কলকাতা, 20 ফেব্রুয়ারি: বসন্তের শুরুতেই বজ্রবৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়েই রাজ্যের প্রায় প্রতিটি জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি ও 23 ডিগ্রির আশেপাশে থাকবে।
গাঙ্গেয় বঙ্গের ঝড়বৃষ্টি নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে ৷ এর ফলে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। বায়ুমণ্ডলের নিচু স্তর থেকে উঁচু স্তরের তাপমাত্রা অনেক কম হওয়ায় জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে ৷ তার ফলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ এর প্রভাবে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে।"
আজ, বৃহস্পতিবার শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি জেলাতে ৷ কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাস বইবে।
21 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ৷ তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷
22 ফেব্রুয়ারি, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি ও নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে ৷
23 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা।
উত্তরবঙ্গে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায় ৷ আগামিকাল থেকে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 0.5 পাঁচ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 52 শতাংশ।