হাওড়া, 17 ফেব্রুয়ারি: বছরের শুরুতেই ফের রবিনসন স্ট্রিটের ছায়া দেখল হাওড়া ৷ 4 থেকে 5 দিন মায়ের পচাগলা দেহ আগলে ঘরেই রইলেন ছেলে, এমনটাই স্থানীয় সূত্রে খবর। রবিবার বাড়ি থেকে গন্ধ বের হতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই বিষয়টি স্থানীয় দাসনগর থানায় জানান ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরি জেলেপাড়ায়।
পুলিশ সূত্রের খবর, মৃত মহিলার নাম রাসমণি নন্দী (65)। স্থানীয়রা বলছেন, মৃতার পুত্র সুরজ নন্দী মানসিক অবসাদগ্রস্ত। বালটিকুরি এলাকায় রাসমণি নন্দী ও তাঁর মানসিক অবসাদগ্রস্ত ছেলেই থাকতেন ৷ দীর্ঘদিন ধরেই রাসমণি নন্দী অসুস্থ ছিলেন। এদিন সকাল থেকেই বালিটিকুরির জেলেপাড়ায় ওই বাড়ির আশেপাশে পচা গন্ধ বেরতে থাকে। প্রতিবেশীদের মধ্যে তখন থেকেই সন্দেহ বাড়ছিল। এদিকে বাড়ির দরজা-জানলাও ভিতর থেকে বন্ধ ৷
প্রতিবেশীরাই রাসমণি দেবীর আত্মীয়দের খবর দেন। দাসনগর থানাতেও বিষয়টি জানানো হয় ৷ পুলিশ এসে দরজা ভাঙতেই দুর্গন্ধের পরিমাণ আরও তীব্র হয়। তারপরই পুলিশ অবাক হয়ে যায় ৷ খাটের উপর মরে পড়ে রয়েছেন ওই মহিলা। শরীরের একাধিক জায়গায় পচন ধরেছে। ঘরে রয়েছেন ছেলে সুরজ নন্দী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, 4 থেকে 5 দিন আগে মৃত্যু হয়েছে রাসমণি নন্দীর। সেই থেকেই দেহ আগলে বসেছিলেন তাঁর ছেলে।
স্থানীয়রা জানাচ্ছেন, মা ও ছেলেকে বেশকিছু দিন ধরে দেখা যায়নি। এর মধ্যেই কোনও দিন অসুস্থতার কারণেই হয়তো ওই মহিলা মারা গিয়েছেন। এই কথাই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।