নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: ঘড়িতে তখন ভোর 5.36 ৷ রাজাধানী দিল্লি-সহ পার্শ্ববর্তী অঞ্চল কেঁপে উঠল তীব্র ভূমিকম্পে ৷ দিল্লি এনসিআরের নয়ডা, গ্রেটার নয়ডায় কম্পন অনুভূত হয় ৷ আফটারশকের কথা মাথায় রেখে সকলকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূকম্পের মাত্রা ছিল 4.0 ৷ ভূমিকম্পের অবস্থান মাটি থেকে 5 কিলোমিটার গভীরে ৷ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সকাল সকাল ভূমিকম্পের ঘটনায় রীতিমতো আতঙ্কিত রাজধানী ৷
" eq of m: 4.0, on: 17="" 02="" 2025 05:36:55 ist, lat: 28.59 n, long: 77.16 e, depth: 5 km, location: new delhi, delhi," posts @NCS_Earthquake. #Earthquake pic.twitter.com/LKwiBHSJg3
— Press Trust of India (@PTI_News) February 17, 2025
জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের কাছে, ভূমিকম্পের সময় একটি বিকট শব্দও শোনা গিয়েছে বলে জানান বাসিন্দারা ৷ প্রাণের ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন তাঁরা ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে ৷
Delhi-NCR Earthquake: People rushed out of their houses as earthquake tremors hit Delhi-NCR early this morning. #Earthquake
— Press Trust of India (@PTI_News) February 17, 2025
(Full video is available on https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/bgzptCZrGb
প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এক্সে পোস্ট করে দিল্লিবাসীকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন ৷ এক্সে তিনি লিখেছেন, "কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও আশেপাশের এলাকায়। সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকা এবং শান্ত থাকার আর্জি জানানো হয়েছে ৷ আধিকারিকরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।"
Tremors were felt in Delhi and nearby areas. Urging everyone to stay calm and follow safety precautions, staying alert for possible aftershocks. Authorities are keeping a close watch on the situation.
— Narendra Modi (@narendramodi) February 17, 2025
দিল্লি পুলিশের তরফে এক্সে পোস্ট করে বলা হয়েছে, "আশা করি, আপনারা সবাই (দিল্লিবাসী) নিরাপদে রয়েছেন ৷ যদি কোনও জরুরি পরিস্থিতিতে সাহায্যের দরকার হয়, তাহলে কল করুন 112 (টোল ফ্রি) নম্বরে ৷"
" we hope you all are safe, delhi ! for any emergency help #Dial112," posts @DelhiPolice #Earthquake pic.twitter.com/p6KOGG56Vc
— Press Trust of India (@PTI_News) February 17, 2025
এদিকে দিল্লি স্টেশনে বাসিন্দারা বলছেন, এত জোড়ে কম্পন এর আগে কখনও টের পায়নি ৷ চারিদিক বীভৎস জোরে কাঁপছিল ৷ মনে হচ্ছিল কোনও ট্রেন পড়ে গিয়েছে তাই এত জোড়ে কম্পন হচ্ছে ৷ তাঁরা যেহেতু বাড়িতে নেই, তাই ফোন করে পরিবারের লোকজনদের জন্য চিন্তা হচ্ছে তাঁদের ৷
Delhi-NCR Earthquake: Here's how passengers at New Delhi Railway Station reacted to the early morning earthquake in Delhi-NCR today.#Earthquake
— Press Trust of India (@PTI_News) February 17, 2025
(Full video is available on https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/lTUU4Yicco
এদিকে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা থেকে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এক্সে পোস্ট করে লিখেছেন, "দিল্লিতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ ভগবানের কাছে প্রার্থনা করছি সকলেই যেন নিরাপদে থাকেন ৷"
" i pray for safety of everyone," posts aap's national convenor arvind kejriwal (@ArvindKejriwal). #Earthquake pic.twitter.com/CnmZRNoJfS
— Press Trust of India (@PTI_News) February 17, 2025
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ভূমিকম্পে কেঁপেছে দিল্লি। সিসমিক জোন-4এ অবস্থিত হওয়ায়, মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা থাকে দিল্লিতে।