রুয়ারি প্রথম দফায় আমেরিকা থেকে ভারতে ফেরেন 104 জন অবৈধ ভারতীয় অভিবাসী ৷ সেই বিমানটিও অমৃতসরে নেমেছিল ৷
সংসদের বাজেট অধিবেশনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য এর ব্যাখ্য়া দিয়ে বলেন, "আমরা অবশ্যই মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করছি ৷ ভারতের অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তনের সময় বিমানে যেন তাঁদের সঙ্গে কোনরওকম দুর্ব্যবহার না-করা হয়, সেবিষয়টি নিশ্চিত করছি ৷"পাশাপাশি তিনি এও জানান, 2009 সাল থেকে মোট 15 হাজার 756 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে আমেরিকা থেকে বহিষ্কৃত করা হয়েছে ৷
দ্বিতীয় দফায় 15 ফেব্রুয়ারি যে অবৈধ অভিবাসীরা ভারতে ফিরেছেন, তাঁদেরও হাতে-পায়ে কড়া পরানো ছিল ৷ সম্প্রতি 14 ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউজে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন ৷ গত 20 জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ৷ তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই প্রথম সামনাসামনি সাক্ষাৎ ৷ দুই নেতার মধ্য়ে 44 মিনিট কথা হয়।