ETV Bharat / state

শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনটি খুনের মামলা ! শীঘ্রই রায় ঘোষণা; জানালো হাইকোর্ট - SHEIKH SHAHJAHAN

তিন বিজেপি কর্মী খুন ৷ মূল আসামি ছিলেন শেখ শাহজাহান । অভিযোগ, দু’টি মামলাতেই চার্জশিট থেকে শাহজাহান শেখের নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে ।

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2025, 5:42 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে 2019 সালে তিনটি খুনের ঘটনায় শেখ শাহজাহান মতো দুষ্কৃতীরা অভিযুক্ত থাকায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি । এই অভিযোগ নিয়ে দায়ের মামলায় সিবিআই তদন্তের আবেদন নিয়ে আগামী সপ্তাহে রায় ঘোষণা করতে চায় হাইকোর্ট । বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে গতবছর ডিসেম্বরে শেষ শুনানি হয় এই মামলার । শুক্রবার ফের মামলা ওঠে । রাজ্য এবং মামলাকারীদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য চায় আদালত । বিচারপতির বক্তব্য, যত দ্রুত সম্ভব ওই তথ্য পেলেই রায় ঘোষণা করা হবে । আদালত আগামী সপ্তাহেই চেষ্টা করছে রায় ঘোষণার ।

সন্দেশখালিতে 2019 সালের 6 জুন তিন বিজেপি কর্মীকে খুন করে লাশ লোপাট করা হয়েছিল বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রদীপ, দেবদাস এবং সুকান্ত মণ্ডল খুন হয়েছিলেন । সুপ্রিয়া মণ্ডল ও পদ্মা মণ্ডলের অভিযোগের ভিত্তিতে ঘটনায় দু’টি এফআইআর হয় । আদালতের নির্দেশেই সিআইডি তদন্ত হয় । দু’টি মামলাতেই মূল আসামি ছিলেন শেখ শাহজাহান । একটিতে 28 জন এবং অন্যটিতে 24 জন আসামি ছিলেন । অভিযোগ, দু’টি মামলাতেই চার্জশিট থেকে শাহজাহান শেখের নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে ।

মামলার শুনানিতে আদালতে হাজির হয়েছিলেন এই মামলার আইও ৷ তাঁকে বিচারপতির প্রশ্ন করেন, ‘‘সাক্ষীর গোপন জবানবন্দিতে 1 নম্বর অভিযুক্তদের তালিকায় শাহজাহান শেখের নাম থাকা সত্ত্বেও তার নাম চার্জশিট থেকে বাদ দিলেন কী করে ?’’ যদিও তদন্তকারী অফিসার জানান, সাক্ষীকে বিশ্বাসযোগ্য মনে হয়নি । তখন পালটা বিচারপতি বলেন, ‘‘আপনি ঠিক করবেন কে বিশ্বাসযোগ্য আর কে বিশ্বাসযোগ্য নয় ?’’

এরপর গতবছর সন্দেশখালির ঘটনা সামনে আসার পর পুলিশ তড়িঘড়ি ফের শাহজাহানের নাম অন্তর্ভুক্ত করে চার্জশিট দিতে প্রস্তুতি শুরু করে ।তাতেই ক্ষুব্ধ বিচারপতি মামলার শুনানিতে বলেন, ‘‘এতদিন ধরে কী করছিলেন ? চার-পাঁচ বছর ধরে এক অবস্থান, আজ এতদিনে হঠাৎ কী এমন ঘটলো যে আপনারা অতিরিক্ত চার্জসিট দিতে মরিয়া হলেন ? আগে কেনও মূল অভিযুক্তর নাম বাদ গেল ? হঠাৎ তার নাম জুড়েই বা চার্জসিট দেওয়ার চেষ্টা কেন ? এটা ঠিক নয় । মানুষের বুঝতে কিছু বাকি থাকে না ।’’

রাজ্যকে দু’টি চার্জসিটের যা যা তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে, তার পৃথক তালিকা করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । বেশ কয়েকমাস হয়ে গেলেও বিচারপতি সেনগুপ্ত এখনও প্রয়োজনীয় নথি সম্পূর্ণ হাতে পাননি ৷ তিনি জানিয়েছেন, সমস্ত নথি পেলেই আগামী সপ্তাহে এই মামলার রায় ঘোষণা করবেন ।

আরও পড়ুন:

কলকাতা, 21 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে 2019 সালে তিনটি খুনের ঘটনায় শেখ শাহজাহান মতো দুষ্কৃতীরা অভিযুক্ত থাকায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি । এই অভিযোগ নিয়ে দায়ের মামলায় সিবিআই তদন্তের আবেদন নিয়ে আগামী সপ্তাহে রায় ঘোষণা করতে চায় হাইকোর্ট । বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে গতবছর ডিসেম্বরে শেষ শুনানি হয় এই মামলার । শুক্রবার ফের মামলা ওঠে । রাজ্য এবং মামলাকারীদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য চায় আদালত । বিচারপতির বক্তব্য, যত দ্রুত সম্ভব ওই তথ্য পেলেই রায় ঘোষণা করা হবে । আদালত আগামী সপ্তাহেই চেষ্টা করছে রায় ঘোষণার ।

সন্দেশখালিতে 2019 সালের 6 জুন তিন বিজেপি কর্মীকে খুন করে লাশ লোপাট করা হয়েছিল বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রদীপ, দেবদাস এবং সুকান্ত মণ্ডল খুন হয়েছিলেন । সুপ্রিয়া মণ্ডল ও পদ্মা মণ্ডলের অভিযোগের ভিত্তিতে ঘটনায় দু’টি এফআইআর হয় । আদালতের নির্দেশেই সিআইডি তদন্ত হয় । দু’টি মামলাতেই মূল আসামি ছিলেন শেখ শাহজাহান । একটিতে 28 জন এবং অন্যটিতে 24 জন আসামি ছিলেন । অভিযোগ, দু’টি মামলাতেই চার্জশিট থেকে শাহজাহান শেখের নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে ।

মামলার শুনানিতে আদালতে হাজির হয়েছিলেন এই মামলার আইও ৷ তাঁকে বিচারপতির প্রশ্ন করেন, ‘‘সাক্ষীর গোপন জবানবন্দিতে 1 নম্বর অভিযুক্তদের তালিকায় শাহজাহান শেখের নাম থাকা সত্ত্বেও তার নাম চার্জশিট থেকে বাদ দিলেন কী করে ?’’ যদিও তদন্তকারী অফিসার জানান, সাক্ষীকে বিশ্বাসযোগ্য মনে হয়নি । তখন পালটা বিচারপতি বলেন, ‘‘আপনি ঠিক করবেন কে বিশ্বাসযোগ্য আর কে বিশ্বাসযোগ্য নয় ?’’

এরপর গতবছর সন্দেশখালির ঘটনা সামনে আসার পর পুলিশ তড়িঘড়ি ফের শাহজাহানের নাম অন্তর্ভুক্ত করে চার্জশিট দিতে প্রস্তুতি শুরু করে ।তাতেই ক্ষুব্ধ বিচারপতি মামলার শুনানিতে বলেন, ‘‘এতদিন ধরে কী করছিলেন ? চার-পাঁচ বছর ধরে এক অবস্থান, আজ এতদিনে হঠাৎ কী এমন ঘটলো যে আপনারা অতিরিক্ত চার্জসিট দিতে মরিয়া হলেন ? আগে কেনও মূল অভিযুক্তর নাম বাদ গেল ? হঠাৎ তার নাম জুড়েই বা চার্জসিট দেওয়ার চেষ্টা কেন ? এটা ঠিক নয় । মানুষের বুঝতে কিছু বাকি থাকে না ।’’

রাজ্যকে দু’টি চার্জসিটের যা যা তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে, তার পৃথক তালিকা করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । বেশ কয়েকমাস হয়ে গেলেও বিচারপতি সেনগুপ্ত এখনও প্রয়োজনীয় নথি সম্পূর্ণ হাতে পাননি ৷ তিনি জানিয়েছেন, সমস্ত নথি পেলেই আগামী সপ্তাহে এই মামলার রায় ঘোষণা করবেন ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.