ফের কালিম্পংয়ের শ্বেতিঝোরায় 10 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ধস - Landslide in Kalimpong - LANDSLIDE IN KALIMPONG
🎬 Watch Now: Feature Video
Published : Sep 17, 2024, 12:43 PM IST
ফের 10 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ধস ৷ আবার বন্ধ হল জাতীয় সড়ক ৷ সোমবার রাত থেকে পাহাড় জুড়ে টানা বৃষ্টির কারণে কালিম্পংয়ের শ্বেতিঝোরায় বড়সড় ধসের ঘটনা ঘটে ৷ 10 নম্বর জাতীয় সড়কের প্রায় সবটাই ধসে গিয়েছে বলে খবর ৷ এতে বন্ধ হয়ে গিয়েছে ওই সড়ক দিয়ে যান চলাচল ব্যবস্থা ৷ প্রায় তিন মাস পর চলতি মাসের শুরুতেই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছিল ৷ জুলাই মাসে লাগাতার বৃষ্টির কারণে শ্বেতিঝোরা, সেলফদাড়া, 19 মাইল-সহ একাধিক জায়গায় জাতীয় সড়কের ধস নামে, যার জেরে প্রায় তিন মাস বন্ধ ছিল জাতীয় সড়ক দিয়ে যান চলাচল ব্যবস্থা ৷
সেপ্টেম্বরের শুরুতে ওই জাতীয় সড়ক দিয়ে ছোট যান এবং বাস চলাচল শুরু করেছিল ৷ যদিও ভারী গাড়ি বিকল্প রুটে কালিম্পং এবং সিকিম যাতায়াত করছিল ৷ কিন্তু এদিনের ধসের ফলে ফের বন্ধ হল বাংলা-সিকিম লাইফ লাইন ৷ ধসের পর মঙ্গলবার সকাল থেকে ফের রাস্তা তৈরির কাজ শুরু করেছে পূর্ত দফতর ৷ কালিম্পংয়ের জেলাশাসক বালাশুভ্রমণিয়ম টি বলেন, "শ্বেতিঝোরায় একটা বড় ধসের ঘটনা ঘটেছে ৷ যে কারণে ওই সড়ক দিয়ে সমস্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ লাভা, আলগাড়া, গরুবাথান দিয়ে সিকিমে ঘুরপথে যান চলাচল করতে বলা হয়েছে ৷ দ্রুত মেরামতের কাজ করতে বলা হয়েছে ৷"